ফটোগ্রাফি পোস্টঃ- বৃষ্টির দিনে এলোমেলো ফটোগ্রাফি
আজ - রবিবার
এইত কিছুদিন ধরে শুরু হলো বৃষ্টির যেন কমছেই না।একবারের মুষলধারে কখনো বৃষ্টিপাত হচ্ছে কখনো বা ধীরে, ধীরে বৃষ্টিপাত হচ্ছে তবে যেটাই হোক না কেন বৃষ্টিপাত কিন্তু কোনভাবেই থামছে। দীর্ঘ তিন দিন পরে আজকে একটু ছ্যাক দিয়েছে বৃষ্টিটা তাই আজকে ভাবলাম যে একটু চুল দাড়িটা সাইজ করে আসি। তাই আমার একটা ছোট ভাই শুভকে নিয়ে কেজির মোড় বাজারে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে এবং নিজে একটু ফ্রেশ হতে। তবে দুর্ভাগ্যবশত অনেক দোকানপাশার ওখানে বন্ধ ছিল কারণ মুষলধারে বৃষ্টিপাত হওয়ার কারণে ওখানে পাবলিক একেবারেই কম। তবুও কিছু, কিছু ভ্যান রিক্সা দেখছি যে চলমান রয়েছে। যাই হোক অনেকক্ষণ ওখানে ঘোরাফেরা করার পরে আমি এবং আমার ওই ছোট ভাইটা দুজন মিলে যখন সেলুন খোলা পেলাম না তখন আমরা বেতিলে ব্যাক এসে আবার একটি সেলুনে এসে আমাদের কাজটা শেষ করে পরবর্তীতে আবার চারিদিকে একটু ঘুরাঘুরি করছিলাম। আজকে আমার যে অভিজ্ঞতাটুকু হলো সেই অভিজ্ঞতা থেকে ছোট একটি অংশ আপনাদের মাঝে শেয়ার করে নেব আশা করি আজকের এই পোস্টটি আপনাদের বেশ ভালই লাগবে।
তবে আমি একটা জিনিস খেয়াল করলাম বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকাতে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে তাদের মাছের পুকুর রয়েছে অনেকের পুকুর প্রায়ই ভাটিয়ে মাছ অন্যান্য পুকুরে চলে গেছে যেটা তাদের জন্য অনেক ক্ষতির একটা কারণ তারা লক্ষ টাকা ব্যয় করে মাছ চাষ করে একটু লাভের আশায়। তবে এমন যদি প্রাকৃতিক দুর্যোগ এমন ভাবে লাগে। তবে মহান আল্লাহর কাছে দোয়া করি যেন খুব দ্রুতই এমন দুর্যোগ চলে যায় এবং সবাই যেন উপকৃত হতে পারে এবং তাদের দৈনিক কাজকর্ম চলাফেরা সবকিছু চলমান রাখতে পারে। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যারা এখানে রিক্সা বা ভ্যান চালায় এদের একেবারেই কোনরকম রুজি হচ্ছে না কারণ এখন সবাই অটো এবং সিএনজি এগুলোতে বেশ চলাফেরা করছে তাই কিছু, কিছু অংশ মানুষের এই দিনগুলোতে একটু সমস্যায় হয়ে গেছে। যাহোক আবহাওয়া হয়তোবা খুব দ্রুতই ভালো হয়ে যেতে পারে এটাই প্রত্যাশা আমাদের । যাই হোক আপনাদের মাঝে আজকে কিছু রেন্ডম ফটোগ্রাফী শেয়ার করছি চলুন দেখে আসি সেগুলো।
আমি যখন বাড়িতে ছিলাম তখন এই ফটোগ্রাফি টা করেছিলাম সেদিন প্রায় সারাদিনই বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি শেষে যখন আকাশটা পরিষ্কার হলো তখন বাইরে গিয়ে আমি এই ডাটার ফটোগ্রাফিটা করেছিলাম।আমার কাছে ব্যক্তিগতভাবে এটি খুব ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টে জানাতে পারেন।
আমাদের হোস্টেলের বিল্ডিং থেকে বাইরের দৃশ্য গুলো দেখতে বেশ চমৎকার লাগে সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছিলাম এবং সেই সাথে যেই প্রকৃতির সুন্দর বাতাস বইছিল সেটা গায়ে লাগাচ্ছিলাম। তখন হঠাৎ করে এই সজনে ডাটার কাজগুলোর দিকে চোখ পরল ঠিক তখনই আমি এই ফটোগ্রাফি টা করেছিলাম।
এটা হচ্ছে কেজির মোড়ের একটা দৃশ্য এই জায়গাটিতে বাস সবসময় দেখি দাঁড়িয়ে থাকে এটা কিন্তু কোন বাস স্ট্যান্ড না তবে হয়তো বা বাস পরিষ্কার করার জন্য এই জায়গাটায় রাখা হয়। এবং পরবর্তীতে পরিষ্কার করা শেষ হয়ে গেলে এখান থেকে আবার ভাড়া দিয়ে দেওয়া হয়।
এই ফলের দোকানটা আমার দেখে খুব ভালো লাগলো বিশেষ করে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে আপেলগুলো অনেক সুন্দর করে ঝুলানো রয়েছে আর এমন দৃশ্য খুব কমই চোখে পড়ে তাই ভাবলাম যে একটা ফটোগ্রাফি করে ফেলি।
এটা হচ্ছে এনায়েতপুরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বাড়ি থেকে দেখছিলাম যে অনেকগুলো ছেলে-মেয়ে বাইরে হাটাহাটি করছে তখন ভাবলাম যে এ জায়গাটিতে তো সচরাচর আসা হয় না যখন এসেছি তখন একটা ফটোগ্রাফি করে ফেলি। সিরাজগঞ্জে এই জায়গাটা আমার কাছে বেশ ভালই লাগে।
