You are viewing a single comment's thread from:

RE: বরবটি আলু দিয়ে শিং মাছের রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

ব্যাপারটা হচ্ছে আমরা যদি কাউকে তার অন্যায়ের জন্য ক্ষমা করেও দেই প্রকৃতি তার বদলা ঠিক নিয়ে নেয়।

তবে ভীষণ কষ্ট লাগে যখন আপন মানুষগুলো শুধুমাত্র নিজের ভোগবিলাসের জন্য মুখোশের আড়ালে চলে যায় আর তাদের স্বার্থ হাসিল করতে থাকে। এ এক তিক্ত অনুভূতি যা প্রকাশ করা বেশ কঠিন। ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করতে হয় পারিপার্শ্বিক বিভিন্ন কারণে 😕

জীবন একটাই কিন্তু কেন এতো ছলনার আশ্রয় আর কেনইবা স্বার্থের এই খেলা।
স্বার্থপর মানুষগুলো বোঝেনা সবকিছু একদিন মাটি হয়ে যাবে। কেন স্বার্থের গন্ডি পেরিয়ে ভালোবাসার অনুভূতি নিয়ে আমাদের একটু ভালো রাখতে পারেনা ? এই প্রশ্ন আমি মাঝে মাঝেই ছুঁড়ে দেই বিধাতার কাছে।।।।।।

বরবটি আলু দিয়ে শিং মাছের রেসিপি দারুন ছিল ভাই। নিঃসন্দেহে এটা সুস্বাদু হয়েছে। আমার মেয়ে ঈলমা বেশ পছন্দ করে, মাঝে মাঝেই চেষ্টা করি কিনে আনার। কিন্তু সবসময়ই আর পারিনা 😕।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63281.14
ETH 2674.11
USDT 1.00
SBD 2.79