পর্ব -২| ব্যতিক্রমী পুজো by @bull1 (10% @shy-fox এবং 5% @abb-school এর জন্য বরাদ্দ )

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

sad-tree-1407345.jpg
Immage Source

৭ই অক্টোবর‚ ২০২২‚ শুক্রবার

নমস্কার বন্ধুরা

কেমন আছেন সবাই? সবকিছু ভালোভাবে চলছে তো? পুতো তো শেষ হয়ে গেল। আবার তো সেই এক বছরের অপেক্ষা। আসছে বছর আবার হবে।

তা সেই পুজো চলার সময় আমি একটা সিরিজ লিখতে শুরু করেছিলাম। ব্যতিক্রমী পুজো। যাদের পুজোটা অন্যদের মতো ঠিক আনন্দ - হৈহুল্লোরে কাটে না‚ যাদের পুজো অন্যদের মত খুশি বয়ে আনেনা‚ তাদের গল্প নিয়েই লিখব ঠিক করেছিলাম সেই সিরিজ। কিন্তু দুঃখজনকভাবে একটা পর্বের পর আর লেখা হয়নি। পুজোর সময়ের ব্যস্ততা বোঝেনই তো! হে হে! তাই যদিও পুজো শেষ হয়ে গেছে কিন্তু তাও আজ সিরিজটা আবার লেখা শুরু করছি। আজ সিরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব পাবেন এখানে। ব্যতিক্রমী পুজো পর্ব ১

sad-boy-1564119.jpg
Image Source

মনীষা আমার এক বান্ধবী। বিধাননগরে থাকে। খুব আমোদপ্রিয় মেয়ে। খুব হৈহুল্লোর করতে পারে। যেকোনো জায়গায় গেলে ও একাই যথেষ্ট সেই জায়গার পরিবেশ মাতিয়ে রাখার জন্যে। যে কোনো উতসব অনুষ্ঠান থেকে খুশির সমস্ত রস শেষ বিন্দু পর্যন্ত নিংড়ে নিতে ওর মতো আর কাউকে দেখিনি আমি। এইবারের পুজোয় ওর অনেক প্লানিং করে রাখতে দেখেছিলাম পুজো নিয়ে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নিঁখুত প্লান। কবে কোথায় যাবে‚ কার সাথে যাবে‚ কি কি পরবে সব কিছু ওর প্রস্তুত। কিন্তু এমনই ভাগ্য যে ষষ্ঠীর দিন সকাল থেকেই ওর ডেঙ্গু হল। মারাত্মক জ্বর। প্রায় অজ্ঞান অবস্থা। পুরো পুজো মাটি। অবস্থা এমন যে ফোন করলে সেটাও রিসিভ করতে পারেনা। বিছানায় শুয়ে‚ ওষুধ আর রুগীর পথ্য খেয়েই পুরো পুজোটা কাটল ওর।

girl-in-thoughts-1435179.jpg
Image Surce

আমার এক ছাত্রের কথা বলি। ক্লাস ৯ এ পড়ে। পড়াশোনাতে মোটামুটি ভালোই। ক্লাসে প্রতিবছরই ১০ এর মধ্যেই থাকে। এক কথায় মেধাবী ছেলেই বলা যায়। কিন্তু সেই ছেলের মা একটু বাতিকগ্রস্থ আছে। বাতিকগ্রস্থ মানে ছেলের পড়াশোনা নিয়ে বাতিক। ছেলেকে সারাদিন বাড়িতে বসে পড়াবে। ওকে খেলতে দেবেনা‚ কোথাও ঘুরতে যেতে দেবেনা‚ টিভি দেখতে দেবে না‚ বাড়িতে আত্মীয়স্বজনকে আসতে দেবে না। মানে পড়াশোনা করা বাদে ছেলেকে আর কিছুই করতে দেবে না। আজব সমস্যা। পুজোর মধ্যেও বেচারা ছেলেটা ঠাকুর দেখতে যেতে পারেনি সেইভাবে। একদিন বোধহয় অঞ্জলি দিতে বেরিয়েছিল দুপুরে আরেক দিন ওর মা ঘুরতে নিয়ে গেছিল রাতে। বাকি সব দিন ওকে চুপচাপ ঘরে বসেই পড়তে হয়েছে আর অন্য বাচ্চাদের পুজো উপভোগ করতে দেখতে হয়েছে। আর শুধু ওর কথাই বা বলি কেন? আমি যে ওকে পড়াই‚ আমাকে পর্যন্ত বলে কিনা সকালে পড়িয়ে যেতে। পাত্তা না দিয়ে বেরিয়ে এসেছি। কি সাঙ্ঘাতিক লোকজন সব।

worse-for-wear-1438209.jpg
Image Source

আমার ওই ছাত্রের পুজো যদি ব্যতিক্রমী না হবে তাহলে ব্যতিক্রমী পুজো কোনটা?

alone-1431667.jpg
Image Spurce

এটা আমার এক ফেসবুকের বন্ধু। ফেসবুক ফ্রেন্ড বললে অবশ্য ঠিক বলা হয় না। প্রাক্তন ফেসবুক ফ্রেন্ড। ওর ডায়াবেটিসের সমস্যা আছে। একটা চোখ পুরো নষ্ট হয়ে গেছে আরেকটা চোখে সামান্যই দেখতে পায়। ডায়াবেটিস এর ফলে শরীরের ভেতরের আরো কিছু অঙ্গ প্রায় বিকল হতে চলেছে। আরো কি যেন সমস্যা আছে‚ সম্ভবত নার্ভের সমস্যা। হাত নাড়াতে সমস্যা হয়। আচরণও অল্পস্বল্প অসংলগ্ন হয়ে গেছে।

ওর ফ্যামিলিতে ওই ছিলো একমাত্র উপার্জনশীল সদস্য। ফলে এখন ওর ফ্যামিলির খাওয়া পড়া চলে আত্মীয়স্বজনদের করা সাহায্য দিয়ে। এছাড়াও ফেসবুকের অনেক বন্ধুও প্রতি মাসে ন্যূনতম যে যতটুকু পারে ওর অ্যাকাউন্টে পাঠাই। সেই সূত্রেই ওর খোঁজ পাই আরকি আমরা। তা এই পুরো পুজোটা ওর কেটেছে বাড়িতে বসে বসে। শুধু একদিন এক আত্মীয় কয়েক ঘন্টার জন্যে ওদের বাড়িতে নিয়ে গেছিল‚ ব্যস। ওর পুজোয় আনন্দ বলতে ওইটুকুই।

sunset-jungle-1383333.jpg
ImageSurce

কি করুণ ব্যতিক্রমী পুজো বন্ধুটার!

( চলবে)
2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার কথা -

আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে।

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5FNFR1oiK5EffVchfQ77rVAnRKP7SuUVtG2A9iPsKMeWLjPtezhuebVdC3.png

Sort:  

Hi, @bull1,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64105.03
ETH 2757.74
USDT 1.00
SBD 2.66