বাস্তব জীবনের গল্প :-( সর্বোনাশা টিকটক যখন জীবনের কাল || পর্ব- ০২

in আমার বাংলা ব্লগ2 years ago

জীবনের গল্প :-( "সর্বোনাশা টিকটক জীবনের কাল"
(পর্ব- ০২)


female-4983032_640.jpg

সংগ্রহশালা

🍄 সুত্রপাত 🍄


এটা আমাদের একজন আত্মীয়ের জীবনের গল্প যা কিছুদিন আগেই ঘটে গেছে। আমাদের কিছুটা অনিয়ন্ত্রিত জীবন যাপনের ফলে বেশ কিছু ভয়ংকর গল্প তৈরি হয় যায়, যার জন্য আমরা কেউ প্রস্তুত থাকি না। আমি আমার এ গল্পটার প্রথম পর্ব প্রকাশ করেছি কয়েকদিন আগে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকের পর্ব শুরু করছি।

" সর্বোনাশা টিকটক যখন জীবনের কাল "


কাতারের ভিসা হাতে পাওয়ার পর সুইটি যেন আরো বেপোরোয়া হয়ে যায়। সে এখন আর স্বামীকে পাত্তা দেয়না। স্বামীকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে তাকে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করে ফেলে। এদিকে সন্তানদের বাবার প্রতি উস্কিয়ে দেয় যে তাদের পিতা তাদের জন্য কি করেছে ? তাদের মা এখন তাদের সমস্ত স্বপ্ন পূরণ করতে চলেছে। মূলত সেই টিকটক গুরু আর দালাল সোলায়মান সুইটিকে জানায় সে তাকে একটি সম্ভ্রান্ত পরিবারে শুধুমাত্র রান্নার কাজ করার জন্য নেবে । সেখানে তার সাথে একজন সহযোগী মহিলা দেয়া হবে। সুইটি তো মোটামুটি মহাখুশি সব শুনে। কারন সে রান্নার কাজে বিশেষ পারদর্শী। এদিকে প্রশ্ন হচ্ছে সে সন্তানদের কার কাছে রেখে যাবে। অবশেষে সে তার বয়স্ক মায়ের দায়িত্বে রেখে যাবে বলে সিদ্ধান্ত নেয়। এরমধ্যেই ঈদ চলে আসে সোলায়মান আরো একটু বিশ্বস্ততা অর্জন করতে সুইটিকে ঈদ শপিং করার জন্য আরো চল্লিশ হাজার টাকা দেয়। এই টাকা দিয়ে সুইটি তার সন্তান এবং নিজের জন্য বেশ আনন্দের সাথে ঈদ শপিং করে। সে তার সন্তানদের দিয়ে শাহীনকে ফোন করায় এবং তাদের ঈদ শপিং দেখায়। সন্তানদের শিখিয়ে দেয় তাদের বাবাকে বলতে এটা তাদের জীবনের সেরা ঈদ। শাহীন ভীষণ কষ্ট পায় এবং মনে মনে ঘৃনা করতে থাকে।

