স্টিমিটের উন্নয়নের জন্য আমার কিছু পরামর্শ || My Proposals For Steemit Development Incentive Program.

in আমার বাংলা ব্লগ2 years ago
স্টিমিটের উন্নয়নের জন্য আমার কিছু পরামর্শ

My Proposals For Steemit Development Incentive Program.jpg

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

" সুত্রপাত "

স্টিমিট এখনকার সময়ে ব্যাপক সমাদৃত একটি প্লাটফর্ম, যেখানে আমরা আমাদের সৃজনশীল কাজগুলো প্রদর্শন করে উপার্জন করতে পারছি। আজকাল এমন অনেকেই রয়েছেন এটিকে জীবিকার মাধ্যম হিসেবে নিয়েছেন। আমরা যারা দীর্ঘদিন ধরে এই প্লাটফর্মে যুক্ত রয়েছি, তারা এর মহত্ব এবং গুরুত্ব বুঝে কাজগুলো করার চেষ্টা করছি। তবুও প্রতিটি জিনিসের সময়ের সাথে সাথে পরিবর্তন এবং আধুনিক করা প্রয়োজন। এই পরিবর্তনের সাথে সাথে এটি বর্তমান প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং এর বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে। তাই একান্ত নিজস্ব কিছু চিন্তা চেতনা ভাগ করে নিতে চাই আপনাদের সাথে। তো চলুন শুরু করি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

পোস্ট সেকশন উন্নয়ন
মার্কডাউন এবং পোস্ট সহায়ক আইকন সংযোজন

আমরা যারা অনেকদিন থেকেই এখানে কাজ করছি তাদের প্রথম অবস্থায় অনেকদিন লেগেছে মার্কডাউনের ব্যাবহার শিখতে। এতে করে প্রথম অবস্থায় পোস্টের গুনগত মান ঠিক ছিলনা। পরবর্তী সময়ে ধীরে ধীরে মার্ক ডাউনের ব্যাবহার শিখতে পেরেছি এবং পোস্টের মান বৃদ্ধি পেয়েছে। যদি পোস্ট সেকশনে প্রয়োজনীয় মার্ক ডাউনের আইকন সংযোজন করা হয় এবং ব্যাবহারের জন্য ছোট টিউটোরিয়াল যুক্ত করা যায় তাহলে তা দেখে একজন নতুন ব্যবহারকারী খুব সহজেই চমৎকার পোস্ট করতে পারবেন। পোস্ট বডির উপরের অংশে লিখার বিভিন্ন ধরন, ছক করা, ছবি সংযোজন এবং ফ্রি জিফ ফাইল সংযোজন আইকন সংযুক্ত করা যেতে পারে।

প্রোফাইল সেকশন উন্নয়ন এবং পরিপূর্ণ করন

আমাদের প্রোফাইলে কিছু তথ্য আমরা দেখতে পাই, যা সাধারণ বিষয়। যেমন:- নাম, ফলোয়ার, পোস্ট সংখ্যা, ফলোয়িং, জয়েনিং এবং বর্তমান এসপি সম্পর্কে ধারণা দেয়। কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমরা https://steemworld.org/ সহ আরো কিছু ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি। কিন্তু সমস্ত তথ্য যদি আমাদের প্রোফাইলের সাথে সংযুক্ত করা হয় তাহলে সেটা সবথেকে ভালো দেখাবে এবং প্রোফাইল পরিপূর্ণ হবে। যেমন বলা যেতে পারে - যেমন বর্তমান সঠিক এসপি, রিসোর্স ক্রেডিট, আপভোট ক্ষমতা, ডাউনভোট ক্ষমতা ইত্যাদি।

" ভিউয়ার এবং রিস্টিম সংখ্যা দেখানো "

একজন লেখক সবসময়ই পুরষ্কার পাওয়ার সাথে সাথে খেয়াল করতে থাকেন তার পোস্টটি কতজন মানুষ দেখেছেন এবং রিস্টিম করেছেন। কিন্তু আমাদের পোস্টগুলোর সাথে এরকম কোন কিছু না থাকায় অনেকেই হতাশ হয়ে পরেন কারন সে সত্যিই বুঝতে পারেন না তার লিখনী কতজন মানুষ পড়ছেন। এতে করে তার আত্মবিশ্বাসে ঘাটতি হতে থাকে এবং একসময় হয়তো সেই লেখক হারিয়ে যায়। তাই পোস্টের পাশে ভিউয়ার অপশন এবং রিস্টিম সংখ্যা দেখানো একটি অত্যাবশ্যকীয় বিষয় বলে আমি মনে করি।

