DIY Projects:- নারিকেলের মালা দিয়ে পাখি এবং ওয়ালমেট তৈরি || (১০% লাজুক খ্যাঁকের জন্য 🦊)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

" সৃজনশীলতাই শক্তি "



সবার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক শুরু করছি। আশাকরি সবাই ভালো আছেন।

আবার শুরু হয়ে গেল ডাই ইভেন্ট। একটি অনবদ্য উদ্যোগ হলো ডাই ইভেন্ট। যার মধ্য দিয়ে বিকশিত হবে সৃজনশীল। কৃতজ্ঞতা প্রকাশ করছি @amarbanglabolg এর প্রতি এতো সুন্দর একটি আয়োজনের জন্য।

আজ আমি নারিকেলের মালা দিয়ে পাখি এবং ওয়ালমেট তৈরি করে দেখাবো চলুন দেখে আসি চমৎকার জিনিসটা।



"নারিকেলের মালা দিয়ে পাখি তৈরি"



IMG_20211008_180328~2.jpg

✂️ প্রয়োজনীয় উপকরণ ✂️


IMG_20211008_180612.jpg

IMG_20211008_125501.jpg


যা যা প্রয়োজন ✂️:-

  • নারিকেলের মালা - দুইটি
  • পেন্সিল ✏️
  • পেস্টেল রং ( লাল, গোলাপী, সবুজ, নীলএবং হলুদ)
  • কাঁচি ✂️
  • আঠা
  • কাগজ (সাদা এবং লাল)
  • সিরিস কাগজ

✂️ তৈরি প্রক্রিয়া ✂️


যেহেতু আমি নারিকেলের মালা দিয়ে পাখি তৈরি করবো, তাই প্রথমেই একটি নারিকেল নিয়ে ছিলে নিলাম।

IMG_20211008_121841.jpg

IMG_20211008_121900.jpg

IMG_20211008_122729.jpg

IMG_20211008_123029.jpg

IMG_20211008_125501.jpg



"তৈরি প্রক্রিয়া চলছে ✂️"


প্রথমে নারিকেলের মালা সিরিষ কাগজ দিয়ে ভালো ভাবে ঘষে মসৃণ করে নিলাম।

"তৈরি প্রক্রিয়া চলছে ✂️"

IMG_20211008_134650.jpg

IMG_20211008_135258.jpg

IMG_20211008_135105.jpg

IMG_20211008_135027.jpg


এবার প্রথমে একটি অংশে লাল রং করে নিলাম এবং সামনের একটি অংশে গোলাপী রং করে নিলাম।



"তৈরি প্রক্রিয়া চলছে ✂️"


IMG_20211008_140606.jpg

IMG_20211008_143903~2.jpg

IMG_20211008_143821~2.jpg

IMG_20211008_141724.jpg

IMG_20211008_144447.jpg

এবার চোখ আঁকার পালা। মনে রাখবেন চোখ যত সুন্দর হবে পাখি তত সুন্দর হবে। চোখ সুন্দর করে এঁকে কাঁচি দিয়ে কেটে নিলাম।



"তৈরি প্রক্রিয়া চলছে ✂️"


IMG_20211008_150137~2.jpg

IMG_20211008_150631.jpg

IMG_20211008_155255.jpg

এখন আমরা ডানা তৈরি করবো। প্রথমে লাল রঙের কাগজ নিয়ে ডানা এঁকে নিলাম এবং কাঁচি দিয়ে কেটে নিলাম।



"তৈরি প্রক্রিয়া চলছে ✂️"


IMG_20211008_155948.jpg

IMG_20211008_160608.jpg

IMG_20211008_161930.jpg

ঠোঁট তৈরি করার জন্য ছোট্ট একটি কাগজ নিয়ে ছবির মতো ভাঁজ দিয়ে ঠোঁট তৈরি করে কেটে নিলাম।
এখন আঠা দিয়ে সবগুলো আস্তে আস্তে লাগিয়ে নিলাম।



