You are viewing a single comment's thread from:
RE: অন্যায় ছোট হলেও প্রশয় দেওয়া ঠিক না।
আসলেই আপু কিছু কিছু জিনিস সময় থাকতে করতে হয়। একবার হাতের বাইরে চলে গেলে আর নিয়ন্ত্রণ করা যায় না। ঠিক ঐ ছেলেটার ক্ষেএে যেমনটা হয়েছে। বাচ্চারা সাধারণত কাদা মাটির মতো আপনি যেমন আকার দেবেন যেমন শিক্ষা দেবেন তেমনটাই শিখবে। আর অন্যায় ছোট হোক বা বড় সেটাকে প্রশয় দেওয়া যাবে না।।