গল্প: তৃষ্ণার্ত পৃথিবী ৪৪৪৪ সাল (প্রথম পর্ব)। Story: The Thirsty Earth 4444.

in আমার বাংলা ব্লগ2 years ago
গল্প: তৃষ্ণার্ত পৃথিবী ৪৪৪৪ সাল
(প্রথম পর্ব)

তৃষ্ণার্ত পৃথিবী সাল ৪৪৪৪ (1).jpg

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

আজ ১লা জানুয়ারি ৪৪৪৪ ইং ভোর ৪.৩০।
লুবেনের ঘুম ভেঙ্গেছে রোবট অবলীর ডাকে। বোন রোজেলা ঘুমুচ্ছে গভীর ঘুমে, তার শরীরটা যে বড্ড খারাপ। লুবেন যতটা সম্ভব নিঃশব্দে বিছানা থেকে উঠে গেছে। প্রতিদিন তাকে নিয়ম করে এভাবেই উঠতে হয় কারন একমাত্র এই সময়টাতে বেঁচে থাকার প্রধান রসদ পানি কিছুটা সংগ্রহ করা যায়। আর সবমিলিয়ে ওরা মাত্র তিন লিটার পানি ওঠাতে পারে তাও আবার অবিশুদ্ধ। এই তিন লিটার পানি লুবেন আর অবলী ফুটিয়ে খাওয়ার উপযুক্ত করে তোলে।

পানি তোলার জন্য তাদের বাড়ির নিচতলায় গোপন একটি জায়গা রয়েছে, যার ভেতর প্রবেশ করতে হলে তিনটি দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে পানির পাম্প চালু করতে হয়। এই পাম্পটি বিশেষ ধরনের পাম্প যার শব্দ নেই বললেই চলে। সাধারণভাবে মাটির ২৬-৩০ ফুট গভীরে পানি পাওয়ার কথা থাকলেও ৬০-৭০ ফুট গভীরে থাকা পাইপ লাইনেও পানি নেই সৌভাগ্যক্রমে তাদের এখানে কিছুটা পানি ওঠে।

আর এই সময় ছাড়া পানি তুলতে গেলে এভোনাকের হাতে ধরা পরতে হবে তাদের। এভোনাক শব্দের অর্থ নীল ভাল্লুক। আর এই মানুষ এভোনাক ঠিক ভাল্লুকের মতো নৃশংস আর তার চোখ নীল রঙের যেখানে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। তার জীবনের প্রধান স্বপ্ন এই পানি হীন পৃথিবীতে একমাত্র সে বেঁচে থাকবে আর কেউ নয়। এভোনাক তার কিছু বিশ্বস্ত লোক নিয়ে এখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে তার পানির একটি প্লান্ট তৈরি করেছে। এতে প্রতিদিন ১০০ লিটার পানি ওঠে। এর মধ্যে সে নিজে প্রতিদিন নিজের প্রয়োজনে দশ লিটার পানি ব্যাবহার করে আর বিশ লিটার পানি তার দশজন সহকারীকে পান করার জন্য দিয়ে থাকেন। বাকি ৭০ লিটার পানি এভোনাক তার মাটির নিচে থাকা সুবিশাল ট্যাংকির মধ্যে বিশেষ নিরাপত্তার মাধ্যমে লুকিয়ে রাখে। সেখানে রোবট এগ্রোবি পাহারায় থাকে সবসময়ই, সেখানে এভোনাক ছাড়া আর কেউ প্রবেশের অনুমতি নেই। এগ্রোবির কাজ হলো এভোনাক ছাড়া আর কাউকে দেখলে গুলি করবে সাথে সাথেই তার প্রোগ্রাম এভাবে সেট করে রেখেছে সে।

এভোনাক সকাল সাতটায় ঘুম থেকে উঠে তার শক্তিশালী যন্ত্র চালু করে দেয় যার সাহায্যে সে মাটির গভীর থেকে কেউ পানি ওঠালে সে সাথে সাথেই সে বুঝতে পারে। এরপর অবস্থান সনাক্ত করে সেখানে আক্রমন করে সবাইকে মেরে ফেলে। তার কারন পানি যদি অন্য কেউ তুলে ফেলে তাহলে সে পানি পাবেনা।

লুবেন দ্রুত রোবট অবলীকে নিয়ে পানির পাম্প চালু করে দেয় আর পানি সংগ্রহ করতে থাকে। সে মাত্র এক লিটার পানি খেয়ে বেঁচে রয়েছে আর বাকি দুই লিটার পানি তার অসুস্থ বোন রোজেলার জন্য। যদিও রোজেলার প্রতিদিন ৪-৫ লিটার পানির প্রয়োজন কারন তার কিডনী নষ্ট হতে বসেছে। কিন্তু এভাবেই তাদের আপাতত বেঁচে থাকতে হবে পানি হীন এই শুকনো পৃথিবীতে।



"চলবে"

Black and White Modern Company Presentation.gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

ধন্যবাদ ভাই @jasonmunapasee 🤗

 2 years ago 

তৃষ্ণার্ত পৃথিবী ৪৪৪৪ সাল। পানি হীন এই শুকনো পৃথিবীকে নিয়ে চমৎকার একটি গল্প লিখেছেন। তিনটি দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে পানির পাম্প চালু করতে হয় সত্যি খুব কঠিন কাজ। ভাল্লুকের মতো লোকটির কথা শুনে ভয় পেলাম। আশাকরি পরের পর্বে গল্পটি আরো বেশি মজা হবে।

 2 years ago 

হ্যা সামনের পর্বে আরো জমজমাট হবে।

 2 years ago 

আপনি অসাধারণ একটি গল্প লিখেছেন পানিহীন এই শুকনো পৃথিবীকে নিয়ে যা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যদিও আমি খুবই মনোযোগ দিয়ে পড়ছিলাম কিন্তু ভাল্লুকের মতো সেই লোকটির কথা শুনে একটু বেশি ভয় পেয়ে গেছিলাম। মনোযোগ দিয়ে কোন কিছু দেখলে বা পড়লে ভয়ংকর জায়গায় এসে একটু বেশি ভয় পাই। পরের পর্ব আরো অসাধারণ হবে মনে হয়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু গল্পটি পড়ার জন্য। জি সামনের পর্বে আরো দারুন কিছু দেখা যাবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58664.80
ETH 2569.75
USDT 1.00
SBD 2.42