"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -০৫ ( স্ট্রীটফুড রিভিউ প্রতিযোগিতা ) || নবাবী চা ( 10% for @shy-fox )

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

" সু "

স্বাস্থের জন্য খাবার"



সকলের প্রতি সম্মান এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি।

কেমন আছেন সবাই ❓

আশাকরি ভালো আছেন 💗



@amarbanglablog একটি অনন্য সম্প্রদায় যেখানে বাংলা ভাষা-ভাষী মানুষের মনের ভাব-আবেগ প্রকাশের একটি মিলনমেলায় পরিণত হয়েছে 💕 এখানে সবাই নিজের মনের মাধুরী মিশিয়ে তার সৃষ্টিকর্ম তুলে ধরতে পারে। তারই ধারাবাহিকতায় আজকের এই অনবদ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ধন্যবাদ জানাই @rme & @rex-sumon ভাইকে প্রতিযোগীতাটি আয়োজন করার জন্য।
চলুন আমিও সামিল হই এই অনবদ্য আয়োজনে।



"নবাবী চা"

"নবাবের সাথে আড্ডা"



CollageMaker_20210816_225022792.jpg

"ছবিটি কলেজ মেকার দিয়ে তৈরি করা"

আমি একজন শৌখিন মানুষ কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করা হয়ে উঠে না। যাক আমি চা পছন্দ করি। আমি বাইরের খাবার তেমন একটা পছন্দ করিনা খেতে। তাই আমার খুব প্রিয় একটা চায়ের আড্ডায় যাবার জন্য মনস্থির করলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

IMG_20210814_204101~2.jpg

চা পছন্দ করেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে। এটি এমন একটি অনন্য চায়ের দোকান যেখানে রয়েছে প্রায় ত্রিশ রকমের অসাধারণ চা। আপনি কি খেতে পছন্দ করেন ঠিক সেই চা আপনাকে তৈরি করে দেয়া হবে। হতে পারে এটা চকলেট, তুলসী, কাজুবাদাম, লেয়ার, মধু, ঠান্ডা চা, নারকেল, মাখন, মালাই আপনি কি চান সব পাবেন।

IMG_20210814_204144~2.jpg

আমাদের পুরো উত্তরাতে বিখ্যাত হলো এই চা। আমি মূলত এখানে মাঝে মাঝেই যাই, যতটা না চা ভালো লাগে তার চেয়ে তার চা তৈরির কৌশল বেশি ভালো লাগে। আমি আপনাদের জন্য তার চা তৈরির কৌশলের ভিডিও ধারণ করেছি আশা করি দেখবেন।

IMG_20210814_203942~2.jpg

আমরা এখন কিছু নবাব চায়ের নাম এবং দাম দাম দেখে নেই।👇

চায়ের নাম ☕দাম 💲চায়ের নাম ☕দাম 💲
চীনা চা২০/-চকলেট কফি৪০/-
মালাই চা২০/-ক্যারামেল কফি৫০/-
মাসালা চা২০/-তন্দুরি কফি৪০/-
লেয়ার চা২০/-মাখন মালাই চা৫০/-
চকলেট চা৩০/-নারকেল চা৪০/-
স্ট্রবেরি চা৩০/-নিউ নবাবী চা৮০/-
হরলিক্স চা২০/-ওল্ড নবাবী চা৫০/-
তন্দুরি চা৪০/-ক্রীম নবাবী চা৮০/-
মধু চা৫০/-কফি চা৪০/-
গোল্ড কফি৪০/-নবাবী কাবাব চা১০০/-

এটি কেন বিখ্যাত এবং কেন আমি পছন্দ করি?

IMG_20210814_204948_HDR.jpg

নবাবী চা আমাদের এদিকে বিখ্যাত কারন এই চা পান করতে সুস্বাদু এবং স্বাদভেদে পুষ্টিকর বটে। আর এখানে অনেকে আসেন চায়ের কারিগরের হাতের কারিশমা দেখার জন্য আর আড্ডা তো আছেই। আর আমার ভালো লাগার বিষয়টি হলো তার হাতের জাদু আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এখানে এলে নিজেকে নবাব নবাব লাগে। ব্যাপারটা মজার। আর যিনি কারিগর তার আরেকটা পরিচয় আছে সে হলো নবাবের বংশধর। তার সাথে আড্ডা দিলে নবাব নবাব লাগবেনা বলুন?

যাক আসুন চা খাওয়া যাক। আমারতো খারাপ লাগছে ইস সবাইকে নিয়ে যদি খেতে পারতাম।
যাক হবে একদিন দাওয়াত রইল।

IMG_20210814_204901.jpg

IMG_20210814_204848.jpg

IMG_20210814_204940_HDR.jpg

"পরিশেষে নবাবের নবাবী তাজ"
👑

আমি চিন্তা করলাম যে নবাবের বংশধরকে নিয়ে এতো কিছু তাকে একটু সম্মান না দিলে হয় বলুন। তাই তার জন্য মুকুটের ব্যাবস্থা করে দিলাম। ব্যাপারটা কেমন হলো আশাকরি জানাবেন।

Polish_20210820_161500423.jpg

দোকানের অবস্থানলিংক
ছবি তোলার সরঞ্জামসিম্ফোনি আই-৯৫ (মোবাইল)
ছবির কারিগর@emranhasan

watercolor-flowers-5250443_640.png

সংগ্রহশালা

"সকলের চায়ের দাওয়াত রইল"

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার। আমি মানুষকে ভালোবাসা দিতে জানি এবং পেতেও জানি।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

