ছবি তোলায় মন ভালো করার চেষ্টা || পুরো দিন পরিক্রমার আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"ছবি তোলায়
মন ভালো করার চেষ্টা"

Polish_20220406_235613115.jpg

মনটা ভীষণ খারাপ 😔 সেটা বিভিন্ন কারণে। আসলে এ পৃথিবীর মানুষগুলো আপনি যতটা স্বার্থপর মনে করেন আসলে তার থেকে তারা অনেক বেশি স্বার্থপর। একটি চিরন্তন সত্য কথা রয়েছে তা হলো -
"তেলা মাথায় তেল সবাই দেয়।" আর যার আপনার কিছুটা সহযোগিতা দরকার তাকে কেউ পাত্তাই দেয় না। এটাই হলো বাস্তবতা। যাক আমার মনে হয় এমন বাস্তবতা অনেকেই লক্ষ্য করে থাকবেন। যাক এগুলো অন্য বিষয়। চলুন কিছু ছবি তোলার মাধ্যমে মন ভালো করার চেষ্টা করি। যেখানে পুরো দিনের একটি পরিক্রমা তুলে ধরেছি। তো চলুন একটু সময় নিয়ে দেখে আসি ছবিগুলো আর কিছুটা গল্প করবো বটে কারণ মনতো ভালো করতে হবে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

" সকালের শুভ্রতা "

IMG20220327174726_01~2.jpg

অবস্থান সংযুক্তি
উত্তরখান, ঢাকা, বাংলাদেশ

বলুন তো আপনার মন কখন বেশ শান্ত থাকে? হয়ত অনেকেই উত্তরটা জানেন, তা হলো সকাল বেলা আপনার মন শান্ত আর শুভ্রতায় ভরে থাকে। আজ সেই সকালেই মন খারাপ ছিল। কি করবো বলুন? যাক বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু প্রিয় মানুষের সাথে নিজের আবেগ অনুভূতি ভাগ করে নেয়ার পর কিছুটা ভালো লাগছিলো।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

"দুপুরের তপ্ত রোদে ক্লান্তির পরশ"

IMG20220320133045_01~2.jpg

অবস্থান সংযুক্তি
উত্তরখান, ঢাকা, বাংলাদেশ

সূর্য যখন ঠিক মাথার উপর তখন তাকে ভর দুপুর বলে। রমজান মাস আর গরমের এই সময়টিতে বেশ ক্লান্ত অনুভব হয়। তাই আমিও কিছুটা ক্লান্তি অনুভব করি।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

IMG20220327174016_01~2.jpg

অবস্থান সংযুক্তি
উত্তরখান, ঢাকা, বাংলাদেশ

গরমের এই সময়টিতে তপ্ত রোদে মাঠ ঘাট কেমন ফেটে চৌচির হতে থাকে। দেখে মনে হয় বলেছে, দে আমায় একফোঁটা পানি দে। আর প্রবল আকুতি জানায়, "হে বৃষ্টি তুমি কান্না হয়ে ঝড়ে পরো আমার গাঁয়ে।"

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

IMG20220214173321_01~2.jpg

IMG20220214173329_01~2.jpg

অবস্থান সংযুক্তি
উত্তরখান, ঢাকা, বাংলাদেশ

তপ্ত রোদে কি করবে এই বেচারা বেড়াল। ছাদের এক পাশে আম গাছের নিচে কিছু শরীর জুড়ানোর চেষ্টা। বিড়ালটা দেখে মনে হয় বলছে, "দাঁড়া বাছাধন চোখটা কিছুক্ষণ বুঁজি"

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

" বিকেলের খুনসুটি "

IMG20220327173649_01~2.jpg

IMG20220327173632_01~3.jpg

অবস্থান সংযুক্তি
উত্তরখান, ঢাকা, বাংলাদেশ

বিকেলে ঈলমাকে নিয়ে বেড়িয়ে পরলাম কারন ঈলমা বিকেলে কিছুটা খেলাধুলা করতে পছন্দ করে। তাই চিন্তা করলাম ওর আনন্দ দেখে হয়ত আমার কিছুটা ভালো লাগবে। মাঠে খেয়াল করলাম একটি ছেলে সাইকেল নিয়ে বেশ স্টাইল করছে আর তার ছোট ভাই বেশ আনন্দে লাফিয়ে বেড়াচ্ছে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

IMG20220327172922_01~2.jpg

IMG20220327172931_01~3.jpg

অবস্থান সংযুক্তি
উত্তরখান, ঢাকা, বাংলাদেশ

সবুজ ঘাস আর ফসল আমার ভীষণ ভালো লাগে। সবুজ রঙের দিকে তাকিয়ে থাকলে চোখের য্যোতি বাড়ে। সত্যিই বেশ কিছুটা সময় নিয়ে তাকিয়ে রইলাম ঐ সবুজ ফসলের দিকে। "উদ্দেশ্য মনের প্রশান্তি।"

