গল্প:- ভেলকি মজিদ (⁠◠⁠‿⁠◕⁠) এক ঠান্ডা মাথার চোর || (পর্ব ০২ - ভেলকি বাজির আত্মপ্রকাশ)

in আমার বাংলা ব্লগ2 years ago
গল্প:- ভেলকি মজিদ (⁠◠⁠‿⁠◕⁠)
এক ঠান্ডা মাথার চোর
(পর্ব ০২ - ভেলকি বাজির আত্মপ্রকাশ)

গল্প- ভেলকি মজিদ (_◠_‿_◕_) এক ঠান্ডা মাথার চোর  (পর্ব ০১ - পরিচয় পর্ব).gif

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

প্রথম পর্ব এখানে


পর্ব ০২ - ভেলকি বাজির আত্মপ্রকাশ

মজিদ খুব কষ্টে নদীর তীব্র স্রোত উপেক্ষা করে কোন মতে তীরে উঠতে সক্ষম হয়েছে। অপরদিকে তার গ্রামের মানুষেরা মনে করেছে সে বাবার মৃত্যুর শোক সামলাতে না পেরে আত্মহত্যা করেছে। মূলত এটা ছিল মজিদের একটি পরিকল্পনা এটা কেউ বুঝতে পারলো না। এদিকে রমিজ ব্যাপারি মজিদের বাড়ি দখলে নিয়ে বেশ সুখ অনুভব করলো। মজিদের চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছে তবে সে ঠান্ডা মাথার খেলোয়াড়। ছোট থেকেই সে ভীষণ মেধাবী, আর সেই মেধা আজ কাজে লাগাবে দুষ্ট লোকের দমনে। সে লুটে নেবে অসৎ লোকদের ধন সম্পদ।

নদীর পাড়ে ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে পরে রইলো অনেক সময়। তার চোখে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে কিন্তু ক্রোধের আগুনের গরম লোনা জল। এক বৃদ্ধ জেলে খেয়াল করলো একটি ছেলে নদীর পাড়ে শুয়ে আছে আর সমস্ত শরীরে কাঁদা জড়ানো। দৌড়ে সে মজিদকে উদ্ধার করে তার বাড়িতে এনে কয়েকদিন রেখে বেশ সুস্থ করে তুললো। বৃদ্ধ জেলেকে মজিদ সব খুলে বললো, বৃদ্ধ তার সব শুনে তাকে বুকে জড়িয়ে নিলেন। বৃদ্ধের কোন সন্তান না থাকায় মজিদকে তার সন্তান হিসেবে স্বীকৃতি দিলেন আর তার কাছে থেকে যেতে বললেন। কিন্তু মজিদ বললেন আমি ঐ দুষ্ট লোকদের শাস্তি দিতে চাই এবং নিজেকে তৈরি করতে চাই। সে কারণে আমি শহরে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। আমি কথা দিচ্ছি কোন একদিন ফিরে আসবো আপনার কাছে। বৃদ্ধ জেলে অনুমতি দিলেন।

শহরের পথে মজিদ, চলে গেলো। এখন প্রথম কাজ তার একটা কাজের ব্যাবস্থা করা। মজিদ হাঁটতে হাঁটতে এক বড় রুটির কারখানার সামনে এসে হাজির হলো। সামনের দোকানে গিয়ে চা খেতে খেতে দোকানদারের কাছে খোঁজখবর নিতে চাইলো। মজিদ বললো ভাই আমি গ্রাম থেকে এসেছি একটা কাজের খোঁজে এই রুটির কারখানায় লোক নেয় কিনা আপনি জানেন ? দোকানদার বললো সেতো দুচারদিন পরপরই লোক নেয়, এর মালিক ভীষণ অত্যাচারি তাই লোক এখানে বেশিদিন টিকতে পারে না। মজিদের আগ্রহ বেড়ে গেলো এটা শুনে, সে বললো মালিক এরকম কেন ? দোকানদার বললো, সে অনেক লম্বা কাহিনী। আজকে যে মালিক সে ছিল এই ফ্যাক্টরির ম্যানেজার আর মালিক ভীষণ বিশ্বাস করতেন তাকে। একটা সময় ম্যানেজার ছলচাতুরি করে মালিকের সব কেড়ে নিয়ে তাকে পথের ফকির করে দেয়। বেচারা মালিক কোন কিছু করতে না পেরে আত্মহত্যা করে। ম্যানেজার টাকা খাইয়ে সবজায়গাতেই নিজের আধিপত্য বিস্তার করে। সব শুনে মজিদের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে মনে মনে বলে ওঠে খাইছি তোরে

