Micro DIY PROJECT :) পুতুলের স্কুল ব্যাগ তৈরি 🎒 || কি দিয়ে বানালাম ☺️

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
"সৃজনশীলতাই শক্তি"
Polish_20211107_235230657.jpg

আমার বাংলা ব্লগ পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে শুরু করছি 💗। আসলে মানুষ সৃজনশীল প্রানী এবং প্রতিনিয়ত তার ভেতরের সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করে চলেছে। আমিও প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন কিছু করার যা আপনাদের কিছুটা আনন্দ দেবে। তারই ধারাবাহিকতায় আজ আমি দিয়াশলাইয়ের বক্স দিয়ে পুতুলের ব্যাগ 🎒 বানাবো।
সময় হবে তো আমার পোস্টটি পড়ার ❓

divider-5438009_640.png

"🎒 পুতুলের স্কুল ব্যাগ 🎒
IMG_20211107_231027.jpg

আসলে অফিসে খুব ব্যাস্ততার মধ্যে দিন যাচ্ছে, আর ফিরছি অনেক রাতে। পরিবারকে দেয়ার মতো কোন সময় নেই। তার পর আবার রয়েছে আমার বাংলা ব্লগ পরিবার এর জন্যও তো কিছু করতে হয়। দুপুরে অফিসে বসেই চিন্তা করলাম কি করা যায় , তখনই মাথায় এলো ঈলমার খুব প্রিয় একটি পুতুল রয়েছে , কেন এটির জন্য কিছু বানাই না। তাই কাজের ফাঁকে ফাঁকে এবং বাসায় এসে শেষ হলো আমাদের স্কুল ব্যাগ 🎒 চলুন দেখি কিভাবে বানালাম।

👇 প্রয়োজনীয় উপকরণ 👇
IMG_20211107_160930~2.jpg

IMG_20211107_160930~3.jpg

IMG_20211107_161302.jpg


  • দিয়াশলাই বক্স
  • সুতার কোর
  • কাঁচি
  • আঠা
  • গ্লু গান
  • এন্ট্রি কাঁটার

divider-5438009_640.png

🎒 তৈরি প্রক্রিয়া 🎒
IMG_20211107_161712.jpgIMG_20211107_162048~2.jpg

আসলে সুতার এই রঙের কোরটি আমার খুব পছন্দের। তাই চিন্তা করলাম এটি দিয়ে তৈরি করবো পুতুলের স্কুল ব্যাগ 🎒। প্রথম কোরটি নিয়ে এন্ট্রি কাঁটার দিয়ে কোরের উপরের যে কাগজটি দরকার সেটাই সংগ্রহ করলাম।

🎒 তৈরি প্রক্রিয়া চলছে 🎒
IMG_20211107_160930~3.jpgIMG_20211107_162141.jpgIMG_20211107_173948.jpg
IMG_20211107_175923.jpgIMG_20211107_180433.jpg

এবার দুটি দিয়াশলাই বক্স নিলাম, এর একটির উপরের দিকে চাপ দিয়ে মাঝ বরাবর কিছু অংশ ভাঁজ করে নিলাম। এরপর এই বক্সের উপরে কোরের কাগজটি লাগিয়ে দিলাম। এরপর বক্সের নিচের অংশে আর একটি কোরের কাগজ লাগিয়ে তলানিটা বন্ধ করে দিলাম।

🎒 তৈরি প্রক্রিয়া চলছে 🎒
IMG_20211107_213712.jpgIMG_20211107_214613.jpgIMG_20211107_215605.jpg
IMG_20211107_215729.jpgIMG_20211107_215745.jpg

আরও একটি দিয়াশলাই বক্স নিয়ে মাঝ বরাবর কেটে নিলাম এরপর কোরের কিছু কাগজ এটির উফর লাগিয়ে দিলাম আঠা দিয়ে অবশেষে মূল বক্সের সাথে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