অবস্থান এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যাজ প্রদান

বর্তমানে আমাদের কিছু অবস্থানে ভাগ করা হয়েছে যেমন প্লাঙ্কটন, মিনাউ, ডলফিন, শার্ক এবং তিমি কিন্তু প্রোফাইলে কোন ব্যাজ না থাকায় কারো অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়না। তাছাড়াও স্টিমিটে অসংখ্য মানুষ গুরুত্বপূর্ণ কাজ প্রতিনিয়ত করে চলেছেন কিন্তু আমরা তাদের সনাক্ত করতে পারিনা। এটা ভীষণ দুঃখজনক। প্রত্যেকের অবস্থান অনুযায়ী ব্যাজ এবং গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের আলাদা ব্যাজ প্রদান করা জরুরি বলে আমি মনে করি। এতে প্রত্যেকের কাজের আগ্রহ বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ ব্যাক্তিগন সম্মানিত হবেন।

ডেলিগেশন সার্ভিস সংযুক্তি

স্টিমিটে ডেলিগেশন সার্ভিস একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এটি আমাদের ওয়ালেট সেকসনের সাথে সংযুক্ত করা বিশেষ প্রয়োজন। যদিওবা https://steemworld.org/ তে সংযুক্ত রয়েছে কিন্তু আমরা স্টীমিটকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে দেখতে চাই। এতে ডেলিগেশন সার্ভিস এর সাথে ইনকামিং এবং আউটগোয়িং ডেলিগেশন এর পরিমাণ এবং ডলারের অনুসারে দাম সংযোজন করা উচিত বলে মনে করি।

ফ্যানবেস এবং কিউরেসন টেইল সংযুক্তি

ফ্যানবেস এবং কিউরেসন টেইল সংযুক্তি অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। আমি নিজে https://worldofxpilar.com/ এর মাধ্যমে সেবা নেয়ার চেষ্টা করেছি কিন্তু হতাশাজনক হলেও সত্য এটিকে ঠিকমতো পরিচালনা করতে পারছিনা। বেশ কিছুদিন ধরে সেখানে প্রবেশ করতে পারছিনা। তাই এই সেবা আমাদের স্টিমিটের সাথে সংযুক্ত থাকলে খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পারবো।

" শিডিউল পোস্ট "

আমাদের পোস্ট সেকশনের সাথে সিডিউল পোস্ট সেবা চালু করা উচিত। এতে করে আমরা পোস্ট শেষ করে রেখে নির্দিষ্ট সময়ে পোস্ট করতে পারবো। এটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

পোস্ট বুক মার্ক

পোস্ট বুক মার্ক করন একটি গুরুত্বপূর্ণ বিষয় কারন আমরা প্রতিনিয়ত পোস্ট লিখার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট পড়ে থাকি যা আমাদের ভবিষ্যতের জন্য উপকারে আসতে পারে এধরনের পোস্ট বুক মার্ক করতে পারলে ভালো হবে। এতে দীর্ঘদিন পর আমরা সেই পোস্টগুলো খুব সহজেই পড়তে পারবো। তাই এটি সংযোজন প্রয়োজন।

" পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে পুরষ্কার "

বর্তমান সময়ের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ জনপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে সবথেকে জনপ্রিয় হলো ফেসবুক এবং টুইটার। আমাদের পোস্টগুলো সেখানে শেয়ার করলে অসংখ্য মানুষ খুব তাড়াতাড়ি পোস্টগুলো দেখতে পারেন, যা স্টিমিটের প্রচার এবং প্রসারে ব্যাপক গুরুত্ব বহন করবে বলে আমি মনে করি। আর পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার জন্য একটি ছোট্ট পুরষ্কারের ব্যাবস্থা করা যেতে পারে যেখানে একটি বিশেষ ট্যাগ ব্যাবহার করা যেতে পারে এবং একটি একাউন্ট থেকে নির্দিষ্ট হারে পুরষ্কার দেয়া যেতে পারে। এতে সবাই আগ্রহের সাথে নিজের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবে। সর্বোপরি আমাদের স্টিমিটের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটবে বলে আমি মনে করি।

সার্বিক কাজের উপর পয়েন্ট এবং পুরষ্কার প্রদান

আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন শুধুমাত্র একটি পোস্ট করেই তার কার্যক্রম শেষ করেন কিন্তু অন্যের পোস্ট পড়ে গুনগত মানের কমমেন্ট করতে চায় না। তাই পোস্ট, মন্তব্য এবং রিস্টিমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কিছু পয়েন্ট সংযুক্ত করা যেতে পারে যার মাধ্যমে কিছু পুরষ্কারের ব্যাবস্থা করা যেতে পারে। একজন ব্যাবহারকারী তা উত্তোলন কিংবা তার একাউন্ট সমৃদ্ধির কাজে তা ব্যাবহার করতে পারেন।

ব্যবহারকারী বান্ধব মোবাইল অ্যাপস

বর্তমান সময়ে মোবাইল অ্যাপসের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাই স্টিমিটের একটি ব্যবহারকারী বান্ধব মোবাইল অ্যাপস ভীষণ প্রয়োজন। এতে নোটিফিকেশন সার্ভিস থাকবে যার ফলশ্রুতিতে আমরা খুব সহজেই আমাদের একাউন্টের যেকোন আপডেট খুব তাড়াতাড়ি দেখতে পারবো। এতে সমস্ত কাজগুলো একত্রীকরণ এবং সহজ হয়ে উঠবে। তাই এটিকে আমি সময়ের চাহিদা হিসেবে মনে করি।

