চলুন আমার ছাদ বাগান ঘুরে আসি || মনের চোখটা একটু খুলুন ❤️ (Some pictures of my roof garden)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
চলুন আমার ছাদ বাগান ঘুরে আসি
❤️ মনের চোখটা একটু খুলুন ❤️

Polish_20220218_205037405.jpg

ছবিটি পলিস এপস দিয়ে তৈরি

ছবি তুলতে ভীষণ ভালো লাগে ☺️ তাইতো মনের চোখ খুলে চেষ্টা করি আপনাদের জন্য কিছু ছবি তোলার। ব্যাপারটা হলো আমি সবকিছুর মধ্যেই কেমন যেন গল্প খুঁজে পাই। যা তো চলুন ছবিগুলো দেখি আর কিছুটা গল্প করি ☺️।

লেবু 🍋 গাছ

IMG20220212173233_01~2.jpg

IMG20220212173225_01~2.jpg

IMG20220212173502_01~2.jpg

লেবু গাছটি গত দু'বছর হয় ছাদে জায়গা পেয়েছে। আনার কিছুদিন পরেই ফুল আর ফল ধরতে শুরু করে। বেশ কিছু লেবু খেয়েছি আমরা। সম্প্রতি আবারও ফুল আর ফল আসতে শুরু করেছে। ভীষণ একটা আনন্দ পাই যখন দেখি গাছটাতে ফুল এসেছে।

IMG20220212173421_01~2.jpg

IMG20220212173434_01~2.jpg

IMG20220212173244_01~2.jpg

divider-3071771_640 (1).png

গোলাপের কলি 🌹

IMG20220212173134_01~2.jpg

IMG20220212151524_01~2.jpg

আমার গোলাপ🌹 ফুল চেষ্টা করছে ফুটে ওঠার। আসলে আমাদের ছাদে ফুল প্রেমির অভাব নেই তাই গাছে কখনো ফুল থাকে না। হয়ত চলে যায় কোন না কোন প্রেমিক প্রেমিকার হাতে ☺️

divider-3071771_640 (1).png

পুঁই ডগা ☘️

IMG20220212152413_01~2.jpg

IMG20220212152153_01~2.jpg

আমার অনেক মূল্যবান সম্পদ বলতে পারেন আমার পুঁই শাক ☺️ কারন আমার খুব প্রিয় এটি। বেশ যত্নে রাখতে হয় একে। বিশেষ করে পুঁই বিচি ভীষণ পুষ্টিকর জিনিস 😋 আমি জানি অনেকেই আছেন এটা খেতে চাননা। খেয়ে দেখবেন ভালোই লাগে খেতে 😋

IMG20220212152057_01~3.jpg

IMG20220212152547_01~2.jpg

divider-3071771_640 (1).png

তুলশি গাছ

IMG20220212151439_01~2.jpg

IMG20220212151448_01~2.jpg

তুলশি গাছের উপকারিতা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। যাক শুধুমাত্র এটাই বলবো সর্দি কাশি সহ অনেক রোগের এটা মহা ঔষধ। দুঃখিত গাছের ছবি ভালো তুলতে পারলাম না।

divider-3071771_640 (1).png

ছোট্ট ঘাস ফুল 🌸

IMG20220212151937_01~2.jpg

IMG20220212151637_01~2.jpg

ঘাসফুল গুলো এতটাই ছোট আমার ক্যামেরা খুব কাছে নিয়ে ছবিটি তুলতে হয়েছে। আমি মাঝে মাঝেই সময় পেলে ওদের সাথে গল্প করি আর মনটাকে হালকা করি।☺️

divider-3071771_640 (1).png

মিষ্টি গাঁদা ফুল 🏵️

IMG20220218175025_01~2.jpg

IMG20220218174847~2.jpg

IMG20220218175030_01~2.jpg

মিষ্টি গাঁদা ফুল 🏵️ এগুলো আমার মনের আনন্দের খোরাক যোগায় ☺️ এরা আসলেই সৌন্দর্যের প্রতীক আর আমার চমৎকার বন্ধুও এরা।

divider-3071771_640 (1).png

ছবির বিবরণ
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

আজকে আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে । আপনি খুব সুন্দর করে সময় নিয়ে আলোকচিত্র গুলো তুলেছেন। বিশেষ পুঁইশাকের বীজের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্যের জন্য ♥️

 2 years ago 

ভাইয়া, আপনার ছাদ বাগানের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।সত্যিই ভাইয়া, আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। প্রকৃতি সাথে গল্প করা প্রকৃতির সাথে সময় কাটালে সত্যিই মন হালকা হয়।প্রকৃতি এতটাই সৌন্দর্য ভরে রেখেছে আমাদের পৃথিবীটাকে যা আমাদের প্রত্যেকের প্রয়োজন কিছু সময়ের জন্য প্রকৃতির মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া।ভাইয়া, আপনার ছাদ বাগানের লেবু গাছের চারা টি আমার খুবই ভালো লেগেছে।আমি একটি লেবু গাছ এনে লাগিয়ে ছিলাম দু-তিন বছর লেগেছে লেবু ধরতে। কিন্তু আপনার লেবু গাছ কিছু দিনের মধ্যে লেবুর ফুল এবং ফল দেওয়া শুরু করেছে শুনে সত্যি অনেক ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,ছাদ বাগানের ঘুরে আসার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
আসলে কলম করা লেবুর চারা কিনবেন দেখবেন খুব তাড়াতাড়ি ফুল আর ফল ধরবে।

 2 years ago 

আপনার ছাদ বাগানটি অনেক সুন্দর। আর খুব সুন্দর করে ফুলে ফলে ও বিভিন্ন গাছপালা দিয়ে সাজিয়েছেন। আপনার ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা সব সময় থাকবে আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য 🥀
আপনিও অনেক ভালো থাকুন দোয়া রইল ♥️

 2 years ago 

ভাইয়া আপনার ছাদ বাগানে পরোক্ষভাবে আপনার সাথে ঘুরে আসার চেষ্টা করলাম। এত সুন্দর একটি বাগান তৈরি করেছেন আপনার ছাদের উপর যা পরিবেশের জন্য খুবই উপকারী। এত সুন্দর ফুলের সমাহার ঘটিয়েছেন যেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সত্যিই খুবই পরিবেশবান্ধব সুন্দর কিছু দৃশ্য আমাদের মাঝে তুলে ধরলেন যেটা অসাধারণ ছিল। খুবই ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য ♥️

 2 years ago 

লেবুর ফুল,পুইডগা আর তুলশীর ফুলের ছবিগুলি দারুণ লেগেছে। ঘাস ফুলের ছবিটাও চমৎকার। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

ওয়াও ভাই দারুন তো আপনার ছাদ বাগান। নানা ধরনের ফুলের সমারহ আপনার এই বাগানে। বাগান করতে বেশ পরিশ্রম করতে হয় আমি জানি । আমি এক সময় ছাদ বাগান করেছিলাম কিন্তু এখন আর পারি না বিভিন্ন কারনে। আপনার চেষ্টা দেখে আমি মুগ্ধ। দারুন হয়েছে আপনার বাগান। ভাল লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ♥️

 2 years ago 

ছাদ বাগান বিষয়টা খুব ভালো লাগার একটি ব্যাপার। আমরা অনেকে নিজে কষ্ট করে ছাদে বাগান করে থাকি যখন বাগানে ফুল ও ফল আসে তখন আনন্দের সীমা থাকে না। আপনার বাগানে ফুল ও ফল দুটোই দেখতে পেলাম নিশ্চই আপনার অনেক ভালো লাগছে। আপনার বাগান দেখে আমারও খুব ভালো লাগছে বিশেষ করে লেবুর ফুল ও ফল। আমি বাসায় লেবুর গাছ লাগিয়েছি ফলও ধরেছে কিন্তু এত কাছে থেকে কখনো দেখা হয় নাই। ধন্যবাদ আপনার ছাদ বাগানের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
আসলে গাছগুলো যতটা পারেন কাছে থেকে দেখার আর বোঝার চেষ্টা করুন।
দেখবেন আনন্দ পাবেন ✨

 2 years ago 

মনের দৃষ্টি খুলে
চোখ রেখেছি ফুলে
হেঁটে হেলে দুলে
ফুল ছিঁড়েছি ভুলে

ছাদ বাগানে ঘুরে
প্রজাপতির সুরে
মনটা গেল উড়ে
মুগ্ধতার ই নূরে।
♥♥

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার একটি কবিতার মাধ্যমে মন্তব্যের জন্য 😍
সত্যিই অনুপ্রাণিত হলাম ♥️

 2 years ago 

আপনি আজকে আপনার ছাদ বাগানের যে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন সেগুলো খুবই সুন্দর হয়েছে। এই ফটোগ্রাফি গুলো দেখার পরে মনে হচ্ছে আপনার ছাদ বাগানে আপনি অনেক গাছ রোপন করেছেন। ছাদ বাগানে গাছ লাগাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমিও চেষ্টা করি বিভিন্ন ধরনের ফুল গাছ এবং শাকসবজি ছাদ বাগানে লাগানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44