গল্প: তৃষ্ণার্ত পৃথিবী ৪৪৪৪ সাল (পঞ্চম পর্ব) || Story: Thirsty Earth 4444.

in আমার বাংলা ব্লগ2 years ago
গল্প: তৃষ্ণার্ত পৃথিবী ৪৪৪৪ সাল
(পঞ্চম পর্ব)

তৃষ্ণার্ত পৃথিবী সাল ৪৪৪৪.jpg

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

প্রথম পর্ব এখানে
দ্বিতীয় পর্ব এখানে
তৃতীয় পর্ব
চতুর্থ পর্ব

লুবেন আর কুইনি পানির পাম্পের কাছে পৌঁছে দ্রুত পানির পাম্প চালিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য পানি মনে হয় দ্বিগুণ উঠতে শুরু করেছে, লুবেন তার দুচোখ কে বিশ্বাস করতে পারছেনা। কুইনি একটা মুচকি হাসি দিয়ে রোবট অবলীর সাথে পানি বিশুদ্ধকরণ কাজ করছে। লুবেন আজ আশা করছে তারা ছয় লিটার পানি পাবে। সে মনে মনে ভীষণ খুশি, রোজেলাকে বেশি পানি খাওয়াতে পারলে হয়তো তার কিডনী সুস্থ হতে পারে। এভাবে ভাবতে ভাবতেই পানি উঠানোর কাজ চলছে।

এভোনাকের মনের মধ্যে গতকাল থেকেই কিছু একটা চলছে, কেন যেন মনে হচ্ছে কেউ তার চোখের আড়ালে পানি তুলে যাচ্ছে। না তাকে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে হবে। রাতে এভোনাক তার বিশেষ যন্ত্র চালিয়ে পর্যবেক্ষণ করেছে কিন্তু কারো পানি তোলার কোন আলামত পাওয়া যায়নি। শেষ রাতের একটু আগেই সে যন্ত্র বন্ধ করে ঘুমিয়েছে। হঠাৎ করেই কেন যেন সকাল সাতটার একটু আগেই এভোনাকের ঘুম ভেঙ্গে গেছে, সে তাড়াতাড়ি যন্ত্রটি চালু করেই দেখতে পায় লুবেনদের বাড়ির অবস্থান থেকে কেউ পানি তুলছে। এভোনাক রাগে ক্ষোভে ফেটে পরলো। সে দ্রুত তার লোকজনকে বলে ওখানে গিয়ে সব কয়টাকে মেরে ফেলো, আমার পানি উঠিয়ে নিচ্ছে। আসার সময় বাড়িটাতে আগুন ধরিয়ে দিস কিন্তু। যদি একটাও বেঁচে থাকে তাহলে আমি তোমাদের শেষ করে ফেলবো। এভোনাকের ইচ্ছে ছিল নিজে গিয়ে দেখার ঘটনাটা কি? কিন্তু তার পানির রিজার্ভ ট্যাংক ছেড়ে কোথাও যাবে না, কারন সে কাউকে বিশ্বাস করে না।

এভোনাকের লোকজন লুবেনদের বাড়ির দিকে রওনা দিয়েছে।
লুবেন বেশ খুশি আজ কারন দ্বিগুণ পানি উঠেছে, তার বোন রোজেলাকে বেশি পানি খাওয়াতে পারবে। ছুটে এসে খুশির খবর জানায় বোন রোজেলা তার ভাইকে কখনো এতো খুশি দেখেনি। তার হাতে আজ তৃপ্তি মিটিয়ে পানি পান করে যেন এক স্বর্গীয় অনুভুতি পেয়েছে সে।
লুবেন কুইনিকে ধন্যবাদ জানায় তোমার জন্য হয়তো আমার বোন সুস্থ হয়ে উঠবে। কুইনি মুচকি হেসে বলে আমরা তিনজন একসাথে এভাবেই এগিয়ে যাবো। হঠাৎ অবলী ছুটে এসে জানায় তাদের বাড়ির আশেপাশে মানুষ আসছে। লুবেন ছুটে যায় তার দূরবীন নিয়ে, দেখতে পায় পাঁচজনের অস্ত্রধারী একটি দল তাদের বাড়ির দিকে আসছে। লুবেন বেশ ভয় পেয়ে যায় কারন কখনো এভোনাকে এতো লোক এখানে অনুসন্ধানে আসেনি। তাহলে কি এভোনাক তাদের লুকিয়ে পানি তোলার ব্যাপারটা টের পেয়ে গেলো। কুইনি লুবেনকে শান্ত থাকতে বলে, আর চুপ করে গতিবিধি নজর রাখতে বলে।

