মাশকালাই ডাউল দিয়ে মুলার ঝোল রেসিপি তৈরি করা।
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
আসলে শীত একদম চলে যাচ্ছে এই শীতের সময়ে সবজি খেতে ভিশন মজা লাগে আমার কাছে। নানা ধরনের সবজি দিয়ে যে কোন ধরনের তরকারি রান্না করলে অনেক সুস্বাদু লাগে।এই রেসিপি টা শীতের শুরুতে খাওয়া হয়েছিল। আসলে বাসায় মাঝে মধ্যে মাছ মাংস না থাকলে হঠাৎ বুদ্ধি তে যে কোন জিনিস তৈরি করলে অনেক ভালো লাগে। আসলে নিজের হাতের যে কোন ধরনের জিনিস খেতে দারুন লাগে। আজকে আপনাদের সাথে মুলা দিয়ে মাশকালাই ডাউল রান্না ঝোল রেসিপি তৈরি করবো ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক আজকের সবজি রান্না:-
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. মুলা।
২. মাশকালাই ডাল।
৩. পিঁয়াজ কুচি।
৪. মরিচ কুচি।
৫. আদা বাটা।
৬. রসুন বাটা।
৭. পিঁয়াজ বাটা।
৮. সরিষার তেল।
৯. লবণ।
১০. হলুদের গুঁড়া।
১১. মরিচের গুঁড়া।
১২. সজের গুঁড়া।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে একটা কড়াইতে পিঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম।
ধাপ:-০২
পিঁয়াজ কুচি এবং মরিচ কুচি হালকা গরম হয়ে গেলে তারপর সরিষার তেল দিয়ে দিব।
ধাপ:-০৩
এরপর বিভিন্ন গুঁড়া এবং বাটা গুলো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিব।
ধাপ:-০৪
এরপর মাশকালাই এর ডাউল দিব এবং দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
ধাপ:-০৫
এরপর মুলা গুলো দিয়ে দিব। তারপর ভালো ভাবে মিশিয়ে নিব।
ধাপ:-০৬
মুলা গুলো সিদ্ধ করার জন্য হালকা করে পানি দিয়ে দিলাম। তারপর কিছু সময় পর পানি গুলো শুকিয়ে আসলে দেখে নিলাম যে ভালো ভাবে সিদ্ধ হয়েছে কিনা।
ধাপ:-০৭
এরপর আরেকটি পানি দিয়ে দিলাম। এইটা ঝোল রাখার জন্য একটু বেশি করে দেওয়া হয়েছে।
ধাপ:-০৮
কিছু সময় পর নামিয়ে নিলাম। মোটামুটি অনেকটা টেস্ট হয়েছিল।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
@tipu curate
Upvoted 👌 (Mana: 7/8) Get profit votes with @tipU :)
মাশকালাই আমার খুবই প্রিয়। তবে মুলা দিয়ে যে এভাবে কখনো রান্না করা যায় তা আজকে প্রথম দেখলাম। আসলে নতুন নতুন রেসিপি শিখতে পেরে ভালো লাগে। আর মনে হচ্ছে খেতেও ভালো লাগবে। আপনার তৈরি করা রেসিপি দেখে একদিন বাসায় ট্রাই করে দেখব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু রান্না টা মজা হয়েছিল।আর মাশকালাই ডাল আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু আপনাকে।
মাষকলাইর ডাল আমার অনেক পছন্দ । তবে এভাবে যে মুলা দিয়ে মাষকলাইর ডাল রান্না করা যায় তা জানা ছিল না। রেসিপিটি দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আপনার কাছে মাশকালাই ডাল পছন্দ শুনে ভালো লাগলো আপু।আর রেসিপি টা অনেক মজাদার ছিল।
এই রেসিপি কখনো খাওয়া হয়নি। আমার কাছে আপনার এই রেসিপি ইউনিক লেগেছে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপির কালার সুন্দর হলে খেতেও অনেক ভালো লাগে।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য।আর রেসিপি টা আসলে অনেক মজা হয়েছিল।
আমি অনেক রকম ভাবেই মুলার ঝোল খেয়েছি তবে আপনার মত করে এরকম ভাবে কখনোই মাসকলাই এর ডাল দিয়ে খাওয়া হয়নি তবে রেসিপিটি আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। এরকম ইউনিক রেসিপি দেখতে বরাবরই অনেক বেশি ভালো লাগে আপনার এই ইউনিক ধরনের রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। একদিন খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে।