গল্প:) ভালোবাসার গোলক ধাঁধা ❣️ (পর্ব-০২) || Story:) Love sphere puzzle.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
গল্প:) ভালোবাসার গোলক ধাঁধা ❣️
(পর্ব-০২)

sunrise-2846882_640.webp

সংগ্রহশালা

প্রথম পর্ব এখানে


আদ্রিতা অর্নবকে বললো, অসীম দাদার কথা ছাড়া অন্য সবকিছু বলতে পারেন। অর্নব আরো জোড়ে হাসতে লাগলো। কেন জানি আদ্রিতার এই হাসিটা ভীষণ মিষ্টি আর পরিচিত মনে হতে লাগলো। সেও একটু হেসে বললো, তো ভাইয়া আপনি কি শুধু হেসে যাবেন ? অর্নব বুঝতে পারলো পরিস্থিতি ঘোলাটে, আর এখন অসীমকে নিয়ে কথা বললে মেয়েটা তার সাথে আর কথাই বললো না। ও কথা ঘুরিয়ে আদ্রিতার পড়াশোনা এবং পরিবার নিয়ে কথা বলা শুরু করলো। আদ্রিতার সবথেকে যেটা ভালো লেগেছে অর্নবের কথা বলার ধরন আর আপন করে নেয়ার ক্ষমতা।

এদিকে অসীম রিতিমত তেলে বেগুনে জ্বলছে কারনটা হলো মোবাইলের টাকা তার খরচ হচ্ছে। আর কনুই দিয়ে অসীম অর্নবকে একটা গুঁতো মারল। অর্নব বুঝেছে তার বন্ধু কি বলতে চাইছে। কিন্তু সে জানে কাউকে প্রথম কথাতেই প্রেমের প্রস্তাব দিলে কখনো মেনে নেবে না। এটা সময় নিয়ে এগুতে হয়, অসীম এটাই বোঝেনা। এদিকে প্রায় বিশ মিনিট আদ্রিতার সবকিছু জেনে নিল সে। অর্নব চিন্তা করলো আজকের মতো শেষ করি। সে আদ্রিতাকে বললো আচ্ছা আমি যদি মাঝে মধ্যে আপনার সাথে কথা বলি তাহলে কি আপনার খারাপ লাগবে। আদ্রিতা হেসে উত্তর দিল না ভাইয়া আপনি বেশ মিশুক মানুষ আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। লাইন কাটার সাথে সাথে অসীম বললো তুই তো আমার টাকার বারোটা বাজিয়ে দিলি, আর আমার কথা তো কিছুই বললি না।

অর্নব অসীমকে বুঝিয়ে বললো, দেখ ও তোকে কিছু কারনে অপছন্দ করছে বলে আমার মনে হয়েছে। এখন প্রথম কথাতেই যদি তোর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে যাই তাহলে তার সাথে এটাই হতো আমার শেষ কথা। দেখ ভালোবাসা জিনিসটা তুই যত সহজ মনে করিস বিষয়টি এতো সহজ নয়। ভালোবাসা মানে পরষ্পরকে বুঝা, পরস্পরের প্রতি বিশ্বাস এবং সম্মান অর্জন করা। দেখ তুই আদ্রিতাকে প্রথম দেখেই তোর পছন্দের ব্যাপারটা বলেছিস, যা তোর একদমই উচিৎ হয়নি। প্রথমে একজন মানুষকে বুঝতে হবে, এরপর তার মনের ভেতর ধীরে ধীরে প্রবেশ করতে হবে।

heart-732338_640.png

সংগ্রহশালা

দেখ ব্যাপারটা হচ্ছে ধর তুই কাউকে তার বাহ্যিক রুপ দেখে পছন্দ করতেই পারিস কিন্তু কিছুদিন পর দেখলি সে অন্য ধাঁচের মানুষ তখন সবকিছু শেষ হয়ে যাবে। তাই মানুষকে কিছুটা সময় নিয়ে তার কাছে প্রেম নিবেদন করলে সেই মানুষটিও যদি মনে করে তুই সঠিক মানুষ একমাত্র তখনই সঠিক প্রেম ভালোবাসা বলা যাবে। অসীম নিজের ভুল বুঝতে পারলো, সে বললো দোস্ত আমি বুঝতে পারলাম সব। এখন থেকে প্রেমের ব্যাপারটা ওর সাথে কথা না বলে আমি তার সাথে মেশার চেষ্টা করবো। দেখি আদ্রিতার মনে কি আছে, আর তার সাথে আমি আমার ভবিষ্যৎ রচনা করতে পারি কিনা। অর্নব হেসে বললো, এইতো কথার মতো কথা।

এদিকে আদ্রিতা অর্নবের প্রতিটি কথা মনে করতে থাকে, মনে হয় এখনো তার কানে বাজছে। তার মনের মধ্যে অর্নবের একটি ছবি আঁকতে থাকে। যে মানুষটির মুখের কথা এতো সুন্দর সে বাস্তবে কতটা সুন্দর হবে সেই ভেবে মনে মনে মুচকি হাসতে থাকে। তবে অসীমের ব্যাপারটা মনে পড়তেই মেজাজ খারাপ হয়ে উঠলো। পুজোর দিন হঠাৎ ফুল হাতে নিয়ে এসে বললো, আমি তোমাকে ভালোবাসি 🥀 ভালোবাসা জিনিসটা বুঝি এতো সহজ ?

