পুরাতন অ‍্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি!!

in আমার বাংলা ব্লগlast month


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ২৫ ই জানুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000571314.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। সময় এক অদ্ভুত জিনিস। আমাদের জীবন থেকে যে কীভাবে প্রতিটা মূহূর্ত হারিয়ে যাচ্ছে এটা আমরা বুঝতেই পারছি না। সময় কীভাবে চলে যাচ্ছে আপনার জীবন থেকে এটা আপনি উপলব্দি করতে পারবেন না। এইতো সেদিন নতুন বছর শুরু হলো। অথচ এর মধ্যে জানুয়ারি মাসের অর্ধেক টা শেষ। এইতো কিছুদিন আগে শুরু হয়েছিল ২০২৪ সালে কিন্তু এর মধ্যেই ১ বছর হয়ে গেছে। এইতো সেদিন আমি জবে জয়েন করলাম অথচ এর মধ্যেই ৮ মাস হয়ে গিয়েছে। এটা ভাবলে আমি স্থির হয়ে যায়। কোন কিছু বুঝতে পারি না। হয়তো সময়ের চাকা দ্রুত চলতে শুরু করেছে। যাইহোক আজ আমি আপনাদের সাথে আমার পুরাতন অ‍্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি শেয়ার করে নেব। জাগিয়ে তুলব পুরাতন সেই অনূভুতি গুলো পূণরায়।



1000571308.jpg


  • গতবছর মে মাসে এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমি। আমি এখন যেখানে থাকি সেই বিল্ডিং এর সামনেই এই মসজিদ টা। এক মেঘাচ্ছন্ন দিনে এই জায়গাটার ফটোগ্রাফি আমি ধারণ করেছিলাম। একেবারে সুন্দর জায়গাই মসজিদ টা অবস্থিত। ফটোগ্রাফি টা ধারণ করার পর বেশ সুন্দর লাগছিল।


1000571966.jpg


  • গত বছর এপ্রিল মাসের কথা। তখন মোটামুটি আমি বেশ কঠিন সময় অতিবাহিত করছি। এর বেশ কিছু কারণ ছিল। প্রচণ্ড গরম ছিল তখন। প্রতিদিন বিকেলে আমি হাঁটতে বের হতাম। একদিন বিকেলে হাঁটতে গিয়ে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। মেঘের মাঝে সূর্যটা যেন উকি দিচ্ছে।


1000571310.jpg


  • সফট ড্রিংকস আমার বেশ পছন্দের। আগে প্রায় প্রতিদিন খাওয়া হতো। তবে সেই তুলনায় এখন অনেক কম খেয়ে থাকি। বলতে পারেন সপ্তাহে একবার বা দুই বার। গরমের সময় দোকান থেকে সফট ড্রিঙ্কস কিনে নিয়ে আমি মাঠে চলে যেতাম। ধানক্ষেতের পাশে বসে বিকেল টা উপভোগ করতাম এই সফট ড্রিংকস এর সাথে। এইরকমই একটা বিকেলে আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।


1000571311.jpg


  • এটা হলো ধানের ছড়া। ধান পাকার আগের মূহূর্তে ধানের এই অবস্থা থাকে। আমার গ্রামের মাঠ থেকে আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। এই ফটোগ্রাফি টা দেখলে আমার জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন মনে পড়ে যায়

"আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!
আবার বছর কুড়ি পরে—
হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে"



1000571312.jpg


  • এপ্রিল মাসের তীব্র গরমে দুপুরে ঘরে থাকা একেবারেই যায় না। এইজন্যই আমি বাইরে বের হতাম। আমার গ্রামের মাঝে হেঁটে বেড়াতাম। গাছপালার ছায়া সুন্দর বাতাস সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে যেতাম আমি। এইরকম একদিন দুপুরের দিকে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম।


1000571313.jpg


  • এই ফটোগ্রাফি টা ধারণ করা ২০২৩ সালে। তখন আমি ঢাকা রামপুরা তে ছিলাম কিছুদিন। সারাদিন বাসার মধ্যে থাকলেও বিকেলে চলে যেতাম হাতিরঝিল। পুরো বিকেল সহ সন্ধ‍্যাটা কাটাতাম হাতিরঝিলে একা একা নিরিবিলি বসে থেকে। এইরকম একদিন সন্ধ‍্যার সময় এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। এই ফটোগ্রাফি টা আমাকে ঐ মূহুর্ত্তের কথা স্মরণ করিয়ে দেয়।


1000571314.jpg


  • এই ফটোগ্রাফি টা ধারণ করা ২০২৩ সালের জুন মাসে। এটা হলো বেনাপোল এক্সপ্রেস। যেটা যশোর হতে ঢাকার মধ্যে চলাচল করে। এই ট্রেনে আমি আমার গন্তব্যে নেমে এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। কত মানুষ ট্রেন থেকে নেমে যাচ্ছিল আবার কতজন সেই ট্রেনেই আবার উঠছিল। এই দৃশ্য টাই ক‍্যামেরা বন্দি করার চেষ্টা করেছিলাম আমি।


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 last month 

Daily task

1000572738.jpg

1000572737.jpg

1000572736.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনি পুরাতন অ‍্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি! শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখেই বোঝা যাচ্ছে।

 last month 

বাহ্ আপনি তো বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাই। আপনার তোলা পুরাতন অ্যালবামের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। সব গুলো ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

ইমন সময় খুব দ্রুত চলে যায়।
আমি নিজেও বুঝতে পারছি না, এতো তাড়াতাড়ি ২০২৫ সাল কিভাবে চলে এসেছে। যাইহোক তোমার পুরনো এলবাম থেকে ছবিগুলো ভালোই সংগ্রহ করেছো। বেশ ভালো লাগলো তোমার প্রতিটি ছবি।
এগিয়ে যাও, দোয়া সবসময়ই রয়েছে।

 last month 

সময়ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। দিন কিভাবে চলে যায় বুঝতে পারিনা। যাইহোক পুরাতন অ‍্যালবাম থেকে শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে ভাই। সূর্যের ফটোগ্রাফি ও ধানের ছড়ার গ্রামীণ সৌন্দর্য মুগ্ধ হওয়ার মতো। ধন্যবাদ ভাই আপনাকে অতীতের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

পুরাতন স্মৃতিগুলো স্মরণ করতে বেশ ভালো লাগে। ঠিক তেমনি আপনি আমাদের মাঝে স্মরণ করেছেন আপনার ফেলে আসা দিনগুলোর সুন্দর সুন্দর মুহূর্তের ধারণ করতে বা ফটো আর সেই স্মৃতি। বিকেলে হাঁটার মুহূর্তে ধারণ করেছেন সূর্যের ফটোগ্রাফি। এভাবে বেশ অনেক ফটোগ্রাফি দেখতে পারলাম আপনার পোস্টে।

 last month 

ফটোগ্রাফি একটা আর্ট। ক্যামেরার ফ্রেমের সুন্দর সুন্দর কিছু চিত্র ধারণ করতে পারার মধ্যে রয়েছে সার্থকতা। ঠিক তেমনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আমার।

 last month 

পুরাতন অ‍্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি সুন্দর বর্ননা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নিলেন।অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 29 days ago 

আপনার পুরনো অ্যালবামের প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই সুন্দর এবং যথার্থ বর্ণনা উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার পুরনো অ্যালবামের ফটোগ্রাফি গুলো দেখে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94042.59
ETH 2640.93
USDT 1.00
SBD 0.69