আমার কবিতা পোষ্টের সংগ্রহশালা:) কাব্যিক অনুভূতি। || My poem Review post.

in আমার বাংলা ব্লগ11 months ago
আমার কবিতা পোষ্টের সংগ্রহশালা:
কাব্যিক অনুভূতি

ছবিটি কেনভা দিয়ে তৈরি

✍️ সুত্রপাত ✍️

শুভ রাত্রি #amarbanglablog পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। সারাদিনের কর্মব্যস্ততার একটু সুযোগ পেলাম আপনাদের সাথে যুক্ত হবার। আজ চিন্তা করলাম আমার কবিতা পোষ্টের আরো একটা সংগ্রহশালা তৈরি করি। মূলত বছর খানেক থেকে কবিতা লিখার চেষ্টা করে চলেছি, তার পুরো অবদানটা আমার বাংলা ব্লগের। সত্যি বলতে কবিতা তেমন লিখতে পারতাম না, কিন্তু সবার উৎসাহ অনুপ্রেরণায় এখন আমি কবিতা লিখতে পারি। তবে ভালো মন্দ বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের হাতে। যাইহোক চলুন দেখে নেয়া যাক কোন কোন পোস্টগুলো ঠাঁই পেয়েছে আজকের সংগ্রহশালায়।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

✨ আমার কবিতা পোষ্টের সংগ্রহশালা ✨

স্বরচিত কবিতা :) শুভ জন্মদিন টিনটিন 🕯️🎂|| Poem :) Happy Birthday

শুভ শুভ শুভ দিন
আজ তোমার জন্মদিন
আঁধার ঘরে মুক্ত ছড়িয়ে
এসেছিলে তুমি সেদিন।
টিনটিন তোমার সোনা মুখখানা
ছড়িয়েছে আনন্দের বন্যা
মায়ের চোখে আনন্দের দ্যুতি
এনেছো তুমি স্বর্গীয় অনুভুতি।

গতবছর টিনটিন সোনার জন্মদিনে এই কবিতাটি উপহার দিয়েছিলাম। সত্যি বলতে পুরো কবিতা জুড়ে টিনটিনকে ঘিরে অনেক দোয়া এবং শুভকামনা জানিয়েছিলাম। কবিতাটি আমার অনেক পছন্দের।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

স্বরচিত কবিতা :) টাকার পাহাড় || Poem :) Mountain of Money.

ওহে টাকা ওয়ালা বড়লোক
টাকার গরমে দাপিয়ে মর্তলোক
চোখ তোমার যেন কপাল ছুঁয়েছে
হয়ে উঠেছো কি বিস্তর ভদ্রলোক?
টাকার গরমে পরিবেশ বড্ড গরম
বিছানা আর বালিশ চাই একটু নরম
ঠান্ডা হাওয়ায় যেন গা এলিয়ে
সুখের স্বপ্নে বিভোর পা দুলিয়ে।

পৃথিবীতে ইদানিং যাদের একটু বেশি টাকা তাদের টাকার গরমে টেকা মুশকিল। এরা টাকা দিয়ে পুরো পৃথিবী কিনে ফেলতে চায়, এরা মানুষকে মানুষ বলে মনে করে না। যাইহোক পুরো বিষয়টি নিয়ে গুছিয়ে কবিতাটি উপস্থাপন করার চেষ্টা করেছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

স্বরচিত কবিতা :) শারদীয় শুভেচ্ছা 🎇 || সকল বাঙালিকে উৎসর্গ করলাম

বছর ঘুরে আবার এলো শারদীয় দুর্গোৎসব,
সনাতন ধর্মের মানুষের দূর্গা মায়ের জয়োৎসব।
ধর্ম যার যার আনন্দ আজ সবার,
বাঙালির মাঝে এসেছে আজ খুশির জোয়ার।
জাগো বাঙ্গালী উৎসবের আমেজ নিয়ে,
ঢাকের তালে নাচো যেন সীমানা ছাড়িয়ে।
মন হারিয়ে, মন রাঙিয়ে হয়ে যাও বিন্দাস
বুড়োরাও যেন নেচে গেয়ে হাঁসফাঁস।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কবিতাটি লিখার চেষ্টা করছিলাম। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও সবাই বেশ আনন্দে মেতে ওঠে। সেই আনন্দঘন মূহুর্ত ঘিরে কবিতাটি লিখার চেষ্টা করছিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

স্বরচিত কবিতা: হৃদয়ের ব্যাকুলতা || Original Poetry: Heart trouble.

প্রেয়সী তুমি, তুমি অনন্যা
হৃদয়ের ব্যাকুলতা বোঝ কি তুমি?
ভালোবাসার মানুষ তুমি
বোঝ কি আমার নিরবতা ?
সদা প্রাণবন্ত, তুমি হাস্যোজ্বল
কতটা ভালবাসি জানো কি তুমি?
ভালোবাসার বিস্তৃতি হৃদয় জোড়া
বোঝ কি মন যমুনা ?

ভালোবাসার মিষ্টি অনুভূতি থেকে কবিতাটি লিখার চেষ্টা করেছিলাম। সবাই বেশ পছন্দ করেছিলেন কবিতাটি। একজন প্রেয়সীর প্রতি ভালোবাসার ব্যাকুলতা স্পষ্ট ফুটে উঠেছে কবিতার মাধ্যমে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍃পরিশেষ 🍃

এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার কবিতা পোষ্টের সংগ্রহশালা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা উপহার দিতে, সবার অনুপ্রেরণা আমার এগিয়ে যাওয়ার শক্তি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

💚 বিদায় নিলাম 💚

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

আপনার ভিন্ন রকম কবিতা গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। একটু ভিন্ন রকম ভাবে লেখার চেষ্টা করে থাকেন। সব গুলো কবিতা ছিলো চমৎকার। সব থেকে বেশি ভালো লেগেছে টাকার পাহাড় কবিতাটি। এধরনের কবিতা গুলো থেকে ও অনেক কিছু শেখার রয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 11 months ago 

একটাও কবিতাও আমার পড়া হয়নি দেখছি। তবে হৃদয়ের ব্যাকু্লতার লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি বরাবরই দারুণ লিখেন ভাইয়া 🍀

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61199.00
ETH 2393.68
USDT 1.00
SBD 2.56