গল্প:) ভালোবাসার গোলক ধাঁধা ❣️ (পর্ব-০১) || Story:) Love sphere puzzle.

in আমার বাংলা ব্লগ2 years ago

গল্প:) ভালোবাসার গোলক ধাঁধা ❣️
(পর্ব-০১)



sunrise-2846882_640.webp

সংগ্রহশালা

অর্নব আর অসীম খুব ভালো বন্ধু। তবে অর্নব মুসলমান আর অসীম হিন্দু। দুজনেই কলেজে একসাথে পড়াশুনা করছে, আর হোস্টেলে রয়েছে একই সাথে। বলা যায় চব্বিশ ঘন্টা একই সাথে থাকা হয়। ভালোই চলছিল দিনগুলো। বিশেষ করে দুজনের মধ্যে বেশ মিল রয়েছে সকল কাজে। একসাথে কলেজে যাওয়া, খাওয়া দাওয়া আর আড্ডায় এক সাথে না থাকলে জমে না। আরো একটা ব্যাপার হলো দু'জনেই দুজনের বড় সাপোর্ট। একজনের বিপদে আর একজন ঝাঁপিয়ে পরে সমাধানের পথ বের করে। তাদের এমন বন্ধুত্ব দেখে সত্যিই অনেকে বেশ অবাক হয়ে যায়।

সব ঠিকঠাক চলছিল কিন্তু বিপত্তি ঘটলো সেদিন থেকে যখন দুজনের মধ্যে আদ্রিতা ঢুকে পরলো। আসলে প্রেম ভালোবাসা এমন একটি জিনিস কখন কিভাবে হয়ে যায় বলা মুশকিল। অসীম পুজোর ছুটিতে বাড়িতে গিয়ে হঠাৎ আদ্রিতার প্রেমে পরে গেলো। আদ্রিতা খুব সুন্দর দেখতে আর ভীষণ সুশীল মেয়ে। পূজো মন্ডপে আদ্রিতাকে দেখে অসীমের মনে ভালোবাসার সীতল পরশ বয়ে গেছে। সুবিধা একটাই আদ্রিতা অসীমের ছোট বোনের বান্ধবী। এই সুযোগে তার বোনের মাধ্যমে ফোন নাম্বার নিয়ে শুরু হলো প্রেম নিবেদন।

অসীম দেখতে শ্যাম বর্ণের আর বিশেষ সুদর্শন নয়, তাই আদ্রিতা অসীমকে পাত্তা দিচ্ছে না। আর সবথেকে বড় বিষয় সে গুছিয়ে কথাও বলতে পারে না, তাই হয়তো আদ্রিতার মনে জায়গা করে নিতে পারছেনা সে। তবে অসীম কিন্তু নাছোড়বান্দা, সকাল বিকাল ফোন করে জ্বালাতন করতে থাকে। এদিকে কলেজের ছুটি শেষে আবার হোস্টেলে ফিরে এলো। অর্নব খেয়াল করলো অসীমের বেশ পরিবর্তন হয়েছে। সারাক্ষণ কেমন একটা অস্থিরতা রয়েছে তার ভেতর। সরাসরি জিজ্ঞেস করলো কি হয়েছে তোর ?

ভূমিকা না করে অসীম বললো দোস্ত প্রেমে পরে গেছি। অর্নব বললো এতো খুশির খবর, কিন্তু তোর মুখ কালো কেন ? দোস্ত সে আমি তাকে এতটাই ভালোবেসে ফেলেছি আমার খাওয়া ঘুম সব হারাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিচ্ছে না। অর্নব হেসে বললো, ও এই ব্যাপার। শোন আমি তোকে কিছু টেকনিক শিখিয়ে দেবো দেখবি তোর প্রেমে হাবুডুবু খাবে।

heart-732338_640.png

সংগ্রহশালা

অর্নব বেশ সুদর্শন আর মিষ্টভাষী, মেয়েরা তার সাথে কথা বলে সাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু সে তেমন কাউকে পাত্তা দেয়না কারণ পারিবারিক অবস্থা তেমন ভালো নয়, আর বাবা খুব কষ্ট করে তাকে পড়াশোনা করাচ্ছেন। এই প্রেম ভালোবাসা জিনিসটা তার তেমন ভালো লাগেনা, কিন্তু সে জানে কিভাবে মেয়েদের সাথে কথা বললে হৃদয়ে জায়গা পাওয়া যায়।