এই ছবিটা দেখতে পাচ্ছেন ভেটেনারির একটি গলি। আসলে আমাদের হোস্টেলের পিছনের দিকে ভেটেনারি বিশ্ববিদ্যালয় এ জায়গাটিতে আমরা সচরাচর তেমন যাই না তবে দূর থেকে এই জায়গাটায় আমরা দেখি এবং দেখতে বেশ ভালোই লাগে তাই ভাবলাম যে আজকে এটার একটা ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি।
এটাই হচ্ছে আজকের শেষ ফটোগ্রাফি। এ ফটোগ্রাফি তে দেখতে পাচ্ছেন আপনারা যে নদীগুলো শুকিয়ে গেছে এবং নতুন করে আবার তরতাজা হচ্ছে কারণ গত তিনদিন যাবৎ একনাগারের মুষলধারে বৃষ্টি হচ্ছে যার কারণে শুকিয়ে যাওয়া নদীটা আবার জেগে উঠছে। নদীটা দেখতে আমার অনেক ভালো লাগে এবং নদীর পানির গর্জন তো আরো বেশি প্রিয় আমার।
ব্লগার | @emonv |
---|---|
ডিভাইস | Tecno camon 20 |
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
লোকেশন | সিরাজগঞ্জ |
আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
ব্লগার @emonv ডিভাইস Tecno camon 20 শ্রেণী ফটোগ্রাফি পোস্ট লোকেশন মৎস ডিপ্লোমা সিরাজগঞ্জ 🔚 সমাপ্তি আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
বেশ কয়েকদিন বৃষ্টির কারণে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। অনেকের ফসলের জমি ঢুকে গেছে। আর এদিকে কারেন্ট না থাকায় যে অবস্থা হল। যাইহোক এই মুহূর্তে ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। বেশ দারুন দারুন সব চিত্র ধারণ করেছেন আপনি।
ভাইয়া প্রাকৃতিক দুর্যোগের সবারই বেশ কিছু ক্ষতি হয়েছে। বিশেষ করে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। বিশেষ করে কলেজের হোস্টেলের বিল্ডিং থেকে তুলা ফটোগ্রাফি গুলো। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার হাতে তোলা বৃষ্টির দিনে এলোমেলো কিছু ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লাগলো। আর যখন এস আই বাসের ফটোগ্রাফিটা দেখতে পারলাম।তখন মনটা একটু খারাপ হয়ে গেল কারণ ফ্যামিলি থেকে দূরে থাকি তো এজন্য নিজ অঞ্চলের বাস দেখলে মনটা একটু খারাপ হয়ে যায় । যাইহোক প্রকৃতিগত কিছু সমস্যা এটা আল্লাহই একমাত্র ভালো জানেন, উনিই একমাত্র উত্তম ফয়সালাকারী। এখনতো মৎস্য চাষী এবং দিনমজুর একটু কষ্ট পাচ্ছে। আল্লাহ হয়তো এর পুরস্কার হিসেবে অন্য কিছু রেখেছেন তাদের জন্য।যাইহোক আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বর্তমান রিক্সা চালক ও ভ্যান চালক তাদের ইনকাম পুরাই বন্ধর দিকে।বিশেষ করে অটো ও সিএনজির কারনে।যাইহোক আপনি বৃষ্টির দিনে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
বৃষ্টির সময় এরকম ভাবে ফটোগ্রাফি করলে দেখতে অনেক ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর দেখতে সব ফটোগ্রাফি করেছেন, যা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে এগুলোর সৌন্দর্য দেখে এক নজরে তাকিয়ে ছিলাম। আমার কাছে সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে প্রথম দুইটা ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে। আপনি এত সুন্দর ফটোগ্রাফি করতে পারেন প্রশংসা তো করতেই হচ্ছে।
হ্যাঁ ভাইয়া বৃষ্টি আমাদের জন্য যেমন আশীর্বাদ অন্যদিকে আবার অভিশাপও। অতি বৃষ্টিতে দেশে ও ফসলের অনেক ক্ষতি হয়ে যায়। আজ শুনে খারপ লাগছে যে আপনাদের গ্রামের অনেকের পুকুরের মাছ অন্য পুকুরে চলে গেছে। যাইহোক সবাই ক্ষয়ক্ষতি থেকে ভালো থাকুক এই দোয়াই করি। আজ আপনার ফটোগ্রাফিগুলো চমৎকার হয়েছে। আসলে বৃষ্টির দিনের কোন ফটোগ্রাফি করলে তা দেখতে অন্য রকম ভালো লাগে।
অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের সবার অনেক ক্ষতি হয়। পুকুরের মাছ চলে যায় এবং রাস্তাঘাট ডুবে যায় ধান ক্ষেত নষ্ট হয়। এলোমেলো বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে।
বেশ কিছু সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট দেখে ভালো লাগলো আমার। একই সাথে অনেকগুলো সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছেন। দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।প্রতিটি ফটোগ্রাফির সাথে সুন্দর ভাবে বর্ণনাও তুলে ধরেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।