জামাই আপ্যায়ন নাটক রিভিউ || শুধুমাত্র আপ্যায়ন বড় ব্যাপার নয়।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নাটক রিভিউ:- জামাই আপ্যায়ন
শুধুমাত্র আপ্যায়ন বড় ব্যাপার নয়।


Screenshot_2022-05-05-14-04-44-23_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

"হ্যালো নাটক প্রেমিরা"

কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আর ভালো তো থাকতেই হবে সবেমাত্র ঈদ উদযাপন করলাম আমরা সবাই। এবার ঈদে খুব বেশি ঘোরাঘুরি আসলে করতে পারেনি এর কারণ হচ্ছে বৃষ্টি। গতকাল হঠাৎ করে এই আমাদের স্মার্ট টিভিতে ইউটিউবে একটি নাটক দেখলাম। নাটকটির নাম হচ্ছে জামাই আপ্যায়ন। নাটকটি ঈদের দিন মুক্তি পেয়েছিল এবং এক দিনে প্রায় ১০ লক্ষ ভিউ হয়েছে। আর আমি নাটকটি এত চমৎকার উপভোগ করেছি কি বলবো। তাই চিন্তা করলাম আপনাদের মাঝে নাটকটি রিভিউ করি হয়তো আপনাদের ভাল লাগতে পারে। তো চলুন নাটকের রিভিউটি দেখে আসি।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

"নাটকের তথ্যাবলী"

নাটকের নামজামাই আপ্যায়ন
পরিচালককচি ভাই
সহকারী পরিচালকআবদুল্লাহ আল ফাহাদ
গল্পসুলাইমান
কাহিনীচিত্রআহসান হাবীব ছবি
গ্রাফিক্স ডিজাইনঅন্জন মজুমদার
অভিনয় করেছেনআফজাল সুজন, আনোয়ার আলম, সুজন মজুমদার,নুসরাত জাহান, ফারিয়া ওয়াদুদ, রুবিনা সহ অনেকে
নাটকের ধরনসামাজিক,পারিবারিক, বিনোদন এবং শিক্ষামূলক
নাটকের মুক্তিকালঈদ ২০২২

"জামাই আপ্যায়ন নাটকের কাহিনী"

Screenshot_2022-05-05-12-34-27-52_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

নাটকটির শুরুতে দেখা যায় যে সবথেকে ছোট জামাই বেশ টুপি-পাগড়ি পড়ে তার নানা শশুড়ের বাড়ির উদ্দেশ্যে আসছে। মূলত নানা শশুড়ের বাড়ির আপ্যায়ন নিয়েই নাটকের মূল কাহিনী।

Screenshot_2022-05-05-12-34-43-13_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpgScreenshot_2022-05-05-12-34-59-19_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মূলত ছোট জামাই হচ্ছে বেশ কৃপণ প্রকৃতির মানুষ সে তার স্ত্রী ময়নাকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তাদের নানা বাড়ির উদ্দেশ্যে আসে। মূলত এখানে ছোটজামাই তার কৃপণতা প্রকাশ করে। তার স্ত্রী ময়নার বেশ কষ্ট হতে থাকে এবং বলে সে আর হাঁটতে পারবে না।

Screenshot_2022-05-05-12-41-51-05_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এর পরের দৃশ্যে দেখা যায় মেজ জামাই নানা শ্বশুর এর বাড়ির উদ্দেশ্যে আসছে। সে ছিল ভীষণ চাপাবাজ কোয়ালিটির লোক। সে যদি চাপাবাজি না করলে তার দম নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। এই দৃশ্যে তারা একজন লোক খুঁজছিল যাতে করে সে লোকটির সাথে চাপাবাজি করতে পারে।

Screenshot_2022-05-05-12-44-04-09_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpgScreenshot_2022-05-05-12-44-40-34_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

