"আমার বাংলা ব্লগ." একটি সুইসাইড নোট। আগষ্ট ০৪,২০২১।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)



আমার বাংলা ব্লগে,
সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে।



আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজ আমি আমার জীবনে পড়া সেরা একটি গল্পের কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। এই বইয়ের সম্পূর্ণ গল্পটা আপনাদের কাছে ছোট করে তুলে ধরব। সবাই সাথে থাকবেন। গল্পটির নাম একটি সুইসাইড নোট

images (1).jpeg

ছবির উৎস



একটি সুইসাইড নোট:

চলে যাচ্ছি, তবে কোথায় যাচ্ছি জানি না, তবে যাচ্ছি এটা পরিষ্কার বুঝতে পারছি। মনে আছে আমি বলতাম যেসব মানুষ কোনো কাজে লাগে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আমিও সেই গোএে চলে গেলাম। সত্যি সত্যি ভাবতে খারাপ লাগছে যে কিছুদিন পর আমি আর তোদের মাঝে থাকব না। তবু তোরা দিব‍্যি থাকবি। তখনও সকালে সূর্য উঠবে। আমি থাকব না তবুও সন্ধ‍্যার পর শিল্পকলার সামনের রাস্তায় আড্ডা ঠিকই জমবে। সবকিছুই যেমন চলছে তেমনই চলবে। হয়তো মাঝের কিছুটা সময় চোখের কিছুটা জল ঝড়বে। পৃথিবী হয়তো কখনোই জানবে না যে তার কাছে একটি স্বপ্নবিলাসী পৃথিবী ছিল।

হয়তো স্মরণ করার মতো মহৎ কোনো কাজও করা হয়ে উঠেনি। তবু একটু স্মরণ করিস। যখন কোনার ছোট্ট ঘরটাতে ঢোকার মুখে বলার কেউ থাকবে না এটা আমার নামাজের জায়গা খালি পায়ে ঢোক। স্মরণ করিস তখন যখন সবার চোখে পারফেক্ট যা আমার চোখে পারফেক্ট না সেইসময়। যখন চৈত্রের বাতাসে চুল উড়বে ধূলো উড়ে এসে চোখে পড়বে আর বলার কেউ থাকবে না, এই আবহাওয়াটা হয়তো মন ভালো করে দেয়, নইতো মনটা খুব খারাপ করে দেয়। তোরা যখন লেখাপড়া করবি আসপাশে একটু তাকাস। খুজিস ফাঁকিবাজ আমাকে। চলন্ত গাড়ি থেকে রাস্তার পাশের ডোবায় কুচুরিপানা ফুল দেখলে জানালা দিয়ে তাকিয়ে থাকা সেই আমাকে স্মরণ করিস।

না আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না নিজেকে স্মরণীয় ভাবার। যদি কোনো উপলক্ষ না থাকে তবুও একটু স্মরণ করিস। আমার একটা ইচ্ছা পূরণ করবি? মন চাইলেই বলে উঠিস মরে গিয়েও ইচ্ছার শেষ নেই। তবু পূরণ করিস এই ইচ্ছা। আমার বাম চোখ ডান কিডনি আর হৃৎপিণ্ডটা দান করিস। ডান বামের রহস্য উৎঘাটনে যাওয়ার দরকার নেই। শুধু শুধু গোলক ধাঁধাঁয় আটকে পড়বি। শেষ সময়ে সেটা আমি চাই না। আমার বিড়াল পিতাস টার একটু খেয়াল রাখিস। বড্ড বেশি ভালোবাসি পাগলাটে। ওকে তোদের ভরসায় রেখে গেলাম। তোরা সবাই ভালো থাকিস। আর পারলে আমার মৃত্যুর পর আমাকে স্মরণ করিস।

প্রতিদিন এরকম হাজারো সুইসাইড নোট রচিত হচ্ছে। এক একটি নোটের ভাষা আলাদা কথা আলাদা আবেগ আলাদা লেখকও আলাদা কিন্তু পরিণতি সবগুলোর একই। একটি সুইসাইড নোট পড়লে বোঝা যায় একজন মানুষ কত যন্ত্রণায় থাকলে সুইসাইড করে। একজন সুইসাইড করলে সে পৃথিবী থেকে বিদায় নেবে চিরকালের মতো। হয়তো কপালের জোড়ে খুব কম সংখ্যক লোক ফিরে আসে। একটি সুইসাইড নোট বলে দেয় মৃত্যুর পিছনে কত কারণ থাকে।



cc:
@rme
@shuvo35
@hafizullah
@rex-sumon



Sort:  
 3 years ago 

কঁপিরাইট ফ্রী ফটো ব্যবহার করতে হবে ।এটা আবশ্যক।

 3 years ago 

আমি দুঃখিত। আমি ভূল লিংক দিয়েছিলাম। আপনি এখন চেক করতে পারেন। আমি এখন কপিরাইট ফ্রী ছবি ব‍্যবহার করেছি।

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

Thanks TO Visited My Post.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59993.26
ETH 2312.53
USDT 1.00
SBD 2.49