শীতের সবজি দিয়ে টেংরা মাছের সুস্বাদু তরকারি। || Delicious Recipe of Winter Vegetables.

in আমার বাংলা ব্লগ2 years ago
শীতের সবজি দিয়ে টেংরা মাছের সুস্বাদু তরকারি

IMG20221230151246.jpg

শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আশাকরি শীতের এই হিমেল হাওয়া সবাই বেশ উপভোগ করছেন। গত কয়েকদিন বেশ ঠান্ডা পরেছে, আশাকরি সবাই নিজেকে উষ্ণ রেখে সুস্থ থাকার চেষ্টা করছেন।
শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এবং দাম তুলনামূলক কম থাকে। আমি সবজি খেতে ভীষণ পছন্দ করি, আর শীতকালে একটা সুবিধা হচ্ছে বাসি তরকারি খাওয়ার মজাই আলাদা। গতকাল বেশকিছু সবজির সমন্বয়ে একটি চমৎকার তরকারি রান্না করলাম। আর আজ খেতে জাষ্ট অসাধারণ লাগলো। আপনাদের জন্য তৈরি করেছি শীতের সবজির পুষ্টিকর তরকারি রান্না করার একটি রেসিপি। তো চলুন শুরু করি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

♍ প্রয়োজনীয় উপকরণ ♍

Polish_20230103_134627595.jpg

শীম৩০০ গ্রামটেংরা মাছ২০০ গ্রাম
বেগুনদুটিগাজরতিনটি
পেঁয়াজ পাতাদুটিকাঁচামরিচস্বাদমতো
দেশী আলু২০০ গ্রামপেঁয়াজ কুচিএক কাপ
হলুদ গুঁড়াএক চামচমরিচ গুঁড়াএক চামচ
জিরা গুঁড়াএক চামচরসুন বাটাএক চামচ
লবণস্বাদমতোসোয়াবিন তেলপরিমাণ মতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আহ্ রান্না সে তো শিল্প

IMG20221229205035.jpg

প্রথমেই টেংরা মাছ কেটে ধুয়ে নিলাম। এরপর একটি বাটিতে উঠিয়ে নিলাম।

IMG20221229204938.jpgIMG20221229205115.jpgIMG20221229205046.jpg

IMG20221229205011.jpg

এবার সবগুলো সবজি কেটে টুকরো করে ধুয়ে নিলাম।

রান্নার কাজ করছি

IMG20221229205609.jpg

রান্নাটি আমরা খুব সহজ উপায়ে করবো। একসাথে সবগুলো সবজি দিয়ে মাখিয়ে রান্না করবো। এতে আমাদের সময় কম লাগবে এবং রান্না স্বাদের হবে। প্রথমেই একটি পাতিলে শিমের টুকরো গুলো দিয়ে দিলাম।

রান্নার কাজ করছি

IMG20221229205633.jpg

IMG20221229205653.jpg

এবার আলু টুকরো এবং গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম।

রান্নার কাজ করছি

IMG20221229205735.jpg

IMG20221229205757.jpg

এবার পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

রান্নার কাজ করছি
IMG20221229205845~2.jpgIMG20221229205921.jpgIMG20221229205943.jpgIMG20221229210007.jpg

IMG20221229210021.jpg

IMG20221229210125.jpg

এবার একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা, জিরা গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম।

রান্নার কাজ করছি

IMG20221229210141.jpg

IMG20221229210230.jpg

এবার পরিমান মতো সোয়াবিন তেল ঢেলে দিলাম এবং পুরো সবজিগুলো মাখিয়ে নিলাম।

রান্নার কাজ করছি

IMG20221229210311.jpg

IMG20221229210425.jpg

IMG20221229211420.jpg

এই ধাপে মাছগুলো দিয়ে আবারো সবকিছু মাখিয়ে নিলাম। এরপর তরকারিটা চুলায় চাপিয়ে দিলাম।

রান্নার কাজ করছি
IMG20221229213459.jpgIMG20221229214638.jpg

IMG20221229220538.jpg

এবার তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে ২০ মিনিট রান্না করলাম।

রান্নার কাজ করছি

IMG20221229220638.jpg

IMG20221229223506.jpg

ঝোল কমে এলে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিলাম। আমাদের রান্না শেষ এবার পরিবেশনের পালা।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🍱 পরিবেশন করলাম 🍱

IMG20221230151215.jpg

IMG20221230151241.jpg

IMG20221230151246.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

" স্বাদের বিবরণ "

IMG20221230151153.jpg

আহা 😋 স্বাদের কথা কি বলবো, জাষ্ট লোভনীয় স্বাদের হয়েছে খাবারটি। আমার মনে হয় এই শীতে সবাই এভাবেই সবজি খেতে পছন্দ করবেন, তাই আবারো মনে করিয়ে দিলাম 🤗।
সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো। ভালো লাগে আর মন্দ লাগা জানাতে ভুলবেন না আশাকরি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

