এলোমেলো ফটোগ্রাফি(১০% টু শাই-ফক্স)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম,


আশা করি, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

আমার ফটোগ্রাফির হাত ওতোটা ভালো না সেটা আপনারা জানেনই।তারপরেও চেষ্টা করছি উন্নতি করার।যেখানে যাই সেখানেই একটু আধটু ফটো তোলার একটা স্বভাব হয়ে গেছে।মাঝে মাঝে অনেকে আবার আমার দিকে তাকায় থাকে,রেস্টুরেন্টে গেলে যখন বিভিন্ন ডেকোরেশনের ছবি তুলি অনেকে হা করে দেখে😑।মনে হয়,আমি বিশাল পাপ করে ফেলতেছি আর মাঝে মাঝে এগুলোর জন্যই ছবি তুলতে মনে চায়না।যাইহোক,তাদের গায়ে লাগালে আমার চলবেনা,যেহেতু এটা আমার কাজ।

তো চলুন ফটোগুলো দেখা যাক-

ফটো-১

IMG20230107111524-01.jpeg

এটা হলো ডাইস,আমার চেয়ে আপুরা বেশি জানবেন এই বিষয়ে।সেদিন হীরা ভাবি মানে শুভ ভাইয়ার ওয়াইফ ম্যাসেজে বলেছিল,তার জন্য এগুলো কিনে রাখতে আর আমি বাসায় গেলে তাকে যেন পৌঁছে দিই।তো তাকে দেয়া কথা রাখতেই আমি সেদিন দোকানে গিয়েছিলাম ডাইস কিনতে।বেশ অনেকগুলোই নিয়েছিলাম আর সেখান থেকে একটা ছবি তুলেছি।

ফটো- ২

IMG20230109142231-01.jpeg

ফটো- ৩

IMG20230109142100-01.jpeg

এই শীতে বোধয় সবচেয়ে বেশি ডিমান্ড রোদের।প্রায় ৩ দিন পর রোদের মুখ দেখেছি আজ,সত্যি বলতে দুইদিন পর আজ গোসলও করেছি🤭।

ফটো-৪

IMG20230109142134-01.jpeg

মালিকের মেয়েগুলা বেশ সৌখিন,ছাদে হরেক রকমের গাছ লাগিয়েছে।এছাড়াও দেখি পাখিও পালে অনেক রকমের।আজ ছাদে উঠে এই ফুলটা দেখলাম।আমি গাছটার নামও জানিনা আর ফুলটাও চিনিনা।আগে দেখেছি কিন্তু নাম জানা হয়নি।কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন।

ফটো-৫

IMG20230109142525-01.jpeg

এটাও মালিকের ছাদ থেকেই তোলা।এই টমেটোকে নিয়ে একটা কাহিনি বলি,কিছুদিন আগে পিকনিক খেলাম মেসে কয়েকজন মিলে।তো রান্না শেষ হতে হতে রাত ২ টার মতো বেজেছিল।পোলাও আর রোস্টের সাথে ছিলনা কোনো সালাদ।মালিক আর তার ফ্যামিলি তখন গভীর ঘুমে কাতর,চুপ করে ছাদে উঠে তিনটে টমেটো চুরি করে এনেছিলাম🤐।

ফটো-৬

IMG20230109142626-01.jpeg

পুইশাকের ডাটা,আমার ছোটবেলার একটা খেলার মাধ্যম।নোডিউলগুলো লাল হলে চাপ দিলেই রঙ বের হয় আর তা এর ওর গায়ে মারতাম😁।নিজের কাপড়চোপড়ও কম মাখাইনি অবশ্য।

ফটো-৭

IMG20230109141851-01.jpeg

একটা শীত কাটবে আর তাতে শিমের তরকারি হবেনা এটা অসম্ভব।সবজি করবেন,তাতেও শিম।ঝোল করবেন তাতেও শিম আবার চচ্চড়ি করবেন তাতেও শিম।ভাজি করলে তাতেও শিম।জগৎ এখন শিমময়🙂।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9GYkLeJnew7bGkZMcQhpUsb9FKBp1Ac9v1VQQgvoikPF8KRCLkW3TPkop1QH...aicMu5N5hPSsE87ct6mzz7fQ271o8NPBM8pSEAcds1Tmns2b9sX7TtXE4zLQjaGRSbaXRGBXjo96fgMESbU8aYA9nyP591uLxXs7AUaBc6WbX6b8xxv23NGgw8.png