অবশেষে একটি লোক পেয়ে মেজ জামাই তার সাথে চাপাবাজি শুরু করে দিল। সে বলল ১০০ কোটি টাকা দিয়ে সে একটি মিল ফ্যাক্টরি এখানে চালু করতে চায়। সে আরো বলে এক কোটি টাকা দিয়ে সে একটি বিছানার তোষক তৈরি করেছে এবং ৫০ লক্ষ টাকা দিয়ে দুটি বালিশের কভার তৈরি করেছে। আসলে সে যে লোকটির সাথে চাপাবাজি করছিল সেই লোকটি ও ছিল বিশেষ চাপাবাজ। সে বলল আরে ভাই আপনারা তো এত বিশাল বড়লোক তো চলেন আমি আপনাদের বাড়িতে যাব। এখন মেজো জামাই ভয় পেয়ে বলতে লাগলো আপনি কেন আমাদের বাড়িতে যাবেন? সে লোকটি বলে আমি ইনকাম ট্যাক্স এর লোক বাড়িতে সার্চ করবো। এতে মেজো জামাই বেশ ঘাবড়ে যায় এবং লোকটির কাছে ক্ষমা চাইতে থাকে। অবশেষে সেই লোকটি হাসতে হাসতে বলে সেও একজন চাপাবাজ, সেও তাদের সাথে চাপাবাজি করেছে অবশেষে তাদের মধ্যে কোলাকুলি হয়।

Screenshot_2022-05-05-12-52-44-66_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এই দৃশ্যে দেখা যায় বড় জামাই তার স্ত্রীকে নিয়ে নানা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আসছে।

Screenshot_2022-05-05-12-54-22-82_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpgScreenshot_2022-05-05-12-55-17-77_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

বড় জামাই ভীষণ খাদক টাইপের মানুষ। সে একটি ছোট বাচ্চার খাবার দেখে লোভ সামলাতে পারেনা। সে বাচ্চাটিকে কোনরকমে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়ে খাবারটি খেতে থাকে।

Screenshot_2022-05-05-12-56-52-83_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

যখন বাচ্চাটির বাবা ঘরের বাইরে এসে দেখে বড় জামাই পুরো খাবারটি খেয়ে ফেলেছে তখন সে লোকটি বড় জামাইকে ধাওয়া দেয়।

Screenshot_2022-05-05-13-06-03-48_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এরপর মেজ জামাই আবার রাস্তায় আরেকজনকে দেখে চাপাবাজি করতে তার খুব ইচ্ছে করে। মেজো জামাই যখন ঐ লোকটির সাথে চাপাবাজি শুরু করলো তখন তারা বুঝতে পারেনি যে লোকটি পাগল ছিল। এরপর সেই পাগল লোকটি মেজো জামাইয়ের হাতে কামড় বসিয়ে দেয় এবং ওদেরকে দৌড়ানি দেয়।

Screenshot_2022-05-05-13-07-43-39_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpgScreenshot_2022-05-05-13-14-13-78_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

অবশেষে ছোটজামাই মেজো জামাই এবং বড় জামাই সবাই নানা শ্বশুরের বাড়িতে এসে উপস্থিত হয়।

Screenshot_2022-05-05-13-15-18-10_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpgScreenshot_2022-05-05-13-16-23-66_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এই দৃশ্যে দেখা যায় মেজো জামাই মিষ্টি খাওয়াতে যায় নানাকে কিন্তু দেখা যায় নানার মুখে একটি টমেটো ঢুকে গেছে। এর কারনটা হল বড় জামাই রাস্তায় আসতে আসতেই মিষ্টির প্যাকেট পরিবর্তন করে ফেলে। এরপরে বড় জামাই নানাকে মিষ্টি খাইয়ে সবাই ঘরে প্রবেশ করে।

Screenshot_2022-05-05-13-26-25-05_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এটি মূলত ওদের খাওরার দৃশ্য। তোদের খাওয়ার মধ্যে মাংস না না থাকায় ওরা খুব ক্ষুব্ধ হয় কারণ তাদের জন্য বিশেষ কোন খাওয়ার আয়োজন ছিল না।

Screenshot_2022-05-05-13-27-46-57_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

সবাই ওখান থেকে রাগ করে উঠে গেলে এই সুযোগে বড় জামাই সব খাবার খেয়ে ফেলে।

Screenshot_2022-05-05-13-28-16-89_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

জায়গা স্বল্পতার জন্য তিন জামাইকে এক খাটে একসঙ্গে শোয়ার ব্যবস্থা করা হয়।

Screenshot_2022-05-05-13-33-11-82_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