অসীম বেঁকে বসেছে আদ্রিতার সাথে তার প্রেম ঘটিয়ে দিতে হবে অর্নবকে। বন্ধু বলে কথা সে রাজি হলো, বন্ধুর প্রেম জোড়া লাগানোর মিশনে। প্রথমে অর্নব চিন্তা করলো আদ্রিতাকে আগে তার বুঝতে হবে। এই বয়সী মেয়েদের অন্য কোথাও প্রেম থাকা খুব স্বাভাবিক হয়তো সেজন্যই অসীমকে পাত্তা দিচ্ছে না। পরিকল্পনা হলো অসীমের কথাগুলো অর্নব বুঝিয়ে বলার চেষ্টা করবে।

প্রতিদিন সকাল বিকেল অসীম ফোন করে জ্বালাতন করে আদ্রিতাকে, তবে আজ অসীমের ফোন থেকে অর্নব কথা বলবে। ফোন দেয়ার সাথে সাথেই - আদ্রিতা বলে উঠলো আচ্ছা আমাকে জ্বালাতন করা ছাড়া কি আপনার কোন কাজ নেই ? অর্নব জোরে হেসে উঠলো। আদ্রিতা রিতিমত অবাক হয়ে গেলো এই হাসি তো অসীমের নয়। ওপাশ থেকে অর্নব বললো হ্যালো আদ্রিতা আমি অসীমের বন্ধু অর্নব বলছি, আমি কি একটু তোমার সাথে কথা বলতে পারি। আদ্রিতার কেমন যেন কন্ঠস্বরটা খুব মিষ্টি আর আপন মনে হলো -

" চলবে "

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

অর্নব বেশ সুদর্শন আর মিষ্টভাষী, মেয়েরা তার সাথে কথা বলে সাচ্ছন্দ্য বোধ করে

আজ অর্নব এর মতো মিষ্টি করে গুছিয়ে কথা বলতে পারিনা বলেই আমি সিঙ্গেল 😢😢। বেশ দারুণ লাগল প্রথম পর্বটা। অন‍্যরকম একটা গল্পের স্বাদ পেতে যাচ্ছি। ভালো লিখেছেন ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই তোমায়🤗
সত্যিই ভিন্ন কিছুর স্বাদ রয়েছে।

 2 years ago 

আদ্রিতার কেমন যেন কন্ঠস্বরটা খুব মিষ্টি আর আপন মনে হলো -

বাহ্ দারুন গল্প আমার তো মনে হচ্ছে পরের পর্বে চমক আসতে চলেছে। আমার ভীষণ ভালো লেগেছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ লিমন।।
হ্যা সামনের পর্বটি দারুন হবে।।।

 2 years ago 

প্রথমে বলবো বন্ধু যে কি জিনিস সেটা যার খুব ভাল মনের বন্ধু আছে সেই জানে ৷হিন্দু মুসলিম সেটা তো তুচ্ছ দিনশেষে সবাই মানুষ এটাই সবচেয়ে বড় পরিচয় ৷আর বন্ধু তো যে কি না তোমার সুখে দুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকবে ৷

 2 years ago 

ধন্যবাদ ভাই

আপনি কি গল্পটি পড়েছেন?

 2 years ago 

ভাই আপনার গল্পটি পড়ে তো বুঝতে পারলাম যে আদ্রিতার প্রেমে অর্নব হাবুডুবু খাচ্ছে, কিন্তু অর্ণব আদ্রিতাকে বোঝাতে পারছে না সে তাকে কতটা ভালোবাসে। এই দিকে অসীমের সাহায্যে নিয়ে আদ্রিতাকে পটানোর চেষ্টা। কিন্তু গল্পটি পড়ে আমার কেন জানি মনে হচ্ছে আদ্রিতা অসীমকে প্রপোজ করে বসবে। ভালোই লেগেছে ভাই পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব আসছে, সাথেই থাকুন 🤗

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90