অনুভূতির গল্প :( একটি ছোট্ট চড়ুই পাখি যখন চোখের সামনে প্রান হারায় 🥺

in আমার বাংলা ব্লগ3 years ago
অনুভূতির গল্প :(

একটি ছোট্ট চড়ুই পাখি যখন চোখের সামনে প্রান হারায় 🥺


IMG20220408135343_01~2.jpg

আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ। একটু কষ্ট কারোর সহ্য করতে পারিনা সেটা মানুষ কিংবা প্রানী যাই হোক। আসলে ছোট থেকে এভাবেই বড় হয়েছি এবং আমি আমার আবেগ অনুভূতিগুলো বেশ যত্নের সাথে তুলে ধরতে পছন্দ করি। আসলে ব্যাপারটা হচ্ছে প্রান তো প্রানই, সেটা খুদ্র পিঁপড়ে কিংবা বড় হাতি যাই হোক। সবার প্রানের মূল্য রয়েছে। সৃষ্টিকর্তা প্রতিটি জীবকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং প্রান সঞ্চার করে তার মহত্ব বাড়িয়েছেন।

IMG20220408135453_01.jpg

IMG20220408135458_01.jpg

ঘটনাটি হচ্ছে আমাদের বাসার তিন তালার কাজ চলছে। বিশাল আয়োজন করে তিনতালার ছাদ ঢালাই করা হচ্ছে। সারাদিন ধুপ ধাপ বিকট শব্দ লেগেই আছে। রিতিমত আমরা যারা নিচতলায় থাকি তাদের অবস্থা ভীষণ খারাপ। আমাদের বাসার সুয়ারেজ যে পাইপগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেশ কিছু চড়ুই পাখি বাসা বেঁধেছে। একটি ব্যাপার লক্ষ্য করলাম মাঝে মাঝেই চড়ুই পাখির বাচ্চার মৃতদেহ পাচ্ছিলাম ওদের বাসার ঠিক নিচেই। ওদের বাসা বেশ উঁচুতে ওখানে আমার পৌছানো সম্ভব না।

IMG20220408135404_01~2.jpg

IMG20220408135331_01.jpg

গত দু'দিন আগে আরো দুটি চড়ুই পাখির বাচ্চা মাটি চাপা দিয়েছি 🥺 চোখের সামনে ওদের মাংস পিঁপড়ে খাচ্ছে দেখতে ভীষণ কষ্ট লাগে আমার। সৃষ্টিকর্তা এতো চমৎকারভাবে সৃষ্টি করেছেন কিন্তু একটির পর একটি মারা যাচ্ছে যা ভীষণ কষ্টকর একটি ব্যাপার। আজকে ঠিক আমি বাসা থেকে বের হচ্ছি তখনই লক্ষ্য করলাম আরো একটি পাখির বাচ্চা উপর থেকে মাটিতে আছড়ে পড়লো। 🥺

IMG20220408135338_01.jpg

দৌড়ে এগিয়ে গিয়ে পাখির বাচ্চাটি হাতে তুলে নিলাম। দেখলাম এখনো তার প্রান ডিপডিপ করছে। চেষ্টা করলাম তার বাসা পর্যন্ত কোনভাবে পৌঁছাতে পারি কিনা কিন্তু পারলাম না বেশি উচ্চতার কারণে।উপর থেকে পরে বেশ আঘাত পাওয়ার কারণে পাখির বাচ্চাটি আমার হাতের উপর প্রান ত্যাগ করলো। আমার মন ভীষণ খারাপ হয়ে গেল, আরো একটি প্রান চলে গেল 🥺 আসলে এই অনুভূতিটা বলে বোঝানো সম্ভব নয়, কি যে খারাপ লাগছিল। আসলে আমার কাছে মনে হয় অতিরিক্ত শব্দ কিংবা অন্য কোন কারণে এটি হয়ে থাকতে পারে। কিন্তু আমার মন প্রতিবারই খারাপ হচ্ছে। অবশেষে তার দেহটা আবার মাটি চাপা দিয়ে দিলাম সাথে আমার একরাশ কষ্ট 🥺 আর বললাম বিদায় বন্ধু।

IMG20220408135559_01.jpg

ছবির বিবরণ
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

Sort:  
 3 years ago 

বিষয়গুলো খুবই নির্মম। এটা দেখলে যে কারো মন খারাপ হয়ে যাবে। একেবারে বাচ্চা পাখি অথচ প্রকৃতির নির্মম পরিহাস। এরাই তো প্রকৃত অসহায় 😞😞😞