গতকাল রাতে কেউ খাবার না খেতে পেয়ে রাগ করে সকালবেলা উঠেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু নানা ওদের অনেক বুঝিয়ে কিছুটা মন ভালো করার চেষ্টা করে। অবশেষে তারা নিজেরাই আজকে হাট-বাজার করার সিদ্ধান্ত নেয় এবং বাজারে চলে যায়।

Screenshot_2022-05-05-13-33-56-26_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpgScreenshot_2022-05-05-13-34-41-68_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2022-05-05-13-35-24-26_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

অবশেষে তিন জামাই হাট বাজারে নিয়ে আসে।

Screenshot_2022-05-05-13-37-31-36_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

তিন বোন একসাথে মিলে রান্না করে এবং জামাইদের নিয়ে বিভিন্ন রকম আলোচনা করতে থাকে।

Screenshot_2022-05-05-13-38-58-17_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

অবশেষে রাতে ভরপেট খাওয়া দাওয়ার পরদিনই আবার ওরা সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়।

Screenshot_2022-05-05-13-39-22-46_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpgScreenshot_2022-05-05-13-39-41-47_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpgScreenshot_2022-05-05-13-40-01-81_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

তিন জামাই তিন জনের মতো করে বিদায় নেয়।

Screenshot_2022-05-05-13-39-32-77_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এই দৃশ্যে নানা বলে এই কয়েকদিন তোমরা খাওয়া-দাওয়া নিয়ে অনেক কষ্ট করছো । আমার শরীরে এখনো শক্তি আছে আমি তোমাদের জন্য আজকে হাট বাজার করব । জামাই আদর কি জিনিস আমি তোমাদেরকে আজকের দেখিয়ে দেবো। তোমরা কেউ যাবে না তোমরা আমার বাসায় আরো কিছুদিন থেকে খেয়ে দেয়ে তারপর এখান থেকে যাবে।

Screenshot_2022-05-05-13-41-52-65_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpgScreenshot_2022-05-05-13-42-16-55_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2022-05-05-13-42-26-96_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

এটাই মূলত চমৎকার নাটকটি শেষ দৃশ্য এখানে দেখা যায় তিন জামাই মিলে নানাকে জরিয়ে ধরছে। শেষে বড় জামাই বলে যে আসলে জামাই আপ্যায়নটাই বড় জিনিস নয়। আমাদের মুরুব্বিরা আমাদেরকে একটু দেখার জন্য আশা করে এবং ওদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমরা যাতে একটু আনন্দে থাকতে পারি। তাই মাঝে মাঝে তাদেরকে দেখতে যাওয়া আমাদের সবার উচিত। এটা বলার মাধ্যমে নাটকটি শেষ হয়।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

নাটকটির মাধ্যমে আমাদের শিক্ষা

দেখুন এই দুনিয়াতে খাওয়া কিংবা আপ্যায়নটাই সবকিছু নয়। আমাদের অনেক মুরুব্বি মানুষ রয়েছেন উনারা আমাদেরকে মাঝে মাঝেই দেখতে চান। এতে করে তারা একটু শান্তি এবং আনন্দ পান। তাই আমাদের সবার উচিত শুধুমাত্র জামাই আপ্যায়নকে প্রাধান্য না দিয়ে এই সমস্ত মানুষকে মাঝে মাঝে সময়-সুযোগ করে দেখতে যাওয়া। এতে করে উনারা আমাদের জন্য মন থেকে দোয়া করবেন এবং সত্যিকারের একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি হবে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

ব্যক্তিগত অভিমত এবং রেটিং

সত্যি সত্যি বলতে এই চমৎকার নাটকটি দেখে আমরা ভীষণ আনন্দ পেয়েছি সবাই মিলে। সবাইকে বলবো অন্তত একবার হলেও এই চমৎকার নাটকটি দেখবেন । এতে করে একটা অন্যরকম অনুভূতি হবে এবং বেশ আনন্দ পাবেন।

আমার রেটিং ১০ এ ১০ 👌

(বিঃদ্রঃ:- সকল স্ক্রিনশট ইউটিউব থেকে সংগৃহীত)

