ভুলে যাওয়ার মতো একটা রাত!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Sony Liv channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
অনেকদিন পর আবার উয়েফা চ্যাম্পিয়ন লীগের ম্যাচ ছিল গতকাল । আর চ্যাম্পিয়ন লীগের ম্যাচ মানেই অন্যরকম কিছু। গতকাল নিজেদের আলাদা আলাদা ম্যাচে মাঠে নেমেছিল বতর্মান দুই সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। তবে এই দুই দলই ম্যাচ হেরেছে। সেটাও বেশ ভালো ব্যবধানে। প্রথমে আসি রিয়াল মাদ্রিদের ব্যাপারে। এই নিয়ে গত ১৫ বছরে প্রথমবার ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের ম্যাচটা ছিল ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের সাথে। খেলার শুরু থেকেই যেন রিয়াল মাদ্রিদ বাজে খেলতে শুরু করে। ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় এসি মিলান। ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোলটা পরিশোধ করে সমতায় আসে রিয়াল মাদ্রিদ।
কিন্তু ৩৯ মিনিটে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারদের ভুলে আবার এগিয়ে যায় এসি মিলান। হাফ টাইমের পরে পুরো মধ্যমাঠের খেলোয়াদের পরিবর্তন করে কার্লো আনচেলওি। কিন্তু রিয়াল মাদ্রিদের খেলার গতি বাড়েনি। একপ্রকার যথেষ্ট বাজে ফুটবল প্রদর্শন করছিল তারা। ৭৩ মিনিটে আবার গোল করে পুরো ১-৩ গোলে লিড নিয়ে নেয় এসি মিলান। তারপর রিয়াল মাদ্রিদ চেষ্টা চালিয়েছে। একের পর এক আক্রমণ করেছে। কখনও মিলান গোলরক্ষক মেইনগ্যান এর অসাধারণ সেভ অথবা মাদ্রিদ খেলোয়াদের বাজে ফিনিশিং এর জন্য গোল হয়নি। শেষমেশ ম্যাচ শেষ হলে ঘরের মাঠে ১-৩ গোলে হেরে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদ কে। খুবই বাজে একটা রাত ছিল মাদ্রিদ ফ্যানদের জন্য।
বতর্মান ফুটবল বিশ্বে সবচাইতে জনপ্রিয় মাস্টারমাইন্ড কোচ ধরা হয় পেপ গার্দিওয়ালা কে। কিন্তু এই গার্দিওয়ালার সিটি এই নিয়ে টানা তিন ম্যাচ হেরেছে। গতকাল চ্যাম্পিয়ন লীগে সিটির ম্যাচ ছিল পর্তুগালের ক্লাব স্পর্টিং সিপির সাথে। ম্যাচটা ছিল সিপির ঘরের মাঠে। ম্যাচের ৪ মিনিট ফিল ফোডেন গোল করে এগিয়ে নিয়ে যায় ম্যান সিটি কে। কিন্তু সেই লিড ছিল ঐ ৩৮ মিনিট পর্যন্তই। রীতিমতো ঘরের মাঠে Just উঠে স্পোর্টিং সিপি। একে একে ৩৮,৪৬,৪৯ এবং ৮০ মিনিটে চার গোল দেয় সিটিকে। এটা যেন এককথায় অবিশ্বাস্য। শেষ কবে যে সিটিকে এমন চারগোল খেতে দেখেছি আমার মনে নেই। স্পোর্টিং সিপির হয়ে ভেক্টর গায়োকেরেস সর্বোচ্চ তিনটা গোল করে।
তুলনামূলক বেশ পিছিয়ে ছিল স্পোর্টিং সিপি। তবে এই সিজেন টা লীগে এবং চ্যাম্পিয়ন লীগে তাদের দারুণ কাটছে। সেই ধারাবাহিকতায় অসাধারণ একটা জয় তুলে নেয় সিটির বিপক্ষে। সবমিলিয়ে দুই ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মোটেই ভালো যায়নি গত রাতটা। এবারের চ্যাম্পিয়ন লীগ খেলা হবে একটু ভিন্ন ফরম্যাটে। আর এটা একটু চাপ বাড়িয়ে দিয়েছে দলগুলোর। তবে আশা করা যায় পরবর্তী ম্যাচ থেকে আবার তাদের আগের রুপে ফিরে আসবে দুই দল। রাত জেগে খেলা দেখে রিয়াল মাদ্রিদের এমন হার দেখে আমি বেশ হতাশ হয়েছি। তবে খেলায় জয় পরাজয় থাকবেই। সেগুলো কে উপভোগ করায় ভালো।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.