You are viewing a single comment's thread from:

RE: শিক্ষা

in আমার বাংলা ব্লগ3 years ago

অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন। হিংসা এবং নিজেকে অন্যের জায়গায় না নিয়ে গিয়ে বরং অন্যকে পিছন থেকে টেনে ধরা কিংবা সমালোচনা করা এ বিষয়গুলো আমাদের মধ্যে অনেকটাই প্রকট।

আর পেট্রিকেল যে শিক্ষার কথা বললেন সেটা আসলে আমাদের জন্য অনেক বেশি সমস্যা। আমরা অনেক অনেক ইঞ্জিনিয়ার তৈরি করছি কিন্তু কাজ করতে পারে এরকম দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করতে পারছি না এটা জাতি হিসেবে আমাদের ব্যর্থতা।

আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা শিক্ষা দান করেন তাদের মাঝে সীমাবদ্ধতা থাকবে। হয়তো জ্ঞানের কিছু ঘাটতি থাকবে কিন্তু যদি চেষ্টা থাকে তাহলে এই বিষয়গুলোকে উত্তরে নিয়ে ভালো কিছু ছাত্রদেরকে দেয়া সম্ভব। কিন্তু অনেক সময় দেখা যায়, আমাদের শিক্ষকগণ সময় দিতে চান না নিজের ডেভেলপমেন্ট এর জন্য। এই জায়গার কাজটা অনেক কঠিন কিন্তু এখন সমাজে দেখা যায় শিক্ষকতা অনেক সহজ। শুধু বোর্ডে লিখে দিলেই মনে হয় দায়িত্ব শেষ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57396.91
ETH 2446.23
USDT 1.00
SBD 2.41