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

IMG20220327172735_01.jpg

অবস্থান সংযুক্তি
উত্তরখান, ঢাকা, বাংলাদেশ

ছবিটি ঠিক সূর্যাস্তের সময় তোলা। ঈলমা হয়ত বুঝে গিয়েছে বাবার মন ভালো নেই। সে আজ একটি বারের জন্য হাসেনি। তাই বেশ মনমরা সন্ধ্যা বলা যায় আমাদের বাপ বেটির।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

"রাতের গহীনে প্রশান্তির খোঁজে"

IMG20220330203453_01~2.jpg

অবস্থান সংযুক্তি
উত্তরখান, ঢাকা, বাংলাদেশ

রাতের বেলায় তেমন বাসা থেকে বের হইনা কিন্তু আজ কেমন যেন আসফাস লাগছিল তাই বেরিয়ে পড়লাম রাতের আঁধারে কিছুটা প্রশান্তির খোঁজে। বেশ কিছুক্ষণ হাঁটলাম আর নিজের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিলাম। কিছু প্রশ্নের জবাব সে দিতে পারলো আর কিছু প্রশ্ন হারিয়ে গেল গহীন অন্ধকারে----------

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

Sort:  
 2 years ago 

ছবি তুললে মন অনেক ভালো হয়ে যায়। স্যার আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ছোট ছেলেদের সাইকেল এর ছবি গুলো চমৎকার হয়েছে। সূর্যের সাথে ইলমা মামুনির ছবিটি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে স্যার আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ লিমন মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

আপনার লেখা গুলো কিন্তু বাস্তব জীবনের মধ্যে । ঈলমা মামোনির মন খারাপ ছিল জেনে খারাপ লাগলো , তবে ঈলমার ছবিটি কিন্তু অসাধারন হয়েছে। আজ মনে হয় গরম একটু বেশি পড়েছিল ঢাকায়, যা আপনার রোদের ছবি বুঝিয়ে দিচ্ছে। শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

আসলেই মানুষ গুলো কেমন যেন, যেখানে একটু স্বার্থ দেখে সেখানেই তেল মারা শুরু করে। আরেকটা কথা সত্যি ফটোগ্রাফি করার পর ফটোগ্রাফি গুলো যখন দেখি অনেক সুন্দর হয়েছে মনটা ভালো হয়ে যায়। আপনার ফটোকপি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে বিড়ালটি দেখতে দারুণ লাগছে একদম কিউট।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে সুন্দর মন্তব্যের জন্য।
আসলে মানুষ অনেক স্বার্থপর যা আমাদের চিন্তা ভাবনার বাহিরে।।।।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

ওয়াও ভাইয়া অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরছেন।প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ। অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

মনটা আমারও খুব একটা ভালো না দাদা। সময়টা খুব খারাপ যাচ্ছে। জানিনা কবে আবার আগের লাইফে ফিরতে পারবো। মনটাকে ভালো করার জন্য আপনি যে এভাবে বেরিয়েছেন এটা সত্যি অনেক ভালো একটা দিক ছিল। ফটোগ্রাফি গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা আপনি পোস্ট গুলো এত সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেন সেটা দেখলেই ভালো লাগে। আশীর্বাদ রাখবেন ছোট বোনের জন্য।

 2 years ago 

আসলে বর্তমান সময়ে যদি মানুষ সহযোগিতার কথা শুনে আগেই দূরে সরে যায়। আমরা মুখে সকলেই বলি ভালোবাসি ভালোবাসি কিন্তু কাজের সময় কেউ আপন নয়। নিজের অবস্থা নিজেকে শক্ত করতে হয়। সকালের সুব্রতা দারুন ভাবে ফুটে উঠেছে। আমাদের ইলমা মামনির ছবিটা বেশ অসাধারণ লাগছে। বাচ্চা ছেলে মেয়ের খুনসুটি দারুন ভাবে ফুটে উঠেছে।সব মিলিয়ে ভালো ছিল ফটোগ্রাফি এবং আপনার জন্য অনেক দোয়া রইল।

 2 years ago 

আসলে ছবি তোলা একটা নেশা আর আমি ব্যক্তিগতভাবে এই নেশায় আসক্ত। আপনার তোলা ছবিগুলো বেশ ভাল লেগেছে বিশেষ করে লক্ষ্মী বিড়ালটি চুপচাপ বসে আছে তার ছবিটি বেশি ভালো লেগেছে।

 2 years ago 

বাস্তবিক এবং কঠিন । দিন চলে যায় নতুন দিনের আশায় তবু স্মৃতি হয়ে থাকে আলোক চিত্রের মাঝে। ভাল ছিল প্রতিটি মূহুর্ত যদিও বাস্তবতা বড় কঠিন । ভাল থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67488.06
ETH 3761.44
USDT 1.00
SBD 3.56