চাঁদনী মার্কেটে ঘোরাঘুরি by @bull1( 10% shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
IMG20221201122004.jpg
২রা ডিসেম্বর‚২০২২‚ শুক্রবার

নমস্কার

পোস্টের নামচাঁদনী মার্কেটে ঘোরাঘুরি
ডিভাইসRealme 5
স্থানচাঁদনী মার্কেট
পোস্টদাতা@bull1
IMG20221201122532.jpg

আমার দোকানে ওজন মাপার মেশিনটা নষ্ট হয়ে গেছিল। ঠিকমতো ওজন দিচ্ছিল না। ভুলভাল ওজন আসছিল। কারো কাছে বেশি টাকার জিনিস চলে যাচ্ছিল তো কারো কাছে আবার কম টাকার জিনিস যাচ্ছিল।

IMG20221201122540.jpg

কম টাকার জিনিস গেলে সততা নিয়ে বদনাম হয়। লোক ভাবে ইচ্ছা করে তাদের ঠকিয়েছি‚ আমি হয়তো চিটিংবাজ ব্যবসায়ী। আবার উল্টো দিকে বেশি টাকার জিনিস দিয়ে দিলে লোকজন হয়তো খারাপ কিছু ভাবেনা কিন্তু অর্থনৈতিক ক্ষতি আমারই হয়। হয়তো দেখা গেল সারাদিন যেটুকু টাকা লাভ হলো সেটাই চলে গেল কাউকে কোন জিনিস বেশি দেওয়াতে। বিশেষত কাজু - আমন্ড - আখরোট - পোস্ত - পেস্তা এই ধরনের দামি জিনিসগুলো সামান্য কয়েক গ্রাম কম বেশী হওয়া মানেই অনেক টাকার হেরফের হয়ে যায়। আবার যদি কাউকে কম দি ই সেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

IMG20221201122536.jpg

শেষ কয়েকদিন ধরে এই নিয়ে প্রচন্ড ব্যতিব্যস্ত ছিলাম। কয়েকজন সরাসরি অভিযোগও জানালো যে জিনিস কম গেছে। আমি টাকার বাক্স ঘেঁটে দেখে দেখলাম যে টাকা কম আছে‚ তাই সব মিলে ঠিক করলাম এবার একটা ওজন মাপার মেশিন কিনে আনতেই হবে। তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম চাঁদনী মার্কেটের উদ্দেশ্য!

IMG20221201122924.jpg

বাংলাদেশের যারা এই কমিউনিটিতে আছেন তারা হয়তো চাঁদনী মার্কেটের নাম শোনেননি। বা হয়তো শুনেও থাকবেন। পশ্চিমবঙ্গের তো বটেই‚ পুরো ভারতের অন্যতম বড় ইলেকট্রনিক্স জিনিসের মার্কেট হল এই চাঁদনী। আমি নিশ্চিত জানিনা তবে পৃথিবীর সব থেকে বড় ইলেকট্রনিক্স মার্কেটে গুলোর একটা হলেও হতে পারে!

IMG20221201123222.jpg

তা সে যাই হোক‚ সেখানে গেলে কয়েকটা দোকান খুঁজে আনা যায়‚ একটু কম দামে পাওয়া যায়‚ ভালো জিনিসটা খুঁজে আনা যায়, আর সব থেকে বড় কথা অভিজ্ঞতা বাড়ে। নতুন নতুন ইলেকট্রনিক্স জিনিস বা বাজারের হাল হকিকত সম্পর্কে জানা যায়।

IMG20221201123234.jpg

তাই স্থানীয় দোকান থেকে না কিনে আমি সবসময়ই চেষ্টা করি ইলেকট্রনিক্স জিনিস চাঁদনী মার্কেট থেকেই কিনে আনতে। এদিনও তাই চলে গেলাম চাঁদনীতে। রাস্তা সোজা‚ শিয়ালদা থেকে নেমে মিনিট কুড়ির মতো হাঁটা পথ। আর গিয়ে কয়েকটা দোকান ঘেঁটে ঘটে মেশিনটা কিনে আনলাম। আর গেলামই যখন তখন টুক টুক করে কয়েকটা ফটো তুলে নিলাম চাঁদনী মার্কেট মার্কেটের!

