You are viewing a single comment's thread from:
RE: বাবার প্রয়াণে স্বরচিত কবিতা “শোক” 