" পরিশেষ "

উপরে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা একজন স্টিমিট ব্যাবহারকারী হিসেবে নিজস্ব কিছু চিন্তা চেতনা। আমি দীর্ঘদিন এই প্লাটফর্মের সাথে যুক্ত রয়েছি এবং বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। তবে নতুন ব্যাবহারকরীরা যাতে খুব সহজেই কাজগুলো করতে সেজন্য কিছু পরামর্শ দিয়েছি। তাছাড়াও যুগের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন জরুরি বলে আমি মনে করি। এতে জনপ্রিয়তা বাড়বে এবং বিলুপ্তির হাত থেকে এই প্লাটফর্মকে রক্ষা করবে।


সংযুক্তি:-

@rme দাদা



আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

ভাইয়া আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। পুরো পোস্টটি পড়ে মনে হচ্ছে এটি আসলে স্টিমিটের উন্নয়নের পথ ধরে এগিয়ে যাবে। প্রতিটা টপিকস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সিডিউল পোস্টটা বেশি ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে আশা করি সকলে আপনার সাথে সহমত হবে।

 2 years ago 

হ্যা সিডিউল পোস্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা সংযুক্ত করলে অনেকেই উপকৃত হবেন।
ধন্যবাদ আমার পরামর্শ গুলোতে মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

স্টিমিট এর উন্নয়নে আপনার উল্লেখ করা পয়েন্ট গুলো আমার ভালো লেগেছে। তবে আমার মনে হয় এরমধ্যে পোস্টের ভিউয়ার সংখ‍্যা এবং রিস্টিম সংখ‍্যা দেখানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো শেয়ার করলে সাপোর্ট দেওয়া। এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। এতে স্টিমিট এর প্রচার বেশি হবে। এছাড়া প্রোফাইলের উন্নতি এবং মোবাইল অ‍্যাপস টার বিষয়টি বিবেচনা করলে ভালো হবে।।

 2 years ago 

কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুভব করতে পেরেছেন তাই আপনাকে ধন্যবাদ জানাই। তবে মোবাইল অ্যাপস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি আমি।

 2 years ago 

আপনার প্রত্যেকটি পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতগুলো পরামর্শ দিয়েছেন সেগুলো বিবেচনা করা হলে নতুনদের পাশাপাশি আমাদেরও খুব উপকার হবে। সিডিউল পোস্ট এবং মোবাইল অ্যাপস এর বিষয় টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এগুলো হলে আমাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হবে কাজ করা।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত দেয়ার জন্য। এই বিষয়গুলো আশাকরি গুরুত্ব পাবে।

 2 years ago (edited)

সর্বপ্রথম আপনাকে জানাই অন্তরের অন্তস্থল থেকে সাধুবাদ৷ যে আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি কে নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করেছেন৷ সত্যিই এটা যে একটা প্রকৃত আমার বাংলা ব্লগ সদস্য বা মেম্বার ইউজার হিসেবে যে আপনি কতটা ভালোবাসেন তার প্রতিচ্ছবি৷

স্টিমিটের উন্নয়নের জন্য আপনার পরামর্শ পরামর্শ হলো সত্যিই অনেক সুন্দর এবং কি যথার্থই বলেছেন৷
সর্বোপরি এই বিষয়গুলোকে শুধু এক জনে ভাবলে হয়তো হবে না৷ ভাবতে হবে পুরো টিম টাকে নিয়ে তাহলেই হয়তোবা ভালোর কোন পথ দেখা যাবে ৷
অসংখ্য ধন্যবাদ!!!

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে আমার পরামর্শ গুলোতে সহমত পোষণ করার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

স্টিমিটের উন্নয়নের জন্য আপনার পরামর্শ গুলো যথার্থ ছিলো। বেশ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করেছেন। আপনি ঠিকই বলেছেন। যুগের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন খুবই জরুরী। আপনার পোস্ট ভিজিট করে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ লিমন আমার মতামত গুলোর সাথে সহমত পোষণ করার জন্য।

 2 years ago 

ভাইয়া স্টিমিটের উন্নয়নে আপনার মতামত গুলো পড়ে অনেক ভাল লাগলো। গুরুত্বপূর্ণ কিছু মতামত সেয়ার করেছেন যেমন একটি মোবাইল অ্যাপস চালু করা,পোস্ট বুক মার্ক,ডেলিগেশন সার্ভিস সংযুক্তি, শিডিউল পোস্ট, মার্ক ডাউন ইত্যাদি আসলে এসব বিষয় গুলো যোগ হলে ভালই হবে। আশা করি আপনার মতামত গুলো সবাই পছন্দ করবে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65