মুরগির মাংসের কাচ্চি বিরিয়ানি 😋|| ভরপেট খানাপিনা 😋

in আমার বাংলা ব্লগ3 years ago
মুরগির মাংসের কাচ্চি বিরিয়ানি 😋
ভরপেট খানাপিনা 😋
Polish_20220510_005130821.jpg
কাচ্চি বিরিয়ানি নাম শুনলেই কেমন জিভে জল আসে আর পেটে খিদে চেপে যায় জলদি। আসলে সত্যি বলতে বাঙালি ভরপেট খেতে পছন্দ করে আর এরকম মুখরোচক খাবার হলে তো কথাই নেই 😋। কাচ্চি বিরিয়ানি অনেক সময় যাবত বাঙালির পেট ভরিয়ে আসছে দারুন স্বাদের সাথে। বিরিয়ানি আমার ভীষণ পছন্দের খাবার 😋 আর কাচ্চি বিরিয়ানি হলে তো কথাই নেই। গতকাল পরিবারের সবাই বেশ তৃপ্তি সহকারে কাচ্চি বিরিয়ানি খেলাম আর আপনাদের জন্য চমৎকার রেসিপি নিয়ে হাজির হলাম 🤗। তো চলুন শুরু করি।
♍ প্রয়োজনীয় উপকরণ ♍
মুরগির মাংসIMG20220509133554_01~2.jpgপেঁয়াজ কুচিIMG20220509133457_01~2.jpg
টকদইIMG20220509133532_01~2.jpgবিরিয়ানি মশলাIMG20220509133539_01~2.jpg
হলুদ গুঁড়াIMG20220509133613_01~2.jpgলবণIMG20220509133622_01~2.jpg
জিরা গুঁড়াIMG20220509133802_01~2.jpgআলুIMG20220509134225_BURST001_COVER~2.jpg
দুধIMG20220509142200_01~2.jpgকাঁচামরিচIMG20220509144219_01~2.jpg
আদা বাটাIMG20220509133521_01.jpgরসুন বাটাIMG20220509133514_01.jpg
বাদাম পেষ্টIMG20220509133508_01.jpgপোলাও চালIMG20220509134341_01~2.jpg
আহ্ রান্না সে তো শিল্প ☺️
IMG20220509133554_01~2.jpgIMG20220509133818_01~2.jpg
IMG20220509134114_01~2.jpgIMG20220509134246_01~2.jpg

IMG20220509134322_01~2.jpg

আমরা রান্না করবো দুটি ভাগে। প্রথম ভাগে মুরগির মাংস রান্না করে নেবো আর দ্বিতীয় ভাগে পোলাও চাল দিয়ে মূল কাচ্চি বিরিয়ানি করবো। প্রথমেই একটি পাতিল নিয়ে এরমধ্যে মুরগির মাংস দিয়ে দিলাম। এরপর প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর একে একে হলুদ গুঁড়া, টকদই, কাচ্চি বিরিয়ানি মশলা, লবণ, জিরা গুঁড়া সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে নিলাম। এখন সামান্য পানি দিয়ে চুলায় চাপিয়ে দিলাম। এখানে সোয়াবিন তেল ব্যাবহার করবো না। শুধু মাত্র মশলার সংমিশ্রণে এটা ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নেবো।
রান্নার কাজ করছি ☺️
IMG20220509134512_01~2.jpgIMG20220509135256_01~2.jpg
ঢাকনা দিয়ে মোটামুটি ১০-১৫ মিনিট সিদ্ধ করে নিলাম। ঢাকনা উঠিয়ে দেখলাম মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে।
রান্নার কাজ করছি ☺️
IMG20220509135328_01~2.jpgIMG20220509135359_01~2.jpg

IMG20220509141253_01~2.jpg

এবার আলু দিয়ে দেয়ার পালা। আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ ঢাকনা বসিয়ে রান্না করে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220509142057_01~2.jpgIMG20220509142208_01~2.jpg