আদ্রিতা অসীমকে মনে মনে যা তা বলে যাচ্ছিল। এরমধ্যে হঠাৎ অসীমের ফোন আসলো। আসলে অসীম তার বান্ধবীর বড় ভাই তাই চাইলেও খারাপ ব্যাবহার করতে পারছেনা। তাই ফোনটি ধরে বললো, হ্যালো আমার সময় কম যা বলবেন তাড়াতাড়ি বলুন। অসীম বললো আমি দুঃখিত, ওভাবে আপনাকে প্রেমের প্রস্তাব দেয়াটা আমার মোটেও উচিৎ হয়নি। আদ্রিতা বুঝতে পারলো এটা অর্নবের কারিশমা, ভালোই তালিম দিয়েছে বন্ধুকে। লোকটি জাদু জানে, আর আপন করে নিতে পারে মানুষকে। এরমধ্যে সে অসীমকে বললো ঠিক আছে সমস্যা নেই। কিন্তু এখন কেন ফোন করেছেন তাই বলুন। অসীম নরম সুরে বললো আমি কি আপনার বন্ধু হতে পারি ? এবার আদ্রিতা মিষ্টি হেসে বললো হ্যা পারেন। আদ্রিতা স্পষ্ট বুঝতে পারছে , সবকিছুর মূলে মিষ্টভাষী অর্নব।।

" ক্রমশ "

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png

Sort:  
 2 years ago 

অর্নবের বলা কথা গুলো একদম সঠিক।কারো বাইরের রূপ দেখে ভুলে গেলে হবে না।তার মন মানষিকতা কেমন এটাও দেখতে হবে।কারন মনের মিল না হলে সেখানে সংসার হয়না।অনেক সুন্দর ভাবে আপনি একটি প্রেম কাহিনী ফুটিয়ে তুলতে যাচ্ছেন।আশা করি পরের পর্বে যে কোন একজন কে সিংগেল থেকে মিংগেল হতে দেখব।

 2 years ago 

হা হা 😄
আশাকরি পরের পর্বে এমনটাই ঘটবে।
ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য 🥀

 2 years ago (edited)

ভালোবাসা মানে পরষ্পরকে বুঝা, পরস্পরের প্রতি বিশ্বাস এবং সম্মান অর্জন করা।

ভালোবাসার গোলক ধাঁধা এই গল্পটির অপেক্ষায় ছিলাম। উপরের কথা গুলো একদমই ঠিক বলেছে। গল্পটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ লিমন।
গল্পের মূল বিষয়বস্তু বোঝার জন্য।
ধন্যবাদ সামনের পর্ব আসছে শ্রীঘ্রই।

 2 years ago 

একটি প্রেমের গল্পের অনবদ্য উপস্থাপনা খুব সুন্দর ভাবে ধারাবাহিকতা বজায় রেখে গল্পটি এগোচ্ছে। কাহিনীটির এই গোলকধাঁধায় আদ্রিকাকে সমস্ত কিছু আপাতত মনে হচ্ছে পরবর্তী অংশে নিশ্চয়ই আসল রহস্য জানতে পারবো।

 2 years ago 

হ্যা পরবর্তী পর্বে একটা টুইস্ট আসবে 🤗
গল্পের মোড় ঘুরে যাবে।

 2 years ago 

সত্যি ভাইয়া মানুষের বাইরের সৌন্দর্য দেখে হঠাৎ করে বলা উচিত নয় ভালোবাসার কথা।ভালোবাসতে হলে আগে তার সম্পর্কে জেনে বুঝে কিছু দিন মিশে বলতে হবে।অনর্ব ঠিক বলেছেন। গল্পটা পড়ে অনেক ভালো লাগল। শিক্ষার কিছু আছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।
শেখার অনেক কিছু রয়েছে। গল্পটা বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে লিখা।
আশাকরি সামনের পর্বটি পড়বেন।

 2 years ago 

"ভালোবাসার গোলক ধাঁধা" গল্পটি পড়ে খুবই ভালো লেগেছে ভাইয়া। আমাদের সকলের উচিত কারো সাথে সম্পর্ক করতে হলে আগে তার মন মানসিকতার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। কেননা দুজনের মনের মিল যদি এক না হয় সেক্ষেত্রে ভালোবাসার ভরাডুবি হয়ে যায়। ভাইয়া হয়তো আগামী পর্বে দারুন একটি রোমান্টিক প্রেম এর সম্পর্ক গড়ে উঠবে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই। সত্যিই প্রেম ভালোবাসায় জড়ানোর আগে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে আগানো উচিত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41