গল্প: ধুসর পৃথিবী এবং লাইফ কোড (পর্ব -০৫)|| Story: Gray Earth and the Life Code.
সাল: ৮৮৬৬ ইং
সময়: রাত ২ টা
রবিনসন ভারী পোষাক এবং অস্ত্র নিয়ে তার প্রশিক্ষণ জারি রেখেছে, আর বন্ধু মিসলেনিয়াস সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। সাইন্টিস্ট মিসানো দূর থেকে রবিনসনের দিকে চোখ রাখছে, বলা যায় গভীরভাবে নজর রেখে চলেছেন তিনি। তিনি রবিনসনের চোখে একটা আগুন দেখেছেন যা হতে পারে তার প্রধান অস্ত্র। এভাবেই কেটে গেছে বেশ কিছুদিন, এদিকে এলিয়েনের অত্যাচার বেড়েই চলেছে। এলিয়েন কিং টেলিডাগা ইদানিং লাইফ কোডে যারা পিছিয়ে রয়েছে তাদের ট্রেক করে উঠিয়ে নেয়া শুরু করেছে। এভাবে চলতে থাকলে আর বেশিদিন লাগবে না পৃথিবী মানুষ শূন্য হতে।
সাইন্টিস্ট মিসানোর কপালে চিন্তার ভাঁজ, না আর ওদের সময় দেয়া যাবেনা। চূড়ান্ত আঘাত করার সময় এসে গেছে এবার। রবিনসন কিছুদিনের মধ্যেই তাকে প্রমান করেছে সে একজন তুখোড় যোদ্ধা এবং মুহূর্তেই শত্রুদের বারোটা বাজাতে সক্ষম। এবার রবিনসনকে চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। মিসানো চেষ্টা করছে এলিনদের লাইফ কোড ট্রেক করার জন্য, যদি এটা সে করতে পারে তাহলে লোকেশন সনাক্ত করে সেখানেই আক্রমণ করবে রবিনসনের দল।
সকাল ৩.৩০ মিনিটে হঠাৎ মিসানো চিৎকার করে ওঠে এবং বলে, আমি পেরেছি। তার চোখ মুখে অনেকটা আনন্দের হাসি। সে খুব তাড়াতাড়ি একটা জরুরী মিটিংয়ে আসতে বলে সবাইকে। দ্রুত সবাই বড় হল রুমের দিকে দৌড়াতে থাকে। মিসানো বলতে থাকে, আমি তাদের লাইফ কোড ট্রেক করতে পেরেছি। আজ রাত হলেই ওদের উপর প্রথম আক্রমন করবো আমরা, মনে রাখবে আমাদের বেঁচে থাকতে হলে ওদের মারতে হবে। আর তাদের সব ধরনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে, তাই সর্বোচ্চ সতর্ক থেকে প্রানহানী এড়িয়ে ওদের উপর হামলা করতে হবে।
রবিনসনের দিকে মিসানো বললো, রবিনসন তোমার মধ্যে কি যুদ্ধ করার সৎ সাহস আছে? রবিনসন চিৎকার করে বললো আমি শুধু ওদের শেষ করতে চাই। মিসানো তার চোখে মুখে আগুন দেখতে পেল, বললো সাব্বাস এইতো চাই। সবাই মিলে একদিন এই এলিয়েনদের শেষ করে দেবো। আজ থেকে ওদের সর্বোনাশ শুরু হলো বলে।
আমার অর্ডার পাওয়া মাত্রই সবাই বেরিয়ে পরবে, ঝংকার মেরে বললো সাইন্টিস্ট মিসানো।
এদিকে মিসলেনিয়াস, রবিনসন এবং তাদের দশজনের একটি দল অস্ত্র নিয়ে তৈরি হচ্ছে। সবার চোখে মুখে প্রতিশোধের আগুন, আর এই আগুনে তাদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে হবে। সাইন্টিস্ট মিসানো তার অদৃশ্য সুপার কম্পিউটার নিয়ে লাইফ কোড সিগন্যালের অপেক্ষায় রয়েছে, মনে তার তীব্র ক্ষোভ এই এলিয়েনদের প্রতি। কারন তার স্ত্রী সন্তান এদের শিকার হয়ে গেছে, প্রতি ফোঁটা রক্তের দাম তাদের দিতেই হবে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/emranhasan1989/status/1692103310889845176?t=SabBtTBgz6OL5FkkpwB0jg&s=19
Heres a free vote on behalf of @se-witness.