IMG20220509142928_01~2.jpg

এবার আমাদের মূল কাচ্চি বিরিয়ানি রান্না শুরু। প্রথমেই একটি পাতিল চুলায় চাপিয়ে দিলাম এবং পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220509142935_01~2.jpgIMG20220509143046_01~2.jpg

IMG20220509143231_01~2.jpg

এবার পেঁয়াজ ভাজার মধ্যে পোলাও চাল দিয়ে ভেজে নিলাম কিছুক্ষণ। চাল যতটা ভাজা ভাজা হবে বিরিয়ানি ততটা ঝরঝরে হবে। তাই একটু সময় নিয়ে চালটা ভেজে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220509143959_01~2.jpgIMG20220509144113_01~2.jpg

IMG20220509144134_01~2.jpg

এখন আমাদের তেল ছাড়া রান্না করা মাংস দিয়ে দিলাম এবং কিছুটা গরম পানি দিয়ে দিলাম। এরপর গরুর দুধ ঢেলে দিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220509144151_01~2.jpgIMG20220509144223~2.jpgIMG20220509144315_01~2.jpg
IMG20220509145410_01~2.jpgIMG20220509145416_01~2.jpg

IMG20220509151841_01~2.jpg

এবার অবশিষ্ট কাচ্চি মশলাটি দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করলাম। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার শুধু ২০ মিনিটের অপেক্ষা। আমাদের কাচ্চি তৈরি 😋 চলুন পরিবেশন করি।
🍱 পরিবেশন করলাম 🍱

IMG20220509153711_01~3.jpg

IMG20220509153741_01~2.jpg

IMG20220509153807_01~2.jpg

IMG20220509153751_01~2.jpg

IMG20220509153748_01~2.jpg

😋 স্বাদের বিবরণ 😋

IMG20220509154055_01~2.jpg

কাচ্চি বিরিয়ানি একটু বেশিই স্বাদের হয়েছিল। তাই বেশ পেট পুরে খানাপিনা হলো 😋 আমি খুব সহজ করে তৈরি করে দেখিয়েছি। আশাকরি আপনারাও তৈরি করতে পারবেন। 🤗
ছবির বিবরণ
বিষয়বস্তুমুরগির মাংসের কাচ্চি বিরিয়ানি 😋
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 3 years ago 

আশপাশে যদি হতাম না বলে চলে যেতাম। আসলেই রেসিপিটি দেখে লোভ লেগে গেলো। এতো দারুণভাবে মুরগির মাংসের কাচ্চি বিরিয়ানি রান্না করেছেন। কাচ্চি বিরিয়ানি শুনলে আসলেই মনটা একদম নাচতে শুরু করে। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন ভাইয়া। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং খেতে দারুন লাগে।আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

চলে এসো তাড়াতাড়ি 🤗 না হলে শেষ হয়ে যাবে।😋
বিরিয়ানি তোমার পছন্দ জেনে ভীষণ খুশি হলাম 🤗

 3 years ago 

বিরানি আমার খুব ফেভারিট দেখে তো আমি লোভ সামলাতে পারছিনা জিভে জল ভরে গেল সুন্দর ফটোগ্রাফি করে আরো সুন্দরভাবে উপস্থাপন করেছেন রেসিপিটি খেতে খুব সুস্বাদু হয়েছিল নিঃসন্দেহে 😋😋

 3 years ago 

ধন্যবাদ ভাই।
আমার কাছেও বিরিয়ানি দারুন লাগে।
এই বিরিয়ানি অনেক স্বাদের ছিল 😋

 3 years ago 

মুরগির মাংসের দারুন কাচ্চি বিরিয়ানি রেসিপি দেখেইতো খাওয়ার লোভ জাগলো ভাইয়া। খুব সুন্দর করে বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন আজকে ।যেটা দেখে খেতে ইচ্ছে করছে। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল।