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

নাটকটির ভিডিও লিংক

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন। নাটকটি আমি দেখেছি নাটকের চরিত্র সংলাপ এবং দৃশ্যপট আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর নাটকের রিভিউ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
নাটকটি আপনি দেখেছেন শুনে খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

ভাইয়া,আপনি কি এমন জামাই হতে চান,বদনা নিয়ে শশুর বাড়ি রওনা দিবেন,😉😉।মজা করলাম।নাটকটা আমি দেখেছি।বেশ মজার নাটক।ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপু 💌
মন্তব্যটা বেশ মজার ছিল 😅
না না এর সবাই আমাকে ভীষণ সম্মান এবং আদর আপ্যায়ন করে 🤗

 2 years ago 

আসলে এটাই বাস্তব যে খাওয়া দাওয়া সব কিছু না, আমার নানা নানি বুড়ো হয়ে গেছে অনেকদিন পর তাদের বাড়িতে গেলাম তাদের এতো আনন্দ দেখে আমার খুবই ভালো লাগল।একদম মনে অনেক শান্তি পেলাম।ধন্যবাদ ভাই সুন্দর রিভিউ নিয়ে হাজির হয়েছেন।ভালোবাসা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
সত্যিই নানুর বাড়ি গেলে ভীষণ আনন্দ হয়।

 2 years ago 

আপনি নাটকের ভিডিও লিংক দিয়ে দিয়েছেন এ দেখে আমার খুবই ভালো লাগলো কারণ আজ পর্যন্ত এই নাটকটি আমি দেখার সময় পাইনাই। তবে আপনার এই দৃশ্যের ফটোগুলো দেখে ভালো লাগলো যে আশা করতে পারি নাটকটির মধ্যে যথেষ্ট আনন্দ রয়েছে।

 2 years ago 

জি ভাই নাটকটির লিংক দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

জামাই আপ্যায়ন নাটক রিভিউ অনেক সুন্দর হয়েছে। আমিও সেদিন টিভিতে দেখলাম মজার একটি নাটক। স্যার আপনি আজকে চমৎকার ভাবে নাটকটি রিভিউ করেছেন।

শুধুমাত্র আপ্যায়ন বড় ব্যাপার নয়।

সত্যিই তাই শুধুমাত্র আপ্যায়ন বড় ব্যাপার নয়। আসলে আপনি ঠিক বলেছেন। আমরা যারা পরিবার ছেড়ে দুরে থাকি। আসলে আমাদের পরিবারের লোকজন কিন্তু আমাদের দেখতে চায়। নাটকটি আমার ভিশন ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি। ঈদের শুভেচ্ছা রইলো ❤️

 2 years ago 

ধন্যবাদ লিমন চমৎকার মন্তব্যের জন্য 🥀
তোমাকেও ঈদের শুভেচ্ছা রইল।
নাটকটি সত্যিই ভীষণ দারুন।

 2 years ago 

নাটকের রিভিউ পড়ে যতটা মজা পেলাম আশা করছি নাটক দেখার পরে এর থেকে বেশী মজা পাবো। আপনি খুব সুন্দর একটি রিভিউ আমাদের মাঝে অবস্থান করেছেন। তাদের চাপাবাজি দেখে আমার খুব হাসি পেয়েছে। যাই হোক আমি নাটকটি অবশ্যই দেখবো। এত সুন্দর করে নাটক উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু 💌
আমি এতটাই মজা পেয়েছি নাটকটি দেখে কি বলবো 😅
হাসতে হাসতে শেষ।
আশাকরি আপনার ভালো লাগবে।
খুব ভালো থাকুন দোয়া সবসময়ই রয়েছে ❣️

 2 years ago 

আপনার দেয়া ভিডিওর লিংক থেকেই। নাটকটি দেখে নিলাম নাটকটি আমার কাছে চমৎকার লাগলো। আসলে আমাদের মুরুব্বিরা আমাদেরকে একটু দেখতে পেলে অনেক খুশি হয়। আমাদের উচিত মাঝে মাঝে তাদের সঙ্গে গিয়ে দেখা করে আসার।
বিনোদন ও শিক্ষণীয় নাটকটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য।
শুনে খুশি হলাম আমার দেয়া লিংক থেকে নাটকটি দেখে নিয়েছেন 🤗 সত্যিই নাকটি দারুন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74