শিক্ষনীয় পোষ্ট:- হঠাৎ হ্যাকারের খপ্পরে পরা ✨(পর্ব -০৩) || কিভাবে হ্যাকিং থেকে বাঁচা যায়(Prevent hacking)
শিক্ষনীয় পোষ্ট:- হঠাৎ হ্যাকারের খপ্পরে পরা
(পর্ব -০৩)
(পর্ব -০৩)
হ্যালো বন্ধুরা আশাকরি ভালো আছেন। আসলে বর্তমানে ভালো থাকাটা সবথেকে বড় চ্যালেঞ্জ। এই কথাটা পারিপার্শ্বিক বিভিন্ন প্রক্ষাপট থেকে বলা। যাক সে কথা আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন আগে আমার বোনের মোবাইলটি হ্যাক হয় আমি খুব ঠান্ডা মাথায় বেশ সময় নিয়ে সমস্যাটি মোকাবেলা করি। আপনারা চাইলে দেখে আসতে পারেন পর্ব দুটি কিভাবে ফোনটি হ্যাকিং হয় ? এবং কিভাবে হ্যাকিং থেকে রক্ষা পেলাম ?। আমি চিন্তা করলাম আসলে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ এবং সবাইকে কিছুটা অবগত করলে হয়তো হয়রানির শিকার হতে বাঁচতে পারেন। তাই তিনটি পর্ব আপনাদের জন্য সাজিয়েছি। আজ তৃতীয় পর্বে থাকছে কিভাবে হ্যাকিং থেকে বাঁচা যায় ? এবং হ্যাকারদের সম্পর্কে কিছু তথ্য। তো চলুন শুরু করি।
কিভাবে হ্যাকিং থেকে বাঁচা যায় ?
- সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ার করবেন না:- দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কিছুটা সামাজিকতা দেখাতে পারেন কিন্তু আবেগ তাড়িত হয়ে নিজের একান্ত ব্যক্তিগত কিছু শেয়ার করবেন না। এতে আপনার বিপদ ঘটতে পারে। মনে রাখবেন কিছু লোক ওত পেতে থাকে, আপনার সর্বস্ব লুট করার জন্য।
অধিক লোভনীয় বার্তা এড়িয়ে যান:- এটা আমাদের সাথে প্রতিনিয়ত হচ্ছে। সকাল হলেই বিভিন্ন লোভনীয় অফার দিয়ে বার্তা পাঠায়। আমাদের কেউ কেউ আবার লোভের বশে সেগুলোতে প্রবেশ করে এবং সর্বস্ব হারায়। এইতো কয়েকদিন আগে আমায় বার্তা পাঠালো আমি নাকি লাখ টাকার মালিক হয়ে গেছি 🤭 যাক কতক্ষন হেসে নিয়ে তা মুছে ফেলেছি কারন আমি জানি ওখানে থাকা লিংকে ঢুকলে আমার বিপদ। তাই এগুলো এড়িয়ে যাবেন। লোভ করবেন না।
অপ্রয়োজনীয় ইমেইল খোলার কোন প্রয়োজন নেই:- একটা বিষয় আমি খেয়াল করেছি কিছু ই-মেইল সরাসরি ইনবক্স এ না এসে স্প্যাম এ চলে যায়। কারনটা হলো এগুলো আমাদের জন্য বিপদজনক হতে পারে। এসব মেইলে বিভিন্ন ভাইরাস ফাইল লুকানো থাকে একবার একটা কোনরকম ডাউনলোড হলে আপনার মোবাইলের তথ্য এবং সিস্টেমের দূর্বলতা হেকারের হাতে চলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
অপ্রয়োজনীয় এডে ক্লিক না করা:- আসলে আমরা যোগাযোগের জন্য এবং বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মোবাইল এপস ব্যাবহার করি। কিন্তু এরা অধিক মুনাফার লোভে প্রচুর এড দেখায়। এরমধ্যে কিছু এড রয়েছে যেগুলো ভাইরাস যুক্ত। আপনি হয়তোবা জানেন না আপনি যে সুন্দর ছবিটি দেখে ক্লিক করলেন সেই ছবিতেই ভাইরাস ছিল। মূহুর্তে আপনার সর্বনাশ হতে পারে। তাই এড়িয়ে চলুন এগুলো।
