স্বরচিত কবিতা :) টাকার পাহাড় || Poem :) Mountain of Money.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
স্বরচিত কবিতা :) টাকার পাহাড়


স্বরচিত কবিতা.gif

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

" পটভূমি এবং আলোকপাত "

আমাদের সমাজের কিছু মানুষ রয়েছেন তারা টাকার পাহাড় গড়ে তুলেছেন। নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধা ভোগ করে চলেছেন। অগণিত মানুষ রয়েছে যারা অবৈধ টাকার সাগরে ভেসেছেন, সাধারণ মানুষের টাকা লুটপাট করে। এদের মনুষ্যত্ববোধ এবং হিতাহিত জ্ঞান নেই, ভোগ বিলাস আসল কথা। যেখানে মানুষ না খেতে পেয়ে মরে সেখানে এরা টাকা উড়িয়ে খারাপ রাস্তায় ডুব মারে। তবে মানুষের পরিবর্তন হয়, কিংবা হতে পারে। আশাকরি কোন একদিন সম্পদের কুমিরগুলো মানুষের চোখে তাকাবে। সমাজ আবার সুন্দর আর পরিচ্ছন্ন হয়ে উঠবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

"টাকার পাহাড়"
লিখেছেন:- ইমরান হাসান

ওহে টাকা ওয়ালা বড়লোক
টাকার গরমে দাপিয়ে মর্তলোক
চোখ তোমার যেন কপাল ছুঁয়েছে
হয়ে উঠেছো কি বিস্তর ভদ্রলোক?

টাকার গরমে পরিবেশ বড্ড গরম
বিছানা আর বালিশ চাই একটু নরম
ঠান্ডা হাওয়ায় যেন গা এলিয়ে
সুখের স্বপ্নে বিভোর পা দুলিয়ে।

অর্থ উপার্জন আজ তোমার স্বভাব
ভাবছো কোনদিন না ছোঁয় অভাব
টাকা আজ তোমার পাহাড় সমান
নেই প্রয়োজন মান আর সম্মান।

মানুষকে আজ মনে হয়না মানুষ
নেশায় ওড়াও রঙিন ফানুস
মনুষ্যত্ব সে আবার কি জিনিস?
টাকায় কেনা যায় বিস্তর আশীষ।

ভেবেছো কি তুমি অবিনশ্বর?
ডাকছে কবর শোন কন্ঠস্বর।
কি হবে তোমার টাকার পাহাড়?
মাটি খাবে মাংস আর হাড়।

রয়েছে কি সময় তোমার হাতে ?
ফিরে আসো মানুষের জাতে,
বিবেক করো জাগ্রত তোমার
হয়ে উঠতে পারো প্রিয় সবার।

ওহে টাকা ওয়ালা বড়লোক
টাকার গরমে দাপিয়ে মর্তলোক
চোখ তোমার যেন কপাল ছুঁয়েছে
হয়ে উঠেছো কি বিস্তর ভদ্রলোক?

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥

আসলে টাকা মাটি, মাটিই টাকা কিন্তু একথাটি আমরা মানতে নারাজ। খুব ইচ্ছে করে এই ধনকুবের মানুষগুলোর চোখে আঙুল দিয়ে দেখাতে, টাকাই সব নয়। মনুষ্যত্ব অনেক বড় জিনিস। জানিনা কবিতা কেমন হয়েছে, তবে খারাপ লাগলেও মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png

" বিদায় নিলাম "

Sort:  
 2 years ago 

সত্যি ভাই কবিতাটি খুব দারুণ হয়েছে। আপনার এই কবিতার লাইনের সাথে মিলিয়ে আমিও বলতে চাই এ টাকাওয়ালা মানুষগুলো তোমরা নিজের বিবেককে নিজে প্রশ্ন করো যে তোমাদের মনুষত্ব আছে কিনা? তবে হ্যাঁ সব টাকাওয়ালা কিন্তু খারাপ নয় ভালো আছে। তার পরেও যদি আশেপাশের আত্মীয়-স্বজন গুলোকে ও যদি সেভাবে দেখতো বা সাহায্য সহযোগিতা করতো তাইলে হয়তো দেশে এত গরিব অসহায় থাকত না। কবিতাটির মাঝে আপনি তাদেরকে নিয়ে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

জি ভাই সব টাকা ওয়ালা মানুষ খারাপ নয় তবে অধিকাংশ এই অবস্থায় রয়েছে। আসলে বিত্তবানদের যে পরিমাণ টাকা আছে তা দিয়ে পুরো দেশের মানুষকে ভালো রাখা সম্ভব। কিন্তু এটা কখনো হবার নয় 😕

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

টাকার কাছে হার মেনে যায়
বিবেক মনুষত্ব,,
তাইতো তারা টাকার পিছে
হয়ে আছে মত্ত।

টাকার পাহাড় আছে বলে
ওরাই ভদ্রলোক,
টাকা ছাড়া গরিব-দুঃখী
করে শুধু শোক।

ভালো লিখেছেন
টাকার পাহাড়,
লেগেছে ভালো আমার
আপ ভোটটটা দিয়ে গেলাম
আজকে উপহার,,,,
♥♥

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ জানাই, চমৎকার কবিতা উপহার দেয়ার জন্য।
আপনি সবসময়ই ভালো কবি🤗
চেষ্টা করছি একটু আধটু লিখতে।
দোয়া করবেন।