 3 years ago 

বিষয়টি অনেক নির্মম। তাই আর স্থির থাকতে পারলাম না 😥 পোস্টটি করলাম।

 3 years ago 

ছোট্ট চড়ুই পাখিটি বেচে থাকলে হয়তো কয়েক সপ্তাহ পরে উড়া শিখতো। 😥। কি আর করার। সবারই মৃত্য আছে। সব পশু পাখির মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। অনেক ভাল লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জি ভাই সত্যিই হয়তো কিছুদিন পর মুক্ত আকাশে উড়ে বেড়াতো 😔
ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য 🥀

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 3 years ago 

স্যার আজকে আপনার চড়ুই পাখির গল্পটি পরে মনটা খারাপ হয়ে গেলো। মনে হচ্ছে বাসায় কাজ করার কারনে শব্দের ভয়ে চড়ুই পাখির বাচ্চা তার বাসা থেকে পরে গেছে। আর পরে গিয়ে প্রদান হারালো বেশ খারাপ লাগলো।

আসলে ব্যাপারটা হচ্ছে প্রান তো প্রানই, সেটা খুদ্র পিঁপড়ে কিংবা বড় হাতি যাই হোক। সবার প্রানের মূল্য রয়েছে। সৃষ্টিকর্তা প্রতিটি জীবকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং প্রান সঞ্চার করে তার মহত্ব বাড়িয়েছেন।

আপনার কথা গুলো পড়ে ভিশন ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো। থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 3 years ago 

ধন্যবাদ লিমন।
আসলে প্রতিটি প্রান মূল্যবান। তাই ভীষণ খারাপ লাগছিল 🥺
একটি নয় বেশ কয়েকটি মারা গেছে।
তাই অনুভূতি ব্যাক্ত করেছি।

 3 years ago 

আসলে ব্যাপারটা হচ্ছে প্রান তো প্রানই, সেটা খুদ্র পিঁপড়ে কিংবা বড় হাতি যাই হোক।

এমন করে যদি সবাই ভাবতো, হয়তো পৃথিবীটাই বদলে যেত। খুব ভালো একজন মানুষ আপনি ভাই, এই মনুষত্ব বলে কিছু একটা আছে আপনার ভেতরে। যে শহরে মানুষের কাছে মানুষের মূল্যই নাই সেখানে একটা পাখির প্রতি আপনার ভালবাসায় বলে আপনি কেমন।🖤

 3 years ago 

সত্যিই ঠিক বলেছেন এখন মানুষের মূল্য কমে গেছে কিছু অমানুষের জন্য। যাক আমাদের চেষ্টা আমাদের মতো করে যেতে হবে। জীবের প্রতি দয়া দেখাতে হবে।

 3 years ago 

খুব খারাপ লাগলো ভাই এই চড়ুই পাখির বাচ্চার মৃত্যু টা দেখি। আসলে আপনার এখানে কিছু করার নাই। আসলে বাসার কাজের জন্য এরকম হলে আর কিছু করার থাকে না। ধন্যবাদ আপনাকে এরকম একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে একটা নয় পর পর বেশ কয়েকটি পাখির বাচ্চা মারা যাওয়াতে ভীষণ খারাপ লাগছিল 🥺।
ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

আসলেই প্রান তে প্রানই, কথাটি আসলে ভালো লাগলো।কিন্তু সবার কাছে কি আর প্রানের মূল্য আছে!।যাই হোক খারাপ লাগলো চড়ুই পাখির বাচ্চার জন্য।মাটি চাপা দেওয়াতে ভালোই হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

আসলে চড়ুই পাখিগুলো একটার পর একটা মরছিলো, আসলেই খারাপ লাগছিলো 😔
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

সৃষ্টিকর্তার সব সৃষ্টি আসলে সুন্দর। আর প্রতিটি মৃত্যুই কষ্টদায়ক। ভালো লাগে যখন কেউ অন্য প্রাণীর কষ্টে নিজেও ব্যথিত হয়। সত্যিকার অর্থে তারাই প্রকৃত মানুষ যারা অন্যের কষ্ট বুঝতে পারে। বেঁচে থাকুন আপনার এই অনুভূতি। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। ভালো থাকবেন ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাই আমার অনুভূতিগুলো বোঝার জন্য। আসলে এতোটাই খারাপ লাগছিল 🥺।
তাই বিষয়টি নিয়ে লিখলাম।

ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার পোস্টটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা পাখির বাচ্চা দের ধরে নিয়ে এসে বাসায় রাখতাম এবং তাদের জন্ম নিতাম। আবার সেই পাখির বাচ্চাটি কে আমরা পাখির বাসায় রেখে আসতাম।

 3 years ago 

ধন্যবাদ ভাই বিশেষ মন্তব্যের জন্য 🥀

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05