You are viewing a single comment's thread from:

RE: ভৌতিক গল্প : "মৃত্যুর কাছাকাছি" - পর্ব ০৩

in আমার বাংলা ব্লগ3 years ago

গল্পটা অনেক মনোযোগ দিয়ে পড়ে বুঝতে পারলাম, নিতাইয়ের সাথে আমার সাথে ঘটে যাওয়া কিছু মুহূর্তের মিল খুঁজে পাচ্ছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা ,আমার জীবনে একটি প্রেতাত্মাকে বাঁশঝাড়ের এর উপরে গান গাইতে দেখার ভয়ানক অভিজ্ঞতা রয়েছে।

দুলালের সাথে আমার জীবনের খুঁজে পাওয়া কিছু মিল।

ছোটবেলা থেকে আমি একজন ফুটবল প্রেমিক ফুটবল খেলা আমি খুব পছন্দ করি। আমাদের গ্রামের মানুষজন গুলো কিন্তু তার ব্যতিক্রম নয় তারা প্রত্যেক ফুটবল বিশ্বকাপের সময় আমাদের স্কুলের ফিল্ডে একটি বড় বাইস্কোপের ব্যবস্থা করেন যেখানে বড় পর্দায় আমরা বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করতে পারি। গতবার যখন আমি ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিলাম তখন প্রায় আনুমানিক রাত ৩ টা বাজে আমি তখন আমার মোবাইলে গান শুনতে শুনতে বাড়ির দিকে হাঁটছিলাম। আমার বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি কবর স্থান রয়েছে এবং তার পাশে রয়েছে বিরাট বড় একটি বাঁশের ঝাড়। যখন আমি কবরস্থানের পাশ দিয়ে বাড়ি ফিরছিলাম তখন খেয়াল করলাম মর্মর করে বাসের শব্দ হচ্ছে, আমি কিন্তু একা ছিলাম স্বাভাবিকভাবে আমার গায়ে কেমন একটি ছমছমে ভাব চলে এলো। কিছুক্ষণ পর খেয়াল করলাম বাঁশঝাড়ের উপরে সাদা পোশাক পরা কে যেন গুন্ গুন্ করছে সেটি দেখার পরে আমি ভয়ে থর থর করে কাঁপতে শুরু করছিলাম, তবু কোন রকম ভাবে আমি বাড়ি ফিরতে সক্ষম হয়েছিলাম।

দুলাল (তার জীবনের দৈনন্দিন কাজ) মাছ ধরতে গিয়ে নিতাই পেতের খপ্পরে পড়েছে , দুলাল কি পারবে নিজের বাড়ি ফিরতে ?

ধন্যবাদ@rme ভাইয়া , এত সুন্দর একটি গল্প ধারাবাহিক ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

• অপেক্ষায় রইলাম তৃতীয় পর্বের জন্য....

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 93926.04
ETH 3262.16
USDT 1.00
SBD 7.07