🎒 তৈরি প্রক্রিয়া চলছে 🎒
IMG_20211107_220813.jpgIMG_20211107_221236.jpgIMG_20211107_221406.jpg
IMG_20211107_222152.jpgIMG_20211107_221854.jpg
IMG_20211107_222456.jpg

এবার আমরা ব্যাগের উপরের ঢাকনাটা তৈরি করবো। এরজন্য কোরের উপরের কাগজ মাপমতো কেটে নিলাম এবং আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবার আমরা একটি লাল কাগজ নিয়ে লকের মতো একছ কেটে নিলাম। এরপর এটি সামনের অংশে লাগিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল লক আর ঢাকনা।

🎒 তৈরি প্রক্রিয়া চলছে 🎒
IMG_20211107_225648.jpgIMG_20211107_225931.jpg
IMG_20211107_230140.jpgIMG_20211107_230421.jpg

IMG_20211107_231109.jpg

এইবার হাতল তৈরির পালা। চিকন করে সুতার কোরের কিছু অংশ কাটলাম হাতল তৈরির জন্য আর লম্বা করে কেটে নিলাম পিঠে ঝোলানোর বেল্ট তৈরির জন্য। এবার গ্লু গান দিয়ে হাতল এবং বেল্ট লাগিয়ে দিলাম।

🎒 তৈরি প্রক্রিয়া চলছে 🎒
IMG_20211107_224433.jpgIMG_20211107_224550.jpg

এবার সৌন্দর্য বর্ধনের জন্য একটি লাল ফিতার
ছোট্ট গোলাপফুল লাগিয়ে দিলাম গ্লু গান দিয়ে। ব্যাস আমাদের পুতুলের স্কুল ব্যাগ তৈরি 🎒

🎒 আমার তৈরিকৃত ব্যাগ 🎒

IMG_20211107_231027.jpg

IMG_20211107_231109.jpgIMG_20211107_231131.jpg

🎒 পুতুল এবং ব্যাগ🎒
IMG_20211107_231628.jpg

যার জন্য ব্যাগটি তৈরি তার সাথে ছবি হবেনা তা কি হয়? তাই ছবিটি তোলা মনে হয় তার পছন্দ হয়েছে। কি বলেন আপনারা ?

ছবির বিবরণ
বিষয়বস্তুপুতুলের স্কুল ব্যাগ
ছবি তোলার যন্ত্রসিম্ফনী আই-৯৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

আমি কে ?

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

" বিদায় নিলাম "

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

আমাদের সাথে যুক্ত হোন

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার সৃজনশীল শক্তি দেখে আসলে আমি মুগ্ধ হয়ে যাই। আপনার প্রতিটি কাজ অনেক ব্যতিক্রমধর্মী হয় ।আমার খুব ভালো লাগে আপনার এই ধরণের কাজ গুলো ।পুতুলের জন্য আপনি যে স্কুল ব্যক্তি তৈরি করেছেন আসলে এটি অনেক চমকপ্রদ হয়েছে ।কত সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে স্কুল ব্যাগ তৈরি তৈরি করেছেন ম্যাচের বক্স দিয়ে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু 💌
আপনি আমার পোস্টে প্রথম মন্তব্য করলেন, আর এত্তো সুন্দর একটি মন্তব্য। সত্যিই খুব ভালো লাগছে। আমি আসলে খুব চেষ্টা করছি ভালো কিছু করার, আশাকরি পাশে পাবো আপনাকে। আর আপনার জন্য আমার দোয়া এবং শুভ কামনা সবসময়ই রয়েছে।
অনেক ভালো থাকুন আর সুন্দরভাবে লিখাপড়া করুন 💗

join #club5050 tag and receive extra vote from steemcurator01, steemcurator02 ' @steemcurator07.

Your post up-vote from country representatives Bangladesh @sm-shagor..

Always follow @steemitblog.

