অঘটনের রাত!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Sony Liv channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
ফুটবলে অঘটন বলতে কিছুই নেই। অন্তত আমি এটাই বিশ্বাস করি। সবসময় যে ভালো খেলবে সেই দল টাই ম্যাচ জিতবে। তবে ঐ দেওয়ার জন্যই টাইটেল টা দেওয়া আর কী। গতকাল রাতে উয়েফা চ্যাম্পিয়ন লীগের ম্যাচ ছিল। যেখানে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এর মতো বড় দলগুলো মাঠে নেমেছিল। সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম রিয়াল মাদ্রিদ এবং লিলির ম্যাচের রিভিউ দেব। কিন্তু রিয়াল মাদ্রিদ কাল এতো বাজে খেলেছে রিভিউ আর দিতে ইচ্ছা করছে না। যাইহোক এটা ছিল চ্যাম্পিয়ন লীগের দ্বিতীয় ম্যাচডে। প্রথম ম্যাচ ডে তে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে স্টুটগার্ট এর সাথে জিতেছিল ভালোভাবে। গতকাল দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ফ্রান্সের ক্লাব লিলি। লিলির ঘরের মাঠে ম্যাচটা ছিল।
সবদিক থেকেই পিছিয়ে ছিল লিলি। কিন্তু মাঠের খেলায় তারা বেশ চমৎকার খেলেছে। নিজেদের ঘরের মাঠে জনাথন ডেভিড এর পেনাল্টি থেকে করা একমাত্র গোলে জয়লাভ করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে রিয়াল মাদ্রিদের সাথে। অন্যদিকে মাদ্রিদ খেলোয়াদের পারফরম্যান্স গতকাল ছিল খুবই বাজে। পুরো ম্যাচে তারা একটাও গোল করতে সক্ষম হয়নি। কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো গোলে কনভার্ট করতে পারেনি তারা। অন্যদিকে আরেক জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ মুখোমুখি হয়েছিল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার। অ্যাস্টন ভিলার ঘরের মাঠে ছিল ম্যাচটা। ভেবেছিলাম বায়ার্ন মিউনিখ হয়তো ম্যাচটা জিতবে।
কিন্তু এবারেও আমার ধারণা ভুল ছিল। নিজেদের ঘরের মাঠে বেশ দেখেশুনে খেলতে থাকে অ্যাস্টন ভিলা। ম্যাচের ৭৯ মিনিটে অ্যাস্টন ভিলা খেলোয়ার দুরান এর গোলে এগিয়ে যায় তারা। রিয়াল মাদ্রিদের মতোই চেষ্টা করেও গোল করতে পারেনি বায়ার্ন মিউনিখ। ফলাফল তারাও এই সিজেনে প্রথম হারের মুখ দেখে নেয়। রিয়াল এবং বায়ার্ন শুধু হেরেছে। কিন্তু আরেক স্প্যানিস ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে পর্তুগালের ক্লাব রীতিমতো নাকানিচোবানি খাইয়েছে। নিজেদের ঘরের মাঠে বেনেফিকা গুণে গুণে এক হালি গোল দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ কে। এইদিন পুরো বেনেফিকা দল যেন অপ্রতিরোধ্য ছিল। তাদের খেলোয়ার রা মাঠে ম্যাচের তফাৎ টা গড়ে দেয়।
অন্য ম্যাচগুলোতে লিভারপুল, জুভেন্টাসের মতো দলগুলো মাঠে নেমেছিল। তবে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। তাদের ক্ষেত্রে কোন অঘটন আর ঘটেনি। সবমিলিয়ে এক অন্যরকম রাত কেটেছে ইউরোপীয় জায়ান্টদের। এবারের চ্যাম্পিয়ন লীগের ফরম্যাট বেশ আলাদা। এটা যেকোনো দলের জন্য চ্যালেঞ্জিং। তবে রিয়াল মাদ্রিদের খেলা আমাকে প্রচণ্ড হতাশ করেছে। গতকাল কার্লো আনচেলওি বেশ চমক দিয়ে একাদশ নির্ধারণ করে। যার মধ্যে সবচাইতে অবাক করা ছিল রদ্রিগো কে শুরুর একাদশে না রাখা এবং এন্ড্রিক কে রাখা। এটা বেশ অবাক করেছে আমাকে। যাইহোক আশাকরি পরবর্তী ম্যাচ থেকে ব্যাক করবে রিয়াল মাদ্রিদ তাদের পুরানো সেই ভয়ানক রুপে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.