Black and White Modern Company Presentation.gif

" ছবির বিবরণ "
বিষয়বস্তুশীতের সবজি দিয়ে টেংরা মাছের সুস্বাদু তরকারি
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানউত্তরখান, ঢাকা, বাংলাদেশ

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

আমার মনে হয় ছোট মাছের ভেতরে সব থেকে স্বাধের মাছ হল টেংরা মাছ। একবার আমাদের পুকুরে অনেকগুলো টেংরা মাছ পেয়েছিলাম। শীতকালে অনেক প্রকার সবজি পাওয়া যায়। আর এই সময় সবজির দামও তুলনামূলক কমই থাকে। বেগুন কলি আলু গাজর ও টেংরা মাছ দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। আসলে অনেক গুলো সবজি একত্রে রান্না করে খেতে বেশ ভালোই লাগে। আপনার তরকারটি যে সুস্বাদু হয়েছে তা রান্নার কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
টেংরা মাছ আমার কাছেও ভীষণ ভালো লাগে ভাই।

 2 years ago 

শীতকালের সবজিগুলো খেতে ভীষণ মজা লাগে। শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালো লাগে। আপনি ঠিকই বলেছেন বাসি তরকারি খেতে খুব মজা। আমার ও খুব ভালো লাগে খেতে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
শীতকালে সবজি খেতে ভীষণ ভালো লাগে আমার আর বাসি তরকারি ভালোই লাগে খেতে।

 2 years ago 

শীতকালে সবচেয়ে তরকারি খেয়ে বেশি মজা পাওয়া যায় কারণ শীতের সময় নিত্যনতুন সবজি বাজারে পাওয়া যায় আবার দামও তুলনামূলক কম থাকে। সবজি দিয়ে লোভনীয় টেংরা মাছের রেসিপি শেয়ার করেছে। তবে আপনার রান্না করার ধাপগুলো আমার কাছে ইউনিক লেগেছে কারণ সবজির উপরে কাঁচা মাছ দিয়ে মাছগুলোকে এভাবে সেদ্ধ করা আজকেই প্রথম দেখলাম। তাছাড়া ধনেপাতা দেওয়াতে রেসিপির টেষ্ট আরো বেশি মজাদার হবে।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
আপনাকে নতুন কিছু দেখাতে পারলাম এটাই আমার সার্থকতা।
ভালো থাকুন দোয়া রইল।

 2 years ago 

আপনি শীতকালীন সবজি খেতে খুবই পছন্দ করেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া আসলে শীতকালীন সবজি সকলেই অনেক বেশি পছন্দ করে। আপনি একদম সত্য কথা বলেছেন বাসি তরকারি খেতে সত্যিই অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝেই রাত্রে রান্না করা তরকারি সকালবেলা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। শীতকালীন সবজি দিয়ে আপনার এই টেংরা মাছ রান্নার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
শীতের বাসি তরকারির স্বাদ আলাদা, বেশ উপভোগ করি আমি।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শীতকালে বাসি তরকারি খাওয়ার মজাই আলাদা।বিশেষ করে শিম আর ফুলকপি।যাই হোক ভাইয়া আপনার ডেকোরেশন দেখেই তো অনেক লোভ হচ্ছে। এমন সবজির সাথে একটু টক থাকলে আর কি লাগে ভাতের সাথে একেবারে পেট ভরে ভাত খাওয়া যায়।ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
সত্যিই এই তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শীত কালে সবজির দাম তুলনামূলক একটু কম থাকে বলে খাওয়া হয় বেশি। এছাড়া সত্যি শীতের সময় বাসি তরকারি খেতে ভালো লাগে। যাই হোক আপনার বিভিন্ন ধরনের শীতকালীন সবজি দিয়ে রেসিপি দেখে সত্যি জিভে জল চলে আসল। এভাবে বিভিন্ন সবজি দিয়ে টেংরা মাছের রেসিপি খেতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতকালের সবজি গুলো খেতে খুবই ভালো লাগে। মজার রেসিপি ছিল ভাইয়া। গাজর, সিম ,আলু বেগুন দিয়ে টেংরা মাছের অসাধারণ একটা রেসিপি শেয়ার করেছেন। টেংরা মাছের যেকোনো রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। তবে ভুনাটাই বেশি খাওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া মজার এই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
শীতের এই সবজিগুলো সত্যিই সুস্বাদু।

 2 years ago 

সত্যি বলেছেন শীতের সবজিগুলো ঠান্ডা হলে খেতে খুবই মজা লাগে। শীতের সবজিগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। তবে টেংরা মাছ দিয়ে কখনো সবজি রান্না করে খাওয়া হয়নি। টেংরা মাছ বেশি ভুনা করে খাওয়া হয়েছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য।
একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশাকরি ভালো লাগবে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সবসময়ই ভোট করার জন্য। আপনার ছোট্ট ভোট আমার জন্য সবসময়ই মূল্যবান।
নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58603.60
ETH 2628.30
USDT 1.00
SBD 2.45