সেগুলোই দিয়ে দিলাম এখানে।

IMG20221201123949.jpg

কাল দেখা হচ্ছে পরবর্তী পোস্ট নিয়ে। আপাতত বিদায়।

Screenshot_2022-11-24-18-05-19-11.jpg

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxJ1u1MnMCrBHJPaKWJH15N5uPA8NFVHUQntxLoceGnpf5jhZxLp5DW6yvbpM3YtKMLnzzzqQUoDA5kpN3DWHtWXGDib2pMcuXQKYhGzgXL1bA79tXS51jRo (1).jpeg

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCxLZNesJTR2pC8aPbATRcv...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCKcemL7pyFEAttVvoDCTHN38jsvSyxiUmCpFyMsuod3d4ndKGFSu2ZZM7ReNQqJdAAU3zzpJYW56vRkSAEBP9Bpx6nsPqfQeQmTdoThUn6qwh7mZ2wtS.jpg

আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Pa7vUiAYEMneios4pa7BPXUNukrfPJ6CepgrQh8KzAYei981EV2KBS6N3H3s8FmSad8HBcykJY8GhEeza.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আমাদের বাংলাদেশেও চাঁদনী চক আছে,সেখানে শুধু কসমেটিক এবং কুকারিজের জিনিসপএ পাওয়া যায়।😜😜।আর হ্যা মসলার কিংবা বাদামের অনেক দাম কম বেশি গেলে আপনার অথবা কাস্টমারের ক্ষতি। ওজন মাপার মেশিন কিনতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

কসমেটিকস পাওয়া গেলে নাম ঠিকই আছে। কি বলেন? হা হা।

 2 years ago 

আমাদের দেশেও চাদনী চক আছে ভাই।আমার মনে হয় সব দেশেই এরকম একটা করে চাদনী বাজার থাকেই,তবে নাম হয় আলাদা আলাদা।ওজন এর হেরফের আসলেই ব্যবসার জন্য মারাত্মক ক্ষতিকর।সঠিক সময়ে মেশিন টি চেঞ্জ করেছেন। আপনার ঘোরাঘুরির অভিজ্ঞতা ভাল লাগল।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ওদিকে দিল্লিতেও একটা চাঁদনী চক আছে। সম্ভবত যেখানে রুপোর ব্যবসা হত সেগুলোকেই চাঁদনী নাম দেওয়া হয়।

 2 years ago 

ভাইয়া আমি কিন্তু চাঁদনী মার্কেটের নাম শুনিনি। যাই হোক ছাদে মার্কেট টি বেশ ভালো লাগলো। ওজন মাপার মেশিন কিনেছেন দেখে ভালো লাগলো। ওজন একটু ব্যাস কম হলে অনেক সমস্যা। এটা আপনারও ক্ষতি হচ্ছে ক্রেতাদেরও ক্ষতি হচ্ছে এবং আপনি সকলের কাছে এক হিসেবে খারাপ হচ্ছেন। ভালোই হোলো।

 2 years ago 

আসেন একদিন এদিকে। একবার ঢুঁ মেরে যান চাঁদিনী থেকে।

 2 years ago 

ঠিক করেছেন ভাইয়া আপনি চাঁদনী মার্কেটে গিয়ে নতুন একটি মেশিন ক্রয় করেছেন।কারণ মাপের মধ্যে জিনিস বেশি চলে গেলে যেমন আপনার ক্ষতি হবে।তেমনি ক্রেতাকে জিনিস কম দিলে আপনার বদনাম যেমন হবে আবার ক্রেতার ও ক্ষতি হয়।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আসলে ওজন মাপার মেশিনে যদি গরবর থাকে তাহলে ব্যবসার অবস্থানে পুরা বিগড়ে যায়। এক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব সেটার চেঞ্জ নিতে হবে। আপনি চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো কাজ করেছে। চাঁদনী মার্কেটের নাম আমি আজকে প্রথম শুনলাম। কমেন্টে দেখলাম অনেকেই বলছে বাংলাদেশ নাকি চাঁদনী চক আছে। কিন্তু আমি সেটার নামও শুনিনি। যাক আজকে আপনার পোষ্টের মাধ্যমে যে জানতে পারলাম। ধন্যবাদ।

 2 years ago 

এই মার্কেটের কথা এর আগেও শুনেছিলাম। যাই হোক ভাইয়া আসলে ব্যবসার মূল ধর্ম হচ্ছে সততা। আপনি হয়তো ইচ্ছে করে ওজনে কম কিংবা বেশি দেননি। তবে ওজন মাপার মেশিনটা যদি ঠিকঠাক না হয় তাহলে সত্যি অনেক ক্ষতি হয়। এতে ব্যবসার বেশ ক্ষতি হতে পারে। এমনকি ওজনে কম পাওয়া ব্যক্তির অনেক ক্ষতি হতে পারে। আপনি আপনার প্রয়োজনীয় কাজে চাঁদনী মার্কেটে গিয়েছিলেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ ব্যবসায় অবিশ্বাস খুব মারাত্মক জিনিস।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67241.85
ETH 3492.89
USDT 1.00
SBD 2.68