জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ব প্রস্তুতিহীন ভর্তি পরীক্ষার কাহিনি। ১০% shy-fox

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজকে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সেকেন্ড টাইমার হিসাবে ভর্তি পরীক্ষা দিতে। কিন্তু এটি ছিল একদমই পূর্ব প্রস্তুতিহীন। আজকে আমি আপনাদের সাথে আজকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভ্রমণের কিছু ছবি শেয়ার করব। এবং তার সাথে আমার পূর্ব প্রস্তুতিহীন পরিক্ষার কাহিনীও কিছুটা শেয়ার করাএ চেস্টা করবো।

CollageMaker_20211118_231314196.jpg

ঘুম থেকে উঠেছিলাম সকাল ৯ টায়। খুব ঘুম পাচ্ছিল। যেহেতু কোন প্রস্তুতি ছিলো না সেহেতু বেশ আরামেই পরিক্ষা দিতে গিয়েছিলাম। কোন টেনসন কাজ করছিল না। পরিক্ষা ছিল দুপুর ১২ টায়। শ্যামলি থেকে সকাল ১০ টায় মৌমিতা বাসে উঠে সাভার গেলাম। রাস্তায় জ্যাম খুব বেশি ছিল না। তাই খুব দ্রুতই পৌছে গিয়েছিলাম।১১.৩০ এ ডেইরি গেট দিয়ে ডুকে গেলাম। প্রথমেই গেলাম বংগমাতা হলে। ওখানে এক আপুর কাছে নিজের ব্যাগ ও মোবাইল রেখে আসলাম।

CollageMaker_20211118_230822439.jpg

CollageMaker_20211118_230619430.jpg

20211118_131518.jpg

20211118_131512.jpg

20211118_131342.jpg

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের কিছু ছবি


আপুর কাছে মোবাইল রেখে এসে পরিক্ষার হলে পৌছালাম। মনের ভেতর কোন টেনশন কাজ করছিল না। কারন আগেই বলেছিলাম প্রস্তুতিহীন। হলে ডুকে প্রথমেই সামনের বেঞ্চ এ বসে পড়লাম। সবাইকে দেখলাম সাম্নের বেঞ্চ ফাকা রেখে পেছনে যেয়ে বসেছে।কিন্তু আমার কোন সমস্যা হয় না সাম্নের বেঞ্চে বসতে। বসলাম। কিন্তু ২ জন স্যার এসে বললেন সাম্নের বেঞ্চ ফাকা করে দিতে। তারপর উঠে যেয়ে একদম পেছনের বেঞ্চে যেয়ে বসলাম।
ঠিক ১২ টায় খাতা দিল। প্রশ্ন দিল। বরাবরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি কঠিন হয়। কিন্তু এবার তেমন কিছু কঠিন হয় নি। তবুও আমি প্রস্তুতিহীন ছিলাম। তাই সোজা জিনিসও কঠিন লাগছিল। মমোটামুটি পরিক্ষা শেষ করলাম। হল থেকে বের হয়ে রিকশা নিলাম আবার আপুর হলে গেলাম। আমার এক বন্ধুকে সাথে করে নিয়ে একটু বের হলাম ঘুরতে। তার কিছু ছবি
CollageMaker_20211118_231213197.jpg

(হলের বাইরের ঝোপ ঝাড়)


CollageMaker_20211118_231140127.jpg

আপুরা অনেক দোকান দিয়েছিল


CollageMaker_20211118_231110772.jpg

বেচা কেনা হচ্ছে


CollageMaker_20211118_230709828.jpg

CollageMaker_20211118_231013221.jpg

CollageMaker_20211118_230953395.jpg

CollageMaker_20211118_230931506.jpg

CollageMaker_20211118_231037051.jpg

CollageMaker_20211118_230908593.jpg

CollageMaker_20211118_230745248.jpg

CollageMaker_20211118_230844439.jpg

বাসা থেকে ফোন এসেছিল। তাই কথা বলছিলাম বান্ধবী ছবি তুলে নিল।


কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। বাসায় আসতে প্রায় ৩ টা৷ বেজে গিয়েছিল।