"তৈরি প্রক্রিয়া চলছে ✂️"


IMG_20211008_165035.jpg

এবার লাল পাখিটির মতো করে সবুজ পাখিটি তৈরি করলাম।



"তৈরি প্রক্রিয়া চলছে ✂️"


IMG_20211008_165556.jpg

IMG_20211008_172741~2.jpg

IMG_20211008_173223~2.jpg

এই ধাপে প্রথমে একটি লাভ অংকন করে কেটে নিলাম। এরপর লাভটি আঠা দিয়ে লাগিয়ে দিলাম এবং কিছুটা প্রাকৃতিক পরিবেশ অংকন করলাম। এইবার পাখি দুটি আঠা দিয়ে লাগিয়ে নিলাম।



"তৈরি প্রক্রিয়া চলছে ✂️"


IMG_20211008_175047.jpg

IMG_20211008_174714.jpg

IMG_20211008_183843.jpg

এবার ওয়ালমেট তৈরি করার জন্য একটি কার্ড বোর্ড নিয়ে মাপমতো কেটে নিলাম এবং আঠা দিয়ে লাগিয়ে নিলাম। ব্যস তৈরি হয়ে গেল আমাদের কাংখিত পাখির ওয়ালমেট।



"একটু ছবি তোলা বাপ-বেটি"


IMG_20211008_183351~2.jpg



ছবির বিবরণ:-

বিষয়বস্তুপাখির ওয়ালমেট
ছবি তোলার যন্ত্রসিম্ফনী আই-৯৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি


IMG_20210324_171231~2.jpg

আমি কে ?

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

এইডা বেষ্ট আইডিয়া ভাই, অসাধারণ কিছু তৈরী করেছেন আপনি। ছোট বেলায় আমরা নারকেলের মালা দিয়ে অনেক কিছু করার চেষ্টা করতাম, কত স্মৃতি জড়িয়ে আছে এগুলোর সাথে।

আপনি সত্যি চমৎকারভাবে পাখি এবং ওয়ালমেট তৈরী করেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

আন্তরিক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যে আমি সত্যিই খুব আনন্দিত। আপনার মতো মানুষের কাছ থেকে এতো সুন্দর মন্তব্য সত্যিই হাতে চাঁদ পাওয়ার মতো।

এটি সারাদিন ব্যাপী পরিশ্রমের ফল। কাজটি কষ্টসাধ্য ছিল বিশেষ করে নারিকেল ছিলা যা আমি আসলেই পারিনা কিন্তু তাও করেছি। যাক আমার কষ্ট সত্যিই সার্থক হয়েছে।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 3 years ago 

নারিকেলের মালা দিয়ে আপনি অসাধারণ একটি ডাই ইভেন্ট তৈরি করেছেন। আমার মধ্যে অনেক সৃজনশীলতা আছে দেখেই বোঝা যাচ্ছে। কি দারুন ভাবে এটা তৈরি করেছেন,শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এখন যে কেউ ইচ্ছা করলে এটা তৈরি করতে পারবে। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
আশাকরি একটু চেষ্টা করলে আপনিও তৈরি করতে পারবেন। শুভ কামনা রইল 🥀

 3 years ago 

নারিকেলের মালা দিয়ে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আসলে পোস্টি প্রশংসার যোগ্য। কাজটি আসলেই অনেক খাটনির ছিল শুভেচ্ছা রইল অনেক সুন্দর বানিয়েছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই ♥️
আসলে সারাদিন এটার পেছূ চলে গেছে।
যাক তারপরও খুশি আপনাদের সবার ভালো লাগছে আমার পোস্ট।
ধন্যবাদ।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 3 years ago 

