একজন মানুষের সঠিক কর্ম শুধু তার নিজের না পুরো দেশের বা প্রজন্মের কাজে লাগে। ঠিক ঠিকইভাবে একজন মানুষের খারাপ কর্ম পুরো জাতির ফলাফল ভোগ করা লাগে। কর্ম ছাড়া মানবজীবন কখনো স্বার্থক হয়না। একজন সফল মানুষ কখনোই কর্ম ছাড়া সফল হতে পারে না। আর মানুষ কর্মঠ হয়ে জন্ম নেয় না। পরিবেশ পরিস্থিতি শিক্ষা তাকে কর্মঠ করে দেয়। সবমিলিয়ে দারুণ লিখেছেন ভাই।।