গ্রাম ভ্রমন পর্ব ০১ || মুক্ত বাতাসে মন খুলে ঘুরে বেড়ানো।

in আমার বাংলা ব্লগ2 years ago

গ্রাম ভ্রমন পর্ব - ০১


মুক্ত বাতাসে মন খুলে ঘুরে বেড়ানো



Untitled design.gif

শহরের এই বন্দি জীবনে থাকতে থাকতে অনেক টাই আমরা হাঁপিয়ে উঠেছি। ঢাকা শহরে খোলা আকাশ কিংবা মুক্ত বাতাস দুটোই খুঁজে পাওয়া বেশ কঠিন। তবুও মাঝেমাঝেই মনের ভিতরে একটা তীব্র আকুতি অনুভব করতাম একটু মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর। আপনারা হয়তো অনেকেই জানেন গত কয়েকদিন আগে আমি কুমিল্লাতে এসেছি বেড়াতে। আমরা যেখানে আছি সেই এলাকাটি ঠিক শহর এবং গ্রামের মাঝখানে। এখান থেকে এককথায় শহর এবং গ্রাম দুটোই উপভোগ করা যায়। এখানে আসার পর আমি ঈলমাকে অনেকটাই ছেড়ে দিয়েছি, সে যেন তার মনের ইচ্ছে মতো খেলাধুলা এবং পুরো পরিবেশটাকে উপভোগ করতে পারে তবে অবশ্যই সতর্কতার সাথে। গতকাল বিকেলে আমরা পুরো পরিবার মিলে আমাদের আশপাশটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম আর বেশ কিছু ছবিও তুললাম আজ সেগুলো আপনাদের দেখাবো আর গল্প করবো। তো চলুন শুরু করি।

সবুজে ঘেরা গ্রাম

IMG20220424175219_01~2.jpg

IMG20220424175153_01~2.jpg

ছবি তোলার যন্ত্র: রিয়েলমি সি-২৫
অবস্থান :- লাকসাম, কুমিল্লা
অবস্থান সংযুক্তি

পুরো গ্রামটিই সবুজে ঘেরা, আমি এটাকে চোখজুড়ানো সবুজ পরিবেশ বলি। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই সবুজের দেখা পাচ্ছিলাম। এককথায় চোখজুড়ানো সবুজ যাকে বলে আমরা মুগ্ধ চোখে সামনে দেখছিলাম। আর সত্যি বলতেই সবুজের সমারোহ পুরো শরীরে মাখছিলাম। সবুজের মাঝে হারিয়ে যাওয়া এযেন এক অন্যরকম অনুভুতি। বিশ্বাস করুন সত্যিই ভীষণ ভাল লাগছিল মনে হচ্ছিল যেন প্রাণ ভরে নিশ্বাস নিচ্ছি।

IMG20220424180001_01~2.jpg

IMG20220424180008_01~2.jpg

ছবি তোলার যন্ত্র: রিয়েলমি সি-২৫
অবস্থান :- লাকসাম, কুমিল্লা
অবস্থান সংযুক্তি

একটু দূরেই দেখতে পাচ্ছিলাম এক কৃষক তার মাঠের ধান কেটে নিয়ে যাচ্ছিল বাড়িতে। আসলে এই দিকটাতে সবেমাত্র কিছু কিছু ধান পাকতে শুরু করেছে। আরো একটু সামনে এগিয়ে যেতেই লক্ষ্য করলাম আরো কিছু কৃষক তাদের মাঠের ধান কাটা সবেমাত্র শুরু করেছে। শহরে থেকে আমরা হয়তো এই ছবিগুলো দেখতে পাই টিভিতে কিন্তু আজ আমাদের চোখের সামনেই চমৎকার দৃশ্য গুলো দেখতে পাচ্ছিলাম। এই অনুভূতি সত্যিই দারুণ।

IMG20220424175808_01~2.jpg

IMG20220424175754_01~2.jpg

ছবি তোলার যন্ত্র: রিয়েলমি সি-২৫
অবস্থান :- লাকসাম, কুমিল্লা
অবস্থান সংযুক্তি

শুকনো একটি খাল, সেখানে পানি শুকিয়ে গেলেও স্পষ্ট বোঝা যাচ্ছে একসময় এখানে নৌকা চলত। আমরা দুটি চমৎকার নৌকা দেখতে পেলাম যা কাঠের তৈরি। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানটাতে বর্ষাকালে বেশ খানিকটা পানি থাকে এবং নৌকা দিয়ে চলাচলের মত অবস্থা সৃষ্টি হয়। আমরা যেহেতু শুকনো মৌসুমে এসেছি তাই এই চমৎকার দৃশ্যটি হয়তো দেখতে পাচ্ছি।

