You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -২১
ছেলে বল্টুর বিয়ে দেবে গদা গোসাই তবেই কব্জি ডুবিয়ে খাওয়া হলো উদ্দেশ্য।
বল্টুর বিয়ে ঠিক হয়েছে দূর গ্রামে।
যথেষ্ট খাতির করছে মেয়ে পক্ষের লোকজন। যেটাই দিচ্ছে সেটাই নাকি ভালো হয়নি 😕 এই বলে মুখে পুরে গোগ্রাসে গিলে চলেছে গদা গোসাই।
মেয়র বাবা এসে প্রতিটি খাবার দিতে থাকলো বেয়াই মশাই এটা খান ওটা খান সব খেয়ে চলেছে তবে মুখ ভীষণ ভার করে। মনে হচ্ছে হাতির মতো খাবার খাচ্ছে, ভেতরে ভেতরে গদা কিন্তু বেশ খুশি।
কিন্তু মেয়ে পক্ষের লোকের মন ভীষণ খারাপ।
লোকের মধ্য থেকে একজন মেয়ের বাবাকে বললো ওতো রাক্ষস গদা গোসাই যতই খাবার দেন ও খেয়ে বলবে স্বাদের হয়নি।
এবার মেয়ে পক্ষ বিয়ে না দিয়ে দুটো হাড়ি গলায় ঝুলিয়ে বিদায় করে দিলো 😂