নারিকেলের মালা দিয়ে পাখি এবং ওয়ালমেট অনেক সুন্দর করে তৈরি করেছেন স্যার। ডাই প্রজেক্ট এর কারনে আমরা নতুন নতুন ইউনিট পোস্ট দেখতে পারছি। আপনার পোস্টটি একেবারেই ইউনিক একটা পোস্ট। দেখে অনেক ভালো লাগলো। আমি অবশ্যই ইউনিক কিছু তৈরী করবো। আপনার পোস্ট গুলো‌দেখে উৎসাহ পাই। আপনার মেয়ে তো আজকে অনেক খুশি দেখেই বুঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার পুরো পরিবারের জন্য শুভকামনা রইলো স্যার

 3 years ago 

ধন্যবাদ @limon88 💚
আপনি বেশ ভালো কাজ করছেন, দেখে আমার আনন্দ হয়। সামনে আরো ভালো পোস্ট করুন। আমি আপনাকে অনেক কিছু শিখাতে পেরেছি এটাই আমার সার্থকতা। শুভ কামনা রইল আপনার জন্য 💌

 3 years ago 

💓❤️💐

 3 years ago 

সত্যি বলতে আপনি অসাধারণ ক্রিয়েটিভিটির একটি কাজ করেছেন। নারিকেলের মালা দিয়ে এত সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আসলে পোস্টি প্রশংসার যোগ্য। আপনার জন্য শুভ কামনা রইলো ভাই

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আপনি অনেক সুন্দর পোস্ট করেন আপনার কাছে থেকে সুন্দর সুন্দর পোস্ট আশা করছি।

 3 years ago 

নারিকেলের মালা দিয়ে এত সুন্দর পাখি তৈরি করেছেন সত্যি ভাইয়া অসাধারন হয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে আপনার ওয়ালমেট। সত্যি বলতে আপনি অসাধারণ একটি ক্রিয়েটিভিটি দেখিয়ে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago (edited)

আমার কাজটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনিও অনেক সুন্দর পোস্ট করেন, আমি আপনার পোস্ট খেয়াল করি। শুভ কামনা অবিরাম

 3 years ago 

সত্যি অসাধারন ভাই পাকা নারিকেল এর ছুভরা এরিয়ে এতো সুন্দর একটা প্রজেক্ট বানিয়েছেন অনেক সুন্দর হয়েছে।আপনার উপস্থাপনা বেশ দারুন।

 3 years ago (edited)

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য আসলেই যেকোন জিনিস দিয়ে সুন্দর কিছু তৈরি করা যায়। শূধু আমাদের সুন্দর চিন্তা ভাবনা করতে হবে। শুভ কামনা অবিরাম 💌

You have been upvoted by @sm-shagor A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

@sm-shagor আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার সাপোর্ট আমাকে অনুপ্রাণিত করে ❣️
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 3 years ago 

আবার শুরু হয়ে গেল ডাই ইভেন্ট। একটি অনবদ্য উদ্যোগ হলো ডাই ইভেন্ট। যার মধ্য দিয়ে বিকশিত হবে সৃজনশীল। কৃতজ্ঞতা প্রকাশ করছি @amarbanglabolg এর প্রতি এতো সুন্দর একটি আয়োজনের জন্য।

অনেক সুন্দর। আপনি একদম ইউনিক দুর্দান্ত ভাবে নারিকেলের মালা দিয়ে পাখি এবং ওয়ালমেট তৈরি করেছেন। সত্যিই প্রসংসনীয়। অনেক ভালো লাগলো দাদা। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ দাদা। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে। সত্যি বলতে আপনাদের কাছে অনেক কিছু শিখেছি। শুভ কামনা রইল 🥀

 3 years ago 

ভাই সত্যি আপনি খুব ইউনিক কিছু নিয়ে আসার চেস্টা করেন। আর একটা পোস্ট করার জন্য অনেক পরিশ্রম করেন।আপনার পাশে সবসময় আছি ইনশাল্লাহ। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই।
আপনাদের সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে ❣️
আপনার জন্য শুভকামনা রইল 💌
ভালো থাকবেন 💚

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64544.47
ETH 3417.27
USDT 1.00
SBD 2.48