IMG20220424180615_01~2.jpg

IMG20220424180614_01~2.jpg

IMG20220424180711_01~2.jpg

ছবি তোলার যন্ত্র: রিয়েলমি সি-২৫
অবস্থান :- লাকসাম, কুমিল্লা
অবস্থান সংযুক্তি

একটি হাঁসের দল আমরা দেখতে পেলাম। আমার কাছে মনে হল এই দলের একজন দলপতি হাঁস রয়েছে, আর সে সবাইকে পথ দেখিয়ে চলছে। এক সময় এই হাঁসের দল সবাই মিলে পুকুরে নেমে গেল এবং পুকুরের পানিতে সাঁতার কাটতে কাটতে খুব সুন্দর জলকেলি করছিল। সত্যিই খুব চমৎকার একটি দৃশ্য।

IMG20220424180401_01~2.jpg

IMG20220424180406_01.jpg

ছবি তোলার যন্ত্র: রিয়েলমি সি-২৫
অবস্থান :- লাকসাম, কুমিল্লা
অবস্থান সংযুক্তি

দুষ্টু ছেলের দল। এই দুটো ছেলেকে আমার কাছে ভীষণ দুষ্টু মনে হয়েছে। আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম আমি লক্ষ করলাম ওদের হাতে কিছু খাবার ছিল তারা খাবারগুলো খাচ্ছিল। আমরা একটু এগিয়ে আসতেই ওরা আমাদেরকে নিয়ে বেশ হাসি ঠাট্টা করছিল। আমিও ছাড়লাম না ওদের ছবি উঠিয়ে নিলাম।

IMG20220424180325_01.jpg

IMG20220424180158_01.jpg

IMG20220424180154_01.jpg

ছবি তোলার যন্ত্র: রিয়েলমি সি-২৫
অবস্থান :- লাকসাম, কুমিল্লা
অবস্থান সংযুক্তি

সবুজ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াবো আর আমাদের ছবি থাকবে না এটা কোন কথা 🤗 আমরা সবুজের মাঝে ঘুরতে ঘুরতে অসংখ্য ছবি তুলেছি। আমি যদিও এখানে হাতেগোনা কয়েকটি দিয়েছি কিন্তু মোটামুটি অসংখ্য ছবি এই সবুজের মাঝে আমরা তুলেছি। এই চমৎকার ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে আমার স্মৃতির অ্যালবামে।



নিজস্ব কিছু কথা

এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি সামনে আরও কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের আরো কিছু চমৎকার ছবি এবং অনুভূতির গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আজকের মত বিদায় নিচ্ছি খুব ভালো থাকুন সবাই আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

"চলবে"

Sort:  
 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া ঢাকা শহরে খোলা আকাশ বা মুক্ত বাতাস দুটোই খুঁজে পাওয়া বেশ কঠিন। আপনি গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। সত্যি কথা বলতে গ্রামের পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামে থাকলে অদ্ভুত এক আনন্দ অনুভব করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল।

 2 years ago 

জি আপু ঠিক বলেছেন। ঢাকা শহরে মুক্ত বাতাস পাওয়া দুষ্কর। আপু কুমিল্লা আমার শশুর বাড়ি।
বেশ ভালো লাগছে এই মুক্ত পরিবেশ।

 2 years ago 

অসাধারণ ফটোগ্রাফি আপনার প্রসংশা না করে পারছি না ৷সত্যি আপনি গ্রাম বাংলার অসাধারণ ছবি তুলেছেন ৷গ্রামীণ মেঠো পথ ধান ক্ষেতের ছবি পরে থাকা নৌকা আবার শিশুরা খেলার সময় অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ধন্যবাদ ভাই

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
সত্যিই পুরো পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল, আমার শুধু মাত্র ছবি তোলার ইচ্ছে করছিল।

 2 years ago 

ঈদের ছুটি কাটানো উপলক্ষে গ্রামের সৌন্দর্য বেশ ভালোই উপভোগ করছ দেখছি। ঘোরাঘুরি করার পাশাপাশি গ্রামের পরিবেশের সৌন্দর্য টাও তুলে ধরেছেন। আপনার কাটানো সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