 3 years ago 

অনেক ধন্যবাদ @sm-shagor ভাই ♥️

 3 years ago 

যার জন্য আপনি আজকে এই ছোট্ট কিউট ব্যাগটি তৈরি করেছেন। তার সাথে ব্যাগটি কিন্তু খুব সুন্দর লাগছে। কারন পুতুলটি দেখতেই অনেক বেশি কিউট আর পুতুলের ব্যাগটিও কিউট। অবশ্য দেখতে হবে কিউট হওয়ার পিছনে কার হাত আছে। যেহেতু আপনি ডাই করেছেন সেহেতু অবশ্যই সুন্দর হতে বাধ্য। আজকের তৈরি করা ডাইটি অনেক বেশি সুন্দর ছিল ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু 💌
আশাকরি সবসময়ই পাশে থাকবেন 💚

 3 years ago 

দিয়াশলাই বক্স দিয়ে খুব সুন্দর করে পুতুলের ব্যাগ তৈরি করেছেন সত্যি অসাধারণ। দিয়াশলাই বক্স দিয়ে এতো সুন্দর ব্যাগ তৈরি করা যায় আমি আগে জানতাম না। সব মিলিয়ে অসাধারণ ছিলো। আপনি উপস্থাপন করছেন অনেক সুন্দর। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

খুব চমৎকার একটি মন্তব্য করেছেন ♥️
অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার স্কুল ব্যাগ।এত সুন্দরী স্কুল ব্যাগ তৈরি করা দক্ষ ব্যক্তি ছাড়া সম্ভব না। আপনার প্রতিটি ডাই অসাধারণ হয় ধন্যবাদ ভাই।

 3 years ago 

এই কমিউনিটিতে কাজ করতে এসে প্রতি সময়ে নিত্য নতুন জিনিস সম্পর্কে জানতে পারতেছি। আসলেই ম্যাচের বক্স দিয়ে এত সুন্দর ব্যাগ বানানো যায় সেটা আগে জানতাম না। আমার কাছে ব্যাগটি অনেক অনেক অনেক সুন্দর লেগেছে। শুভকামনা ভাইজান।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইজান পাশেই থাকুন।
আমার বাংলা ব্লগ এমন একটি সম্প্রদায় যেখানে সবাই সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে চলেছে। আপনিও ভালো কাজ করুন অনেক দোয়া রইল ভাই ♥️

 3 years ago 

ভাইজান আপনি এতো সুন্দর একটী ডাই বানিয়েছেন দেখে খুবই ভালো লাগলো।মানুষ এর সৃজনশিলতা যে কতো প্রকার হতে পারে জানা নেয়।অসম্ভব সুন্দর ছিলো।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার ♥️
খুব চেষ্টা করছি ভালো কিছু করার।
আশাকরি পাশেই থাকবেন 💚

 3 years ago 

ওয়াও ভাই সত্যিই অসাধারণ ম্যাচ বক্স দিয়ে যে এত সুন্দর স্কুল ব্যাগ তৈরি করা যায় আপনার পোস্টটি না দেখলে তা আমি বুঝতে পারতাম না খুবই সুন্দর হয়েছে আপনার পুতুলের স্কুল ব্যাগ টি দেখতে অসাধারণ লাগছে সেই সাথে ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই ♥️
অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল 🥀

 3 years ago 

স্যার আপনি পুতুলের স্কুল ব্যাগ তৈরি করেছেন অনেক সুন্দর দেখাচ্ছে আর পুতুলটা অনেক সুন্দর। আমার তো ভিশন পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন এভাবেই আমিও পুতুলের স্কুল ব্যাগ তৈরি করতে পারবো। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো
@emranhasan স্যার ❤️

 3 years ago 

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য 🥀
লিমন ভালো কাজ চাই 🥀

 3 years ago 

ওয়াও!!! এক কথায় অনবদ্য। দিয়াশলাই বক্স দিয়ে খুব সুন্দর করে পুতুলের ব্যাগ তৈরি করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাজ বরাবরই আমার কাছে ভালো লাগে। সবসময় আমাদের সাথে ইউনিক কিছু শেয়ার করার চেষ্টা করেন। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই ♥️
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য 💌

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37