আজকের আয়োজন এই পর্যন্তই।আশা করি ছবিগুলো ভালো লাগবে আপনাদের কাছে।শীত কাটুক সবার ভালোভাবে।

সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

🌼আল্লাহ হাফেজ।🌼

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.09/01/23

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Sort:  
 3 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে পুঁইশাকের বিচির ফটোগ্রাফি এবং টমেটোর ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।ছোটবেলা যখন পুঁইশাকের বিচিগুলো লাল হয়ে যেত সেগুলো রং বানিয়ে অনেক খেলা করতাম। আর মালিকের টমেটো গাছ থেকে টমেটো চুরি করে ভালোই সালাদ খেলেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সকিনার গায়েও একবার মেরেছিলাম,তারপরেই ব্রেকাপ করেছে।

 3 years ago 

আপনাদের বাড়ির মালিকের গাছের টমেটো দিয়ে তাহলে তো বেশ ভালই সালাত তৈরি করেছেন। টমেটোগুলো দেখতেই মনে হচ্ছে বেশ সতেজ। পুঁই শাকের লাল ফুলগুলো হাত দিয়ে ছিড়ে সত্যিই অনেক আনন্দ করতাম। আসলে ছাদে এরকম গাছ লাগালে সত্যি অনেক ভালো লাগে। ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আপনার সব গুলো ছবি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক ফুল,সবজি গুলোর ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে। তবে প্রথম ছবির হীরা ভাবির জন্য কিনা ডাইস গুলো চিনতে পারলাম না। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওগুলো দিয়ে কাপড়ে নকশা করা হয়।

 3 years ago (edited)

অসম্ভব কিছু ফটোগ্রাফি ছিল । শীতের রৌদ্র, সবজি সব যেন মনে হচ্ছে দেহে সজিবতা এনে দিয়ে গেল। আর ভালই তো চুরি করে সালাদ বানিয়ে খেলেন। এখন তো মুখ বন্ধ করতে ট্রিট লাগবে। তা না হলে কিন্তু আমি বলে দিবো। হি হি হি।

 3 years ago 

ওর থেকে বলেই দিয়েন,ম্যানেজ করে নিবো।

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 3 years ago 

আপনি ফটোগ্রাফার না হলেও ছবিগুলো বেশ ভালোই তুলেছেন। বিশেষ করে সূর্যের ছবিগুলো অসাধারণ লেগেছে আমার কাছে।
এখানে ছোট একটু পরামর্শ দেবো ভাই, ছবি তোলার ক্ষেত্রে বিষয়বস্তুকে গুরুত্ব দিতে হবে বেশি এবং ছবি এমনভাবে তুলতে হবে বিষয়বস্তুর পেছনের অংশ ব্লুয়ার হয়ে যায় যেন। এভাবে ছবি তুলতে পারলে ছবির গুনগত মান বৃদ্ধি পাবে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর পরামর্শের জন্য।

 3 years ago 

সবগুলো ফটোগ্রাফিই খুব ভালো ছিল। আর সালাদ বানিয়ে খেয়েছ বাসার ছাদ থেকে টমেটো চুরি করে এটাও ভালো ছিল😄 কিন্তু আমার কিনতে দেওয়া ডাইসটার ছবি দেওয়ার কি দরকার ছিল। সবাই ভাববে আমি খালি তোমাকে দিয়ে খাটাই।😜

 3 years ago 

অন্যের ভাবায় কি আসে যায়!আমরা তো আমরাই❤️

 3 years ago 

ভাইয়া চুরি করে খাওয়ার মজাই আলাদা। তবে ধরা খেলে রেহাই নেই। আমরা ছোটবেলায় একবার এভাবে টমেটো চুরি করে ছিলাম আর সেই দিন মায়ের কাছে অনেক বকাও খেয়েছি। যাই হোক খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জেনে ভালো লাগলো,আপনাকেও ধন্যবাদ ❤️

 3 years ago 

ফটোগ্রাফি করার মাত্রায় দিন দিন অনেক বেশি দক্ষতা লক্ষ্য করা যাচ্ছে।তবে আপনি তো ফটোগ্রাফির মাধ্যমে সূর্য ধরার কাছাকাছি চলে গেছেন হা হা হা।অনেক গুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে।তবে শিম নিয়ে বেশ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন পড়ে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

অনেক বেশি কাছে না,সূর্যটা পকেটেই রাখি।আপনাদের দেখানোর জন্য বের করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 112280.67
ETH 4330.13
SBD 0.85