গ্রামের মুক্ত বাতাসে ঘুরে বেশ আনন্দ করছেন দেখছি।আর আপনি কুমিল্লার লাকসামে আছেন তাই শুনে ভালো লাগছে। আমি দীর্ঘ ৪ বছর পড়াশোনার জন্য লাকসাম কাটিয়েছি।এখন আমার বড় আপু লাকসাম থাকে। আপুর বাসায় কিছু দিন পর পর যাই। যাক ওসব কথা বেশ ভালো সময় কাটছে ঈলমার মুক্ত বাতাসে।পরিবেশ গুলো অসাধারণ। ধন্যবাদ আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সত্যিই এদিকটায় পরিবেশ বেশ সুন্দর। বেশ ভালো উপভোগ করলাম পুরো জায়গাটা।

 2 years ago 

আপনি এবার ঈদের ছুটি কাটাতে পুরো পরিবার সহ কুমিল্লা এসে ঈদের শপিং সহ যাবতীয় কার্যক্রম করছেন। গ্রামীণ সৌন্দর্য গুলো গ্রামে না গেলেও করা যায় না। টিভিতে শুধুমাত্র সৌন্দর্যটা দেখা যায়, কিন্তু সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলা যায় না। সবাই মিলে গ্রামে ঘুরতে গিয়ে আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

জি ভাই সত্যিই ভীষণ দারুন উপভোগ করছি পুরো পরিবেশটা। ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

খুবই মনমুগ্ধকর পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন ভাইয়া। পুরো পরিবার মিলে সবুজে ঘেরা গ্রাম টি ঘুরেফিরে দেখছেন আর সেই সাথে চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার শ্বশুর বাড়ির এলাকাটি ঠিক শহর এবং গ্রামের মাঝখানে হওয়ায়, শহর এবং গ্রাম দুটোই উপভোগ করা যায়। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যাইহোক ভাইয়া, ছুটির সময় টুকু পুরো পরিবার মিলে একসাথে অনেক অনেক আনন্দ উপভোগ করুন এবং সেইসাথে আমাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট উপহার দিন এই প্রত্যাশা করছি। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই ভীষণ চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀
আসলেই পুরো গ্রামটি ভীষণ সুন্দর।
আর বেশ উপভোগ করছি পুরো সময়টা।

 2 years ago (edited)

মুক্ত বাতাসে মন খুলে ঘুরে বেড়ানো।

স্যার আপনি ঠিক বলেছেন মুক্ত বাতাসে মন খুলে ঘুরে বেড়ানো অনুভূতি গুলো আসলে প্রকাশ করার মতো না। আমরা ভুলতে যারা ঢাকায় থাকি খুবেই বিরকতির লাগে। তবুও জীবিকার তাগিদে থাকতে হয়। আপনাকে অনেক দিন পরে গ্রামের পরিবেশে পরিবার নিয়ে ঘুরতে দেখে ভিশন ভালো লেগেছে। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি। আর পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

তুমি সঠিক বলেছো ঢাকা শহরে দীর্ঘদিন থাকতে থাকতে বেশ বিরক্ত লাগে। মুক্ত বাতাসে এভাবে খোলামেলা পরিবেশে ঘোরা উচিত সবার।

 2 years ago 

যথার্থ বলেছেন ঢাকা শহরের বন্দী জীবন আমার একদমই ভালো লাগে না। গ্রামের মুক্ত বাতাস বেশ ভালো লাগে। আপনাদের পুরো পরিবারকে দেখে খুবই ভালো লেগেছে। ইলমাকে খেলাধুলা করার জন্য ছেড়ে দিয়েছেন জেনে খুশি হলাম। কারণ বাচ্চারা শহরে একদম বন্দী জীবন কাটায়। ওদের জন্য এটা বেশ প্রয়োজন। পরবর্তী পর্বগুলো দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আসলে ইলমা এখানে এসে বেশ খোলামেলা পরিবেশে খেলাধুলা করছে। এটা দেখে আমার কাছে আসলে ভীষণ ভালো লাগছে। আর সব মিলিয়ে আমরা পুরো পরিবেশটাকে ভীষণ ভাবে উপভোগ করছি এটাই সবথেকে বড় ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপু খুব চমৎকার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60754.23
ETH 2913.09
USDT 1.00
SBD 2.31