 2 years ago 

আমিন,,,

 2 years ago 

কবিতাটা পড়ে জাস্ট চমকে গেলাম। এতো কম ভাষায় সমাজের বর্তমান সত্যতা তুলে ধরেছেন যে কি বলব! টাকা উপার্জনের পরই কিছু মানুষের শরীরে আলাদাই একটা গন্ডারের চামড়া গজায়। যার কোন অনুভূতি, বিবেক কিছুই থাকেনা।

 2 years ago 

ধন্যবাদ দিদি।
ভেতরে জমে থাকা অনেকটা ক্ষোভ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কবিতার মাধ্যমে। আপনি মূল বিষয়বস্তু বুঝতে পেরেছেন।

 2 years ago 

বর্তমান সময়ের খুব বাস্তব অবস্থা তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। যারা বড়লোক তারা দিন দিন বড়লোক হয়েই যাচ্ছে। আর যারা গরীব তারা দিনদিন দরিদ্র হয়েই যাচ্ছে। এর যেন কোনো পরিবর্তন নেই। আর এর মূল কারণ হলো-টাকাওয়ালারা সেই টাকার পাওয়ারে আরও টাকা ইনকাম করছে এবং উড়িয়ে বেড়াচ্ছে। যেখানে দরিদ্রদের কোন জায়গায়ই নেই। আপনার মত আমিও আশা করছি এর একদিন পরিবর্তন ঘটবে। খুব সুন্দর লিখেছেন কবিতাটি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।
আসলে কবিতাটি বাস্তবতার নিরিখে লিখা এবং আমার ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনি মুল বিষয়বস্তু বুঝতে পেরেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইনশাআল্লাহ একদিন এরাও ভালো রাস্তায় আসবে।

 2 years ago 

এক কথায় সত্যিই অসাধারণ হয়েছে কবিতাটি। বর্তমান সময়ের বাস্তব চিত্র আপনার কবিতার মাঝে তুলে ধরেছেন। কবিতার কথাগুলো সত্যিই খুব ভালো লেগেছে আমার কাছে। মানুষের টাকা হলেই মানুষ যেন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। মানুষ ভুলে যায় একদিন তার কাছে এসব কিছুই থাকবে না। সে মাটির সাথেই মিশে যাবে। তবে আমাদের সমাজের কয়জনই বা মনে রাখে এসব কথা। কবিতাটি পড়েই বুঝতে পেরেছি আপনি আপনার ভিতরের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। মানুষ আজ টাকার গরমে মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছে। সমাজের নিম্ন আয়ের মানুষগুলোর দিকে তাকায়না। পুরো বিষয়টি গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি।

 2 years ago 

আপনার টাকার পাহাড় কবিতা টি অসাধারণ হয়েছে। লোক সমাজে কিছু মানুষ আছে টাকা গরমের মানুষ কে মানুষ বলে গণ্য করে না।জীবনের শেষ নিঃশ্বাসে কিছু যায় না সাথে নিজের দেহ ফেলে যেতে হয়।এত টাকা গরম দেখিয়ে কি লাভ? যাবে শুধু পাপ আর পূর্ণ্য।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়া জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ।
আসলে টাকার পাহাড় গড়ে তো লাভ নেই, কেউ সাথে নিয়ে যেতে পারবেনা। তারপরও মানুষ টাকার অহংকার করে।

 2 years ago 

অর্থ উপার্জন আজ তোমার স্বভাব
ভাবছো কোনদিন না ছোঁয় অভাব
টাকা আজ তোমার পাহাড় সমান
নেই প্রয়োজন মান আর সম্মান।

কবিতাটি খুবই ভালো লেগেছে আমার। সমসাময়িক বিষয় নিয়ে কবিতাটি লিখেছেন। আসলে অর্থ এমন একটা জিনিস যার অভাব পড়লে মানুষ কি করছে তার হুশ থাকে না। তখন মানুষ মান সম্মান এর ভয়ও করেনা। তেমনি প্রতিফলন ঘটেছে আপনার কবিতায়।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাই আপনার "টাকার পাহাড়" কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। কবিতার ভিতরের কথা গুলো আপনি অনেক বাস্তবসম্মত লিখেছেন। আসলে টাকার পাহাড় হলে মানুষ আর মানুষকে মানুষ মনে করে না'। ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।
কবিতাটি বাস্তবতার নিরিখে লিখা।
এরকম ধনকুবের এখন অহরহ সমাজে রয়েছে।
এদের অধিকাংশই অমানুষের কাতারে নাম লিখিয়েছে।

 2 years ago 

ভেবেছো কি তুমি অবিনশ্বর?
ডাকছে কবর শোন কন্ঠস্বর।
কি হবে তোমার টাকার পাহাড়?
মাটি খাবে মাংস আর হাড়।

টাকার পাহাড় কবিতাটি আপনি চমৎকার লিখেছেন ভীষণ ভালো লাগলো পড়ে। আপনার কবিতায় বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। জীবনে টাকাই সব কিছু নয় সত্যিই তাই। আপনার কবিতা লেখার চেষ্টা দেখে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান ইনশাআল্লাহ ভালো কিছু হবে। শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ লিমন।
এই পৃথিবীতে যার অঢেল আছে তার দেয়ার মন নেই আর যার নেই সে শত চেষ্টা করেও দিতে পারে না। আসলে মনুষ্যত্ববোধ অনেক বড় ব্যাপার।
যাক বুঝতে পেরেছো কবিতাটি, এতেই আমি খুশি।
আমার জন্য দোয়া করো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63459.73
ETH 2599.77
USDT 1.00
SBD 2.78