এই ছিল আমার আজকের প্রস্তুতিহীন ভর্তি পরীক্ষার কাহিনী। আশা করছি ভালো লাগবে আপনাদের।

ধন্যবাদ আপনাদের সবাইকে
ফারহানা তন্নি।

Sort:  
 3 years ago (edited)

আপু আপনার পোষ্টটি পড়ে আমার ভর্তি পরীক্ষার কথা মনে পড়ে গেল। আমিও জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম আপনার মত প্রস্তুতিহীনভাবে। আসলে কোন পরীক্ষার প্রস্তুতি না থাকলে বা পরীক্ষা নিয়ে তেমন আশা না থাকলে টেনশন কাজ করে না। যাইহোক আপনার পরীক্ষা কেমন হয়েছে তা তো জানালেন না। আশাকরি ভালোই হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আসলে আমার কাছে কেনো যেনো মনে হয় প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার চেয়ে প্রস্তুতিহীন পরীক্ষা দেওয়া গুলো বেশি মজার হয়। মজার হয় বলতে যে পরীক্ষাগুলোতে আমরা প্রস্তুতি নেই ওই পরীক্ষাগুলোতে আসলে খুব বেশি টেনশন কাজ করে। আর যেই পরীক্ষাগুলোতে আমরা প্রস্তুতি নেই না সেই পরীক্ষাগুলোতে আসলে কোন টেনশন কাজ করে না। খুব ফ্রি ভাবে পরীক্ষা গুলো দেওয়া যায়। যদিও ব্যাপারটা ঠিক না তাও মজার কিন্তু। সবসময় পরীক্ষা যে প্রস্তুতি নিয়েই দেওয়া হবে তার তো কোনো মানে নেই। আমি নিজেও অনেকগুলো পরীক্ষা প্রস্তুতি ছাড়াই দিয়েছি। অনেক ধন্যবাদ আপনার মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
ট্যাগ এর ব্যাপারে আরেকটু ক্লাশ এ মনোযোগ দিবেন তাহলে ঠিক হয়ে যাবে।

আপু আপনি একদমই ঠিক বলেছেন। নড়াইল থেকে ১৬ ঘন্টা জার্নি করে ঢাকা এসেছিলাম। শুধু এই মজার একটা ফিলিংস পাব বলে। কারন টেনশনে ফ্রি পরিক্ষা দিতে আমার অনেক ভালো লাগে। নতুন অভিজ্ঞতা হয়।
আপু অনেক ধন্যবাদ আপনাকে।
জি আপু আমি ক্লাস এ আরও মনযোগী হওয়ার চেস্টা করবো। ধন্যবাদ।

 3 years ago 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি। সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান উন্নত। ছেলে এবং মেয়েদের আসন সংখ্যা সমান রয়েছে।আপনার ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার মুহূর্ত গুলো অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল আপু।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ভাইয়া।

খুব সুন্দর একটি দিন ছিলো, একটা স্টুডুন্ট এর সফলতা অর্জন করে তখনই, টানা ১২ বছর পড়ে সে যখন একটা ইউনিভার্সিটিতে চান্স পায়, এই চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে বলেন। জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি বাংলাদেশের সেরা ইউনিভার্সিটির একটা।

আপনার জন্য দোয়া রইলো।

খুব সুন্দর একটি পোস্ট ছিলো।

অনেক ধন্যবাদ আপনাকে দোয়া করবেন।

 3 years ago 

ভাইয়া আপনার পোষ্টের এ কাহিনী পড়ে আমার খুবই ভালো লেগেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। চোখ জুড়ানো ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার ভালোলেগেছে জেনে আমারও ভালো লাগল। শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32