ক্যাম্পাসে বৃষ্টির ভিডিওগ্রাফি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছে। তবে একটু টেনশনে আছি এইজন্য মনটা একটু খুবই অস্থির। দিনগুলো কীভাবে যেন কেটে যাচ্ছে। দেখতে দেখতে বছরের ১০ টা মাস কেটে গেল। আর দুই মাস পরে নতুন বছর। ভাবতেই কেমন জানি লাগছে। সময় চলে যায় কিন্তু স্মৃতি মূহূর্ত এগুলো সবসময় মনে থেকে যায়। এগুলো কখনোই আমরা ভুলতে পারি না। গতবছরও যখন বাড়ি ছিলাম তখন সময় গুলো পুরোপুরি আলাদা কাটত। বিশেষ করে বৃষ্টির সময় টা। আমি বাড়িতে থাকতে বৃষ্টির সময় টা খুবই উপভোগ করতাম। বৃষ্টি হলেই আমাদের প্রথম কাজ ছিল ফুটবল খেলা। এর চেয়ে আনন্দদায়ক হয়তো আর কিছু নেই।
টানা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হয়ে যেতাম নিজের ছোট গ্রাম টা ঘোরার জন্য। তখন চমৎকার লাগত। রাস্তায় কোন মানুষ থাকত না। বৃষ্টির পানি আমার গায়ে একটা শিহরণ তৈরি করত। সবমিলিয়ে বৃষ্টি টা বেশ উপভোগ করতাম। তবে ইদানিং বৃষ্টি টা আর ঐভাবে উৎযাপন করতে পারি না। এখন অধিকাংশ সময় ব্যস্ত থাকতে হয়। বৃষ্টি হলেও সেটা আর মনোযোগ দিয়ে উপভোগ করতে পারি না। তবে ঐদিন ক্যাম্পাসে গিয়ে হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। এমন মুষলধারে বৃষ্টি অনেকদিন বাদে দেখলাম। বেশ অসাধারণ লাগছিল। এবং ঐসময় শুরু হয়েছিল লাঞ্চ ব্রেক।
লাঞ্চ ব্রেকের পুরোটা সময় ইউনিভার্সিটির চতুর্থ তলার ব্যালকনি থেকে বৃষ্টি টা উপভোগ করছিলাম। ক্রমেই বৃষ্টিতে চারিপাশ ঝাপশা হয়ে গেল। শহরের উঁচু বিল্ডিং গুলোতে বৃষ্টির পানি এসে ঝাপটে পড়েছে। নিচের গাছগুলো দুলে উঠছে। মাঝে মাঝে বৃষ্টির ঝাপটা এসে আমার গায়ে লাগছিল। বেশ লাগছিল তখন। এভাবেই মূহুর্ত্তের মধ্যে সময় কেটে যায়। ঐসময় আমি কিছু ফটোগ্রাফি করেছিলাম এবং একটা ভিডিও করেছিলাম। ঐটা এখন আপনাদের সাথে শেয়ার করে নিব। আশাকরি আপনাদের ভালো লাগবে।
ভিডিওগ্রাফি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভিডিওগ্রাফিটা ভালো হয়েছে ভাইয়া। বৃষ্টিস্নাত ক্যাম্পাস্টা অনেক সুন্দর। ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ছিল মানন্সই। সবমিলে ভালো লেগেছে ভিডিওগ্রাফিটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে গ্রামের পরিবেশে থাকলে যখন এসেছে তখন নিজের মতো করে বৃষ্টি উপভোগ করা যায়। কিন্তু শহর জীবনে এটা কিন্তু হয়ে ওঠে না। আর এটা হওয়াতে হলে বেশ হিমশিম খেতে হয়। যাইহোক আপনার ভিডিওটা ভালো লাগলো পাশাপাশি আপনার বিস্তারিত কথাগুলো ভালো লাগলো আমার।
ক্যাম্পাসে বৃষ্টির ভিডিওগ্রাফিটি দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া। শহর আর গ্রামীণ পরিবেশের বৃষ্টির দিনের অনুভূতি এক হয়না।শহরে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিনটিকে উপভোগ করতে হয়।আপনি সুন্দর একটি বৃষ্টির দিনের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।