কবিতা আবৃত্তি ( যেতে পারি কিন্তু কেন যাব- শক্তি চট্টোপাধ্যায় )
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি বেশ ভালো আছি। তবে ইদানিং বেশ কিছু অস্বাভাবিক অভ্যাস আমার হয়ে গিয়েছে। যেগুলোর কোন ব্যাখ্যা তো আমার জানা নেই। শুধুমাত্র সেই বিষয় গুলো আমি অনূভব করতে পারি। হঠাৎ মনে হয় কেউ আমাকে ডাকছে। আবার হঠাৎ মনে হয় কেউ আমাকে খুব গভীর ভাবে পর্যবেক্ষণ করছে। জানি এগুলোর কোন বাস্তব ভিওি তো নেই। কিন্তু এগুলো আমার সাথে এখন প্রতিনিয়ত ঘটছে। পৃথিবী এমন একটা জায়গা যেখানে যাওয়া এবং আসার খেলা চলতে থাকে। এই যাওয়া আসার মাঝে মানুষের ইচ্ছা অনিচ্ছা অনেক কিছুই জড়িত থাকে।
আমরা অনেক সময় আমাদের অনেক পছন্দের কাঙ্ক্ষিত জায়গাও এড়িয়ে চলি। এটার সম্পূর্ণ কারণ আমাদের মন। সাধারণত আমরা আমাদের মনের কথায় বেশি শুনে থাকি। কিন্তু আমাদের উচিত আমাদের বিবেকের কথা শোনা। যাইহোক আজ আমি একটা কবিতা আবৃত্তি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে।
- যেতে পারি কিন্তু কেন যাব।
- শক্তি চট্টোপাধ্যায়
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভাল
এত কালো মেখেছি দু হাতে
এত কাল ধরে।কখনো তোমার করে, তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ্ ডাকে আয়, আয়, আয়।
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতা কাঠ ডাকে আয়, আয়, আয়।
যেতে পারি,
যেকোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো?
সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো যাবো কিন্তু, এখনি যাবো না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে।
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.