Sort:  
 3 years ago 

এখানে দেখছি চায়ের সমাহার।এত প্রকার চায়ের গল্প ও নাম শুনে চা খেতে মন চাইছে।অনেক সুন্দর বর্ননা করেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

"প্রিয় দিদি"💚

সত্যি বলতে আপনার মন্তব্য আশা করছিলাম
ঠিক সেই মুহূর্তে আপনার সুন্দর মন্তব্য।
দিদি চায়ের দাওয়াত রইল 💚

coffee-2024221_640.png

"চা কেমন খেলেন জানাবেন 😍"

 3 years ago 

চা বেশ দারুণ ছিল।ধন্যবাদ ভাইয়া।

নবাবী চা - নামটি শুনেছি শুনেছি মনে হচ্ছে। আপনার রিভিউটি দেখে এখানকার চা খেতে খুব মন চাচ্ছে।

বেশ সুন্দর এবং বিস্তারিতভাবে স্ট্রিটফুড রিভিউটি করেছেন। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

"ধন্যবাদ প্রিয় ভাই"

চা খাওয়ার দাওয়াত রইল। উত্তরা এলে জানাবেন। একসাথে চা খাবো ইনশাআল্লাহ। আপনার জন্য আমার দোয়া সবসময়ই থাকবে। ভালো থাকবেন 🥀

watercolor-flowers-5250443_640.png

আপনার জন্য @mahirabdullah ভাই 💗

 3 years ago 

স্ট্রিট ফুড সম্পর্কে ভালো উপস্থাপনা করেছেন। আসলে দেখে বোঝা যাচ্ছে এই দোকানের সবকিছুতেই নবাবী স্বাদ। চায়ের দামগুলোও নবাবের মতো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

"ধন্যবাদ দাদা"

আপনার মতামত আপনাকে সবসময়ই উৎসাহ দেয়। অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ

tea-set-5198262_640.png

"এই চা শুধুমাত্র আপনার জন্য"

 3 years ago 

আপনার চায়ের রিভিউ দেখে তো এখন এইখানে যেতে ইচ্ছে করছে।দেখছি অনেক ধরনের চা পাওয়া যায়। কিছু কিছু চায়ের নাম আমি প্রথম শুনলাম।শুভকামনা

 3 years ago 

ধন্যবাদ ভাই

coffee-4757026_640.png

দাওয়াত রইল 💗

 3 years ago 

আপনার পোস্টটি দেখে নববীর চা পান করারপ্রবল ইচ্ছা জাগছে মনে।

এছাড়া আপনার উপস্থাপনা টাও ছিল চমৎকার ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা ও অফুরন্ত♥

 3 years ago 

"ধন্যবাদ আপু 🥀"

নীলফামারী থেকে ঢাকা বেশি দূর নয় ঢাকায় এলে জানাবেন। দাওয়াত রইল 💗।

coffee-2024221_640.png

চা টা কিন্তু সত্যিই দারুন ☕

 3 years ago 

ধন্যবাদ

Hi, @emranhasan,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 3 years ago 

জি @ecosynthesizer ধন্যবাদ 💗।
আপনিও এককাপ চায়ের দাবিদার ☕
আপনার আপভোটগুলো খুব মিষ্টি ঠিক চায়ের মতো 💗

greeting-1291329_640.webp

"চা কেমন খেলেন জানাবেন 💗"

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

ধন্যবাদ @sm-shagor 💗 আপনাদের ভোটগুলো সত্যিই অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। শুভ কামনা অবিরাম 💚
এককাপ চা আপনার জন্য ☕


tea-153336_640.png

 3 years ago (edited)

স্যার আপনার নবাবী চায়ের দাওয়াত নিলাম। আপনার নবাবী চায়ের রিভিউ দেখেই বুঝা যাচ্ছে চা অনেক ভালো হবে ।‌‌‌‌‌‌‌ মুকুট দেওয়ার কারনে ভালোই লাগছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

ধন্যবাদ @limon88 । চা তো আপনি আমি মাঝে মাঝেই খাই, তবে আপনাকে নিয়ে ওখানে খাওয়া হয়নি। ইনশাআল্লাহ পরবর্তী আমাদের স্টীমিট চায়ের আড্ডা ওখানে হবে।

coffee-148547_640.png

 3 years ago 

ওকে স্যার একদিন ঘুরতে যাবো ইনশাল্লাহ

 3 years ago 

অবশ্যই কেন নয়। আমি তো এক পায়ে খাড়া 😁

 3 years ago 

সত্যিই দুর্দান্ত অনুভূতির সাথে পোস্ট তাও চমৎকার হয়েছে। বাংলাদেশ গেলে অবশ্যই নবাবী চা একবার টেস্ট করে দেখবো। অনেক ভালো লাগলো। চা দেখেই পান করতে ইচ্ছা করছে। অনেক অনেক শুভেচ্ছা ভাই।

 3 years ago 

"ধন্যবাদ প্রিয় দাদা"


আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। ব্লগিং আমি নেশা হিসেবে বেছে নিয়েছি। ঢাকা আসলে চা ১০০% খাওয়াবো, দাওয়াত রইল। আপতাতত এই চা আপনার জন্য 💗

watercolor-flowers-5250443_640.png

জানি মন ভরলো না 🙂

 3 years ago 

ব্যাপক অনুভূতি নিয়ে পোস্টটি লিখেছেন।শুভ কামনা রইলো আপিনার জন্য🥰

 3 years ago 

আপনার জন্য এক কাপ চা ভাই 💗
ধন্যবাদ।

coffee-148547_640.png

 3 years ago 

ধন্যবাদ🥰

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60814.66
ETH 2400.80
USDT 1.00
SBD 2.60