You are viewing a single comment's thread from:
RE: হঠাৎ দেখা||আমার বাংলা ব্লগ [10% shy-fox]
প্রথম দিকে গল্পটা পড়ে খুব রোমান্টিক মনে হল। কারণ বন্ধুত্ব থেকে ভালোলাগা তারপর ভালোবাসায় পরিণত হতে চেয়েছিল তারা দুজন। কিন্তু শেষ রক্ষা আর হলো না। কারণ একজন হিন্দু ছিল অপরজন মুসলমান ছিল। তানিমার বাবার কথা শুনে শামীম কিছু বলতে পারেনি। তনিমা স্বামীর ভালোবাসা পেল না এবং শামীমের ভালোবাসা ও পেল না। ভাগ্যের উপর কারো হাত নেই।
একটি গল্পের মাঝে সুখ-দুঃখ, হাসি কান্না সবকিছুই দেখতে পাওয়া যায়। তাই তো প্রথম দিকটা রোমান্টিক হলেও শেষের দিকটা বিরহে ভরা। হয়তো ধর্ম তাদেরকে আলাদা হতে বাধ্য করেছে। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।