face-5450354_640.jpg

সংগ্রহশালা

অবশেষে ঈদের পরপরই সুইটি টিকিট হাতে পায় এবং কাতারের উদ্দেশ্যে পাড়ি জমায়। কাতারে পৌছার পর ২৪ ঘন্টা তাকে একটি হোটেলে কোয়ারিন্টিনে অবস্থান করতে হয়। পরবর্তীতে তার আবার করোনা টেস্ট করা হয় এবং রিপোর্ট ভালো হয়। এখন সময় আসে তার গন্তব্যে যাত্রা। তার কাছে এক সুদানি মহিলা এসে তাকে তার বাসায় নিয়ে যায়। সুইটি এই প্রথম ধাক্কা খেলো কারন তাকে বলা হয়েছিল কাতারিয়ান এক সম্ভ্রান্ত পরিবারে তাকে নেয়া হবে। কিন্তু সে এ কোথায় এলো। তাকে পরতে দেয়া হলো কাজের লোকদের ছেঁড়া এবং ময়লা একটি মেক্সি যা কাজের লোকদের পরতে হয়। সে রিতিমত ভয় পেতে শুরু করলো, এ তার সাথে কি হচ্ছে। সে সুদান কিংবা কাতার কোন ভাষা জানেনা, শুধুমাত্র আকার ইঙ্গিতে সে সবকিছু বোঝার চেষ্টা করছে। সুইটি সবথেকে বড় ধাক্কা তখন খেলো যখন সে দেখলো একজন ফিলিপাইনের গর্ভবতী মহিলা সেখানে রয়েছে যে কাজ করছে এ বাড়িতে অনেকদিন যাবৎ। সে বুঝতে পারলো সে আগুনে ঝাপ দিয়েছে হয়ত আর তার সন্তানদের কাছে ফেরা হবেনা। সে ভীষণ কান্না করতে থাকলো। সুদানি সেই মহিলা যতটা মানুষ ছিলেন তার তার থেকে অনেক বেশি হীস্র। সুইটিকে ধমক দিয়ে মারতে তেড়ে এলো 🥺 সুইটি বুঝে গেছে সে বিপদে পড়ে গেছে আর আপাদত তার কথা শোনা ছাড়া আর কোন উপায় নেই। তার সামনে কি দিন অপেক্ষা করছে তা ভেবে সে ভয়ে কুঁকড়ে গেলো 😔


" চলবে "

Sort:  
 2 years ago 

একটা কথা আছে ভাই আমরা সেটা সবাই জানে যে লোভে পাপ পাপে মৃত্যু। যার অনেক পরিমাণ লোভ থাকে সে কখনোই ভালো কিছু হতে পারে না বা ভাল কিছু করতে পারে না। এটাই আপনার গল্পের প্রমাণ করে সুইটি আসলে অধিক লোভে পড়ে এটা করেছে আর সেজন্যই কিন্তু এটা হয়েছে। ভাল লাগল আপনার গল্পটি পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 2 years ago 

হ্যা সত্যিই তাই 🤗
লোভে পাপ, পাপে মৃত্যু।
পরবর্তীতে সুইটির জন্য সামনে বেশ বিপদ অপেক্ষা করছে। পরবর্তী পর্ব আসছে খুব তাড়াতাড়ি।
আশাকরি সাথেই থাকবেন।

 2 years ago 

অতি লোভে তাতি নষ্ট এমনটাই হয়েছে সুইটির জীবনে। সোলায়মান সাহেবের প্রতারণায় পরে সে এমন পরিস্থিতির শিকার হয়েছে। সব থেকে খারাপ লাগলো সুইটি আপনার আত্নীয়ের কেউ একজন। সুইটির জন্য হয়তো আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে।

 2 years ago 

ঠিক তাই বেশি লোভ ভালো নয়। তাকে বোঝাতে আমরা অনেকেই ব্যার্থ হই তাই তার এটা প্রাপ্য ছিল। আত্বীয় বলে খারাপ লাগার কিছু নেই কারণ যে যার কর্মের ফল ভোগ করবে।
সামনের পর্বে আরো কঠিন কিছু অপেক্ষা করছে।

 2 years ago 

জি ভাইয়া ঠিক বলেছেন যে যার কর্মের ফল ভোগ করবে।

 2 years ago 

মানুষ এখনো এরকম প্রতারণার ফাঁদে পা দেয় ভাবলেই অবাক লাগে। বেশি কিছু পাবার আশায় মানুষ যা আছে সেটা হারিয়ে ফেলে।
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আসলে মানুষ অনেক আজব জিনিস।
কেউ আছে ভীষণ আরামে থেকেও খারাপ কাজে মাথা ঘামায় আবার কেউ আছে খুব খারাপ অবস্থায় থাকার ফলেও ভালো থাকতে ভীষণ চেষ্টা করে।
এটাই পার্থক্য।

 2 years ago 

অতিরিক্ত লোভ করতে গেলে অনেকটা এরকমই হয়, মেয়ে মানুষরা সহজেই এ ধরনের ফাঁদে পা দিয়ে থাকে।

 2 years ago 

জি ভাই ঠিক বলেছেন। লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33