 3 years ago 

ধন্যবাদ ভাই।
বিরিয়ানি বেশ ভরপেট খেয়েছি 😋।
ধন্যবাদ ভাই আমার কাজের প্রশংসা করার জন্য 💌

 3 years ago 

এত সুন্দর বিরানী রেসিপি তৈরি করেছেন সেটা ভরপেটে না খেলে কি তৃপ্তি মেটে। আমার কাছে অনেক ভালো লেগেছিল ভাই।

 3 years ago 

ভাইয়া এটা কোন কাম হলো? 😒😳😳
শুধুইকি দেখবো খেতে পারবোনাহ?😟
বিরিয়ানি দেখে লোভ সামলানো কষ্টের ব্যপার। যদি পার্সেল করে পাঠিয়ে দেন তাহলে আমি কিছু মনে করবোনাহ😜।

ভাইয়া উপকরনগুলো সঠিক পরিমানে দিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপিটি দেখতেই ভালো লাগছে। শুভকামনা রইল ভাইয়া। ☺️

 3 years ago 

ধন্যবাদ আপু 💌
ঠিকানা দিন পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ 👌
সত্যিই স্বাদের বিরিয়ানি 🤗

 3 years ago 

আহা ভাই কি রেসিপি দেখালেন। দেখেই তো খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার রেসিপি কালার টা খুবই অসাধারণ হয়েছে । সত্যি দেখে মনে হচ্ছে কাচ্চি বিরিয়ানির ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে। রন্ধন প্রক্রিয়া দেখে মনে হচ্ছে অনেক অনেক সুস্বাদু হয়েছে। এত অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

জি ভাই সত্যিই তাই 🤗
বিরিয়ানির সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পরছিল।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

দিলেনতো ক্ষুধাটা বাড়িয়েএতদিন খাসির কাচ্চি খেয়েছি মুরগির কাচ্চি কখনো খাওয়া হয়নি তবে আপনার এটাকে কাচ্চি না বলে পাককি বিরিয়ানি বলা যেতে পারে। দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে খেতে। আপনার পোস্টের উপস্থাপনাটাও হয়েছে দুর্দান্ত। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই রেসিপিটির মজার একটি নাম দেয়ার জন্য।
জি ভাই খেতে ভীষণ স্বাদের ছিল 😋
আমার উপস্থাপনা পছন্দ করার জন্য ধন্যবাদ 🤗

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 3 years ago 

এটা ঠিক নাম শুনলেই খুদা লাগে কিন্তু খাওয়া শুরু করলে খিদে চলে যায়🤪।তবে আমি দেখছি বৈর্তে যতই ভালো করে রান্না করা হোক না কেনো বিরিয়ানি হাউজ এর মত কালার কেন জানি আসে না😍।যাইহোক তারপরেও ভালই লাগছিল আপনার উপস্থাপনা টি।আমাদের জন্যেও একটু ব্যাবস্থা করলে মন্দ হতো না।

 3 years ago 

ধন্যবাদ ভাই ভালো বলেছেন।
চলে আসুন দাওয়াত রইল 🤗

 3 years ago 

এমন সুন্দর মুরগির মাংসের কাচ্চি বিরিয়ানি দেখলে কি না খেয়ে পারা যায় বলুন ।আমার তো দেখে জিভে পানি চলে এসেছে ।আপনি অবশ্য হলুদ দিয়েছেন আমি রান্না করলে কখনো বিরিয়ানিতে হলুদ দেইনা। হলুদ দেওয়ার জন্য অন্যরকম একটি কালার হয়েছে। দেখে মনে হচ্ছে খাবারটি খুবই মজাদার হয়েছে। প্রতিটি ধাপে খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন।

 3 years ago 

আসলে বিরিয়ানিতে হলুদ দিলে এর কালারটা বেশ সুন্দর হয়। তাই এটি দেয়া হয়েছে আর স্বাদটাও অতুলনীয় ছিল 😋
তৈরি করবেন নিশ্চয়ই 🤗

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112031.02
ETH 4328.56
SBD 0.84