এদিকে রোজেলার মনের মধ্যে কেমন যেন তোলপাড় চলছে কারন ভাইকে এতো বিচলিত কখনো দেখেনি। হঠাৎ বাড়ির ভেতরে লোকগুলো এসে চতুর্দিকে ফাঁকা গুলি ছুঁড়তে থাকে। চিৎকার করে বলতে থাকে যদি তারা বেরিয়ে না আসে তাহলে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেবে। রোজেলা ভয়ে কুঁকড়ে যায়, লুবেন আর কুইনি কি করবো তারা বুঝতে পারছেনা। তাদের প্রধান দূর্বলতা তারা নিরস্ত্র। এদিকে তাদের দুশ্চিন্তা দেখে রোজেলা আরো বেশি ঘাবড়ে যাচ্ছে, কুইনি ব্যাপারটা বুঝতে পেরে লুবেনকে নিয়ে একটু পাশেই সরে গিয়ে তারা নিজেরা কি করবো আলোচনা করতে থাকে। এদিকে লোকগুলো বলতে থাকে আমি এক থেকে তিন গোনার মধ্যে যদি বেরিয়ে না আসো তাহলে আগুন ধরিয়ে দিতে বাধ্য হবো। কুইনি আর এভোনাক দুজন কি করবে ভেবে পাচ্ছে না। রোজেলা চিন্তা করে নিয়েছে সে আর অল্প কিছুদিন বাঁচবে তাই আজ মরে গেলেও আমার প্রান প্রিয় ভাই হয়তো বেঁচে যাবে। তাই ওদের সামনে আমি যাবো। এরমধ্যে গোনা শুরু করেছে লোকগুলো এক, দুই বলার পর যখন তিন বলবে ঠিক তখন রোজেলা তাদের সামনে চলে আসে।

কোন কথা না বলে সাথে সাথে লোকগুলো তার বুকে গুলি চালিয়ে দিয়ে হত্যা করে রোজেলাকে আর চারিদিকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। লুবেন আর কুইনি হঠাৎ গুলির আওয়াজ আর সবকিছু শান্ত হতে দেখে ছুটে যায় রোজেলার দিকে। অবাক হয়ে যায় রোজেলা সেখানে নেই, লুবেন যেন মূর্ছা যাবে। সে জীবনের পরোয়া না করে ছুটে যায় নিচতলায়, আর দাও দাও করে জ্বলে ওঠা আগুন দেখতে পায়। ততক্ষনে লোকগুলো তাদের কাজ সেরে চলে গেছে। লুবেনের চোখের সামনে তার বোনের লাশ জ্বলছে, লুবেন মাটিতে লুটিয়ে কাঁদতে থাকে আর কুইনি কোনরকম তাকে আগুনের মধ্যে যাওয়ার থেকে বাঁচিয়ে চলার চেষ্টা করছে।

ততক্ষনে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পরেছে। সামনের দরজা দিয়ে বেরুনো মুশকিল। কোনমতে লুবেনকে মাটি থেকে টেনে তুলে কুইনি শুধু মাত্র একটা কথা বলতে থাকে লুবেন ওঠো এভোনাককে আমরাও শেষ করে দেবো। তুমি আমার সাথে চলো, যেকোনোভাবে এই আগুন থেকে বেরুতেই হবে। এবার লুবেনের চোয়াল শক্ত হয়ে যায় আর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তাড়াতাড়ি সে কুইনির হাত ধরে উপরে তাদের ঘরের দিয়ে দৌড়াতে থাকে। ততক্ষনে নিচতলার পুরোটা আগুন জ্বলছে দাও দাও করে। লুবেন তাড়াতাড়ি তার ঘরের যত বিছানার ম্যাট্রিক্স ফোম ছিল সব নিচে ফেলে দেয়। প্রথমেই রোবট অবলীকে উপর থেকে নিচে ফেলে দেয়। অবলী কোনমতে ফোমের উপর পরে মরুভূমির বালুতে আছড়ে পরেছে। অপরদিকে কুইনিকে লাফিয়ে পড়তে বলে লুবেন, কিন্তু কুইনি বলে না তুমি আগে যাও। লুবেন তাকে জানায় না তুমি আগে যাও আমার ছোট্ট একটা কাজ রয়েছে। কুইনি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, না তুমি কোন ভুল সিদ্ধান্ত নেবে নাতো? লুবেন কুইনিকে আশ্বস্ত করে তার বাবার দেয়া একটা জিনিস নিয়ে সে দ্রুত নিচে আসবে। কুইনি এবার লাফিয়ে পরে নিচে।

এবার লুবেন বাবার দেয়া একটা কাঠের বাক্স নিয়ে নিচে ফেলে দেয়, ঘটনার আকস্মিকতায় সে এটার কথা ভুলে গিয়েছিল। বাবা বলেছিলেন যখন খুব বিপদে পড়বে তখন যেন এই বাক্সটি খোলে। এবার লুবেন নিচে লাফ দিয়ে আগে সেই বাক্সটি খুলে দেখে তার ভেতরে কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে। লুবেন নিজের কপাল চাপড়াতে থাকে কারন সে এই বাক্সটি তখন খুললে হয়তো তার বোনকে বাঁচাতে পারতো। লুবেন উপরের দিকে তাকিয়ে চিৎকার আহাজারি করতে থাকে।।।।



"চলবে"

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

তৃষ্ণার্ত পৃথিবী ৪৪৪৪ সাল এই গল্পটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। লুবেন এর কাজ গুলো আমার অনেক ভালো লাগে। লুবেন এর বাবার দেওয়া বক্সটি সত্যি একটা চমৎকার বক্স যার ভিতরে চমৎকার কিছু জিনিস রয়েছে। বাক্সটি তখন খুললে হয়তো তার বোনকে বাঁচাতে পারতো। লুবেন অনেক কষ্ট পেয়েছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

হ্যা ঘটনার আকস্মিকতায় লুবেনের বাক্সটির কথা মনে নেই। সামনের পর্ব দারুন কিছু অপেক্ষা করছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58664.80
ETH 2569.75
USDT 1.00
SBD 2.42