দোকানদারকে বলে ভাই যেভাবেই হোক আমাকে একটা চাকরি নিয়ে দেন এখানে। আজ থেকে আপনি আমার ধর্মের ভাই। দোকানদারের কেন জানি তাকে খুব মনে ধরেছে। সে বললো আচ্ছা তুমি দাঁড়াও আমি ম্যানেজারের সাথে কথা বলি। দোকানদার তাকে নিয়ে ভেতরে ঢুকলো। দেখা যাচ্ছে ভেতরে কয়েকশ'মানুষ কাজ করছে, কিন্তু কারো মুখে হাসি নেই। মজিদ পুরোটা বুঝতে পারলো এখানে কি চলছে। ম্যানেজার দোকানদারকে দেখে বললো, কি হে দোকানি কি অবস্থা ? আর সাথে এই লোকটি কে ? দোকানদার বললো আমার দূরসম্পর্কের এক ভাই চাকরির জন্য শহরে এসেছে তাকে একটা চাকরি দেয়া যাবে ? ম্যানেজার হেসে বললো এখানে তো লোক আসে আর যায়, ও কি কাজ করতে পারবে ? এবার মজিদ বললো স্যার আমারে একটা চাকরি দেন তারপর দেখবেন আমি কি কি করতে পারি। ম্যানেজার তার কথায় খুশি হয়ে তাকে চাকরি দিয়ে দিলেন। এদিকে দোকানদার তার থাকা খাওয়ার ব্যাবস্থা করে দিলেন।

মজিদের কাজ দেয়া হলো রুটির ট্রলি ঠেলে এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাওয়া। মজিদ খেয়াল করলো এটা তার একার কাজ না, অন্তত দুজন লোক হলে কাজটা ভালোভাবে করা যায় । তবে এখানে প্রতিটি কর্মচারীর উপর দ্বিগুণ চাপ দেয়া রয়েছে, আর সেই কারণেই কেউ এখানে থাকতে চায়না। একমাত্র যারা চাকরি না করলে না খেয়ে থাকবে সেরকম লোকজন এখানে চাকরি করে।

মজিদ পরিকল্পনা করলো প্রথমে এই ম্যানেজার ব্যাটাকে শায়েস্তা করতে হবে আর এই জায়গাটা খালি করতে হবে। ঐ বাটপার মালিকের ভাইপো হচ্ছে এখানকার ম্যানেজার আর তার কাঁধে সমস্ত দায়িত্ব দিয়ে মালিক নিশ্চিন্তে রয়েছে। আর এদিকে ম্যানেজার তার চাচার সাথে বেইমানি করে মাঝে মাঝেই কিছু রুটি পেছনের রাস্তা দিয়ে পাচার করে দেয়। আর সেগুলো বিক্রি করে নিজে পয়সা কামিয়ে নিচ্ছে। কয়েকদিন ধরে দেখার পর সে দোকানদারের সহযোগিতা নিয়ে পেছনের রাস্তায় মালিককে একদিন হঠাৎ দাড় করিয়ে দিলেন। এবার ভাইপোর কুকির্তি স্বচক্ষে দেখে তাকে ঘাড় ধরে ফেক্টোরি থেকে বের করে দিলেন। এদিকে ম্যানেজার পদের জন্য বিশ্বস্ত লোক না পেয়ে মজিদকে ডেকে বললেন কতদূর পর্যন্ত লেখাপড়া করেছো তুমি। মজিদ ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিল। মনে মনে বলে উঠলো আমার ভেলকি বাজি এবার তুমি দেখবে অত্যাচারি।


" চলবে "

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

ভেলকি মজিদ (⁠◠⁠‿⁠◕⁠) এক ঠান্ডা মাথার চোর এই গল্পটির জন্য আমি অধির আগ্রহে অপেক্ষায় ছিলাম। এবার আশাকরি মজিদ ম্যানেজার পোস্ট পেয়ে অত্যাচারি লোকটিকে সাহেস্তা করবে। এর পরের পর্বে মজিদের ভেলকি দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে গল্পটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ লিমন, সামনের পর্বে আকর্ষণ রয়েছে।
অপেক্ষা করো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62904.22
ETH 2571.38
USDT 1.00
SBD 2.76