মোবাইলের অপারেটিং সিস্টেম আপডেট রাখুন:- দেখুন প্রতিনিয়ত মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের অপারেটিং সিস্টেম আপডেট করে থাকে কারন হলো হ্যাকাররা আগের সিস্টেমের দূর্বলতা খুঁজে বের করে ফেলে। তাই সবসময়ই ফোনের অপারেটিং সিস্টেম আপডেট রাখুন।
পাস ওয়ার্ড দুই স্তরের ভেরিফিকেশন রাখুন:- প্রথমত আপনি তো একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন অবশ্যই এরপর বাড়তি সতর্কতার জন্য আপনি আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন সিস্টেম সংযুক্ত করতে পারেন। এতে যখনই আপনি কিংবা যেকেউ ঐ আইডিতে ঢুকতে চাইবে তাকে অবশ্যই ফোন নাম্বার ভেরিফিকেশন করে ঢুকতে হবে যা অনেকটাই নিরাপদ।
"হ্যাকারদের নিয়ে কিছু তথ্য"
আমরা প্রথম পর্বেই জেনেছি যারা আপনার আমার অগোচরে আমাদের ডিভাইসের ত্রুটি বের করে তথ্য হাতিয়ে নেয় এবং ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারাই হ্যাকার। যাক আজ জানবো হ্যাকার কতো প্রকার ? এবং এরা কে কি ধরনের কাজ করে ?
- সাদা টুপি ওয়ালা হ্যাকার 🎩
- ধূসর টুপি ওয়ালা হ্যাকার 🎩
- কালো টুপি ওয়ালা হ্যাকার 🎩
আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যদি কিছুটা চুরি বিদ্যা জানেন তাহলে চোর ধরতে সহজ হয় কি বলেন ☺️ সব হ্যাকাররা খারাপ না। কিছু হ্যাকার রয়েছেন যারা আপনার ডিভাইসের ত্রুটি বা দূর্বলতা গুলো খুজে বের করবে এবং আপনাকে জানিয়ে দেবে। এতে আপনি সতর্ক হয়ে ত্রুটি ঠিক করতে পারবেন। আপনি এদের নীতিবান চোর বলতে পারেন।
এরা দুমুখী সাপের মতো। এরা প্রথমত আপনার সিষ্টেমের ত্রুটি আপনাকে জানিয়ে দেবে এবং চাইলে আপনার ক্ষতিও করতে পারেন। মানে এদের বিশ্বাস করা ভুল।
এরা খুব মারাত্মক হ্যাকার। যারা মুহূর্তে আপনার সিষ্টেমে ঢুকে সবকিছু তছনছ করে আপনার তথ্য হাতিয়ে নিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় খুব অল্প সময়ের মধ্যেই। এরা মূহুর্তেই কি করতে পারে আপনি আমি কল্পনাও করতে পারবোনা। প্রতি মিনিটে এরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মানুষের। ভাবা যায়।
🪴 কিছু কথা 🪴
দেখুন আমি চাই সবাই নিরাপদে থাকুন এবং হয়রানির কিংবা বিপদে না পরেন। দেখুন আমরা অনলাইনে কাজ করি আমাদের কাছে পাসওয়ার্ড এবং ডিভাইসের নিরাপত্তা সবথেকে বড় জিনিস। তাই অনেক চিন্তা করে আপনাদের সতর্কতার জন্য আমার তিন পর্বের পোস্টগুলো করা। আশাকরি সবাই সতর্ক থাকবেন এই কামনায় বিদায় নিলাম 🙏 কিন্তু খুব তাড়াতাড়ি ফিরবো কথা দিলাম।
https://twitter.com/emranhasan1989/status/1505991568289067008?t=jXJptx4Rx6ug_wtUhZjqVw&s=19
হ্যাকার সম্পর্কে আপনি যে ধারণা গুলো তুলে ধরেছেন তা আমাদের মত ছোটখাট ইউজারদের জন্য বিশাল একটা কিছু। সাথে সাবধান থাকবো উৎসাহ পেলাম।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
সত্যিই সবার সাবধানতার জন্য পোস্টটি করা।
অসাধারণ মূল্যবান কিছু তথ্য দিয়েছেন। আসলে আমারা আমাদের নিজেদের অসচেতনতার জন্যই মূলত নিজেরা বিপদে পড়ি। তবে আমার মনে হয় হ্যাকিং এর আক্রমণ থেকে বাঁচতে আপনার গৃহিত পদক্ষেপ গুলো খুবই কার্যকরী।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
হ্যাকারের থাপ্পড়ে কখনো পড়িনি। সব সময় সকল কিছু বিবেচনা করে আমি কাজ করি। সত্যিই অনেক উপকারী একটা পোষ্ট করেছেন। অনেক কিছু জানতে পারলাম আপনার পোষ্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে
আমাদের সাথে শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য ♥️
হ্যাকার সম্পর্কে লেখা আপনার প্রথম পোস্ট টা পড়েছিলাম। এবং হ্যাকার থেকে বাঁচার জন্য আমাদের কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা আপনার পোস্টে উল্লেখ করেছেন। এবং হ্যাকারদেরও যে আলাদা আলাদা টুপি হয় এটাও জানতাম না। যাইহোক অনেক সুন্দর লিখেছেন ভাই। অনেক অজানা জিনিস জানতে পারলাম।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই ♥️
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ☺️
খুব ভালো থাকুন দোয়া রইল 🥀
আসলে ভাইয়া এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমিও ফেসবুকে হ্যাকারদের কবলে পড়েছিলাম এবং প্রতারণার শিকার হয়েছিলাম। আসলে ভাই আপনি ঠিক বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিচয় পত্র শেয়ার করা ঠিক না কিন্তু আমরা বাস্তব জীবনে নিজের জীবনের সাথে যা ঘটে আমরাও সর্ব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি। কখন কি করছি? কোথায় যাচ্ছি?কখন খাচ্ছি সবকিছু।আসলে অধিক লোভনীয় বার্তা এটা প্রায় চলছে এগুলো থেকে এড়িয়ে আসা উচিৎ কারন টাকা ইনকাম এত সহজে হয় না। আসলে অনেক হ্যাকার সম্পর্কে জানতে পারলাম কালো টুপি, ধূসর টুপি, সাদা টুপি এগুলোকে গুরুত্বপূর্ণ ছিল। আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম।😍
অনেক ধন্যবাদ তোমায় আমার পোস্টটি পড়ার জন্য এবং মূল্যবান মতামত দেয়ার জন্য।
বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন। আপনার পোস্ট এর মাধ্যমে অনেকেই উপকৃত হবে। আমাদের প্রত্যেকের ই উচিত এই বিষয় গুলোর ওপর বিশেষ নজর দেয়া। ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য 🥀
অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আসলে এখন হ্যাকারের কবলে পড়া একদম এভেলেবেল দেখা যাচ্ছে। আপনার কথাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনার বলা তথ্যগুলো মেনে চলার চেষ্টা করব। আমাদের মাঝে এত গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু খুব চমৎকার মন্তব্যের জন্য 🥀
Upvoted! Thank you for supporting witness @jswit.

স্যার আপনি হঠাৎ হ্যাকারের খপ্পরে পরা ✨(পর্ব -০৩) || কিভাবে হ্যাকিং থেকে বাঁচা যায় অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। এতে করে সবার উপকার হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
আমি আশাকরি তুমি প্রতিটি পয়েন্ট বেশ সময় নিয়ে পড়বে এবং মনে রাখবে।