দৃষ্টিভঙ্গি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
শিক্ষার আসল উদ্দেশ্য কী?? অর্থাৎ আমি বলতে চাইছি বিদ্যা অর্জনের উদ্দেশ্য কী? নিশ্চয়ই চাকরি করা না! আমি আমার এই ছোট মস্তিষ্কে যতটা বুঝি শিক্ষা অর্জনের উদ্দেশ্য নিজের ভেতরের সত্ত্বাকে জাগিয়ে তোলা। জ্ঞান অর্জনের পর সেটা মানুষের কল্যাণে অথবা দেশের কল্যাণে কাজে লাগানো। সত্য মিথ্যার পার্থক্য করা। এরপরে আসে নিজের জীবনকে গুছিয়ে নেওয়া। এটাই তো শিক্ষার আসল উদ্দেশ্য হওয়া উচিৎ ছিল। কিন্তু বতর্মান সময়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষা অর্জন করে অনেক অনেক টাকা ইনকাম করা। এমন চাকরি করা যেটায় অনেক টাকা অনেক ক্ষমতা। তাদের উদ্দেশ্যে আমার কথা টাকা অর্জনই যদি আপনার জীবনের লক্ষ্য হয় তাহলে আর লেখাপড়া কেন করলেন। প্রাথমিক শিক্ষার পাট চুকিয়ে ব্যবসা করতেন।
না আমি বলছি না লেখাপড়ার পর টাকা অর্জনের চাহিদা টা একেবারে ভুল। না ঠিক। তবে সবকিছু বাদ দিয়ে একেবারে ঐটার পেছনে পড়ে থাকা ভুল। নিজের শিক্ষা শেষ হওয়ার পরে যেকোনো শিক্ষার্থীর দায়িত্ব থাকে এমন কিছু করা যেখানে সে নিজের পাশাপাশি রাষ্ট্রের কাজেও আসে। কিন্তু বতর্মানে এর প্রচলণ একেবারেই নেই। নেই কারণ ঐটার চর্চা আমরা কখনোই করি না। আমরা সবসময় শিক্ষার সাথে কাজের মিল রাখার চেষ্টা করি। অর্থাৎ আমরা যে ফিল্ডে লেখাপড়া করেছি ঐ ফিল্ডেরই কোন জব করা উচিত। এমন একটা বাজে ধারণা আমাদের সমাজের মানুষের মধ্যে রয়েছে। আমি তাদের বলতে চাই শিক্ষার সাথে পেশার কোন সম্পর্ক নেই। ঐভাবে কোন সম্পর্ক কোনদিনই ছিল না। শিক্ষা যেখানে একটা মানুষের মৌলিক অধিকার। অন্যদিকে নিজের পছন্দের পেশায় নিয়োজিত হওয়া যেকোন মানুষের স্বপ্ন বলতে পারেন।
এই দুইটা কে এক করা মানে বোকামি করা। শিক্ষা এবং পেশার কথায় মনে পড়ল। এটা নিয়ে আমার একটা অভিজ্ঞতা বলি। মোটামুটি ফুটবল খেলা দেখা হয় খোজখবর রাখা হয়। আর আমি কিছুটা লেখালেখি এখানে করি এই সূএে আমার মোটামুটি একটা স্কিল তৈরি হয়েছে। গত জুন মাসে আমি বাংলাদেশের বড় একটা নিউজ চ্যানেলের সার্কুলার দেখি। যেখানে তারা ফুটবল রিপোর্টার নেবে বলে বিজ্ঞপ্তি দেয়। যথারীতি আমি আবেদন করি। একটা নির্দিষ্ট দিনে আমি ইন্টারভিউ কল পাই। ঢাকা বারিধারা তে নিউজ চ্যানেল টা অবস্থিত। ইন্টারভিউতে প্রথম ধাপে আমি টিকে যায়। কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে বাদ পড়ি। কারণ পূর্বে আমার মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা ছিল না। তবে তারা আমার ফুটবল নলেজ টাকে ঐভাবে গ্রহণ করেনি। এইজন্যই জবটা আমার হয়নি।
পরবর্তীতে একদিন আমার কয়েকটা ফ্রেন্ডের কাছে আমি এই কথাটা বলছিলাম। তখন ওরা রীতিমতো হেসে দিল। ওদের কথা আমি যদি মিডিয়ায় কাজ করব সাংবাদিক হবো। তাহলে আমি কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি এবং এখনও পড়েছি। ওদের ভাষ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি মানে আমাকে সারাজীবন এই রিলেভেন্ড ফিল্ডেই জব করতে হবে। কিন্তু সেটা তো মোটেই না। আমি কিছুটা ধৈর্য নিয়ে ওদের বোঝাতে চেষ্টা করলাম আমাদের শিক্ষা অর্জনের সাথে পেশা নির্বাচনের কোন সম্পর্ক নেই। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা এক বিষয়ে শিক্ষা অর্জন করে অন্য একটা বিষয়ের পেশা নির্বাচন করেছে। এবং সেটা তাদের পছন্দ। এবং তারা সেই ক্ষেএে এখন বিখ্যাত। যদিও ওদের বোঝানো আর ছেড়া চুলে খোপা বাঁধা একই কথা। অর্থাৎ কোন লাভ হয়নি। ওরা ওদের ঐ ধারণা থেকে বের হতে অপারগ।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task

https://x.com/Emon423/status/1961704579617460549?t=2qD6oU7OQHUH6g9fdZ78Dg&s=19
https://x.com/Emon423/status/1961704791543091324?t=y0L0p9ioq_cjgj1So9b0pQ&s=19
https://x.com/pussmemecoin/status/1961494643906076846?t=AVL50ricaWCvqyfuNUHI1g&s=19
https://x.com/Emon423/status/1961705214370807832?t=BLKns4P3-EYIDMRAzmIwxA&s=19
https://x.com/Emon423/status/1961705306263801898?t=_JpayoadWGoyfA00S3W5ug&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