You are viewing a single comment's thread from:
RE: দিল্লীর বিপক্ষে সুনীল নারিনের বিধ্বংসী ব্যাটিং
সুনীল নারিন যেদিন খেলে এইরকমই খেলে। কোন বলার কেই সে ছাড় দেয় না। গতকাল যখন কলকাতার স্কোর দেখি ১৩ ওভারে ১৭০ তখন বিশ্বাস করতে পারছিলাম না। ২৭২ রানের বিশাল এক সংগ্রহ পাই কলকাতা। এবং এই রান টি টুয়েন্টিতে চেজ করা এককথায় অসম্ভব। যার ফলস্বরুপ দিল্লিও পারে নাই। তবে গতকালের ম্যাচটা বেশ উপভোগ করেছি।
এই ম্যাচে বোলারদের পুরো ধুয়ে দিয়েছিলো বলতে গেলে। শেষে বলার পাচ্ছিল না যে, কাকে দেবে। কারো বলেই কাজ হচ্ছে না, যেটা দেয় সেটাতেই ৪ না হয় ৬ যাচ্ছে। এতো হাই স্কোর এর মূল বিষয় হলো, পাওয়ার প্লে ওভার এ ১০০ এর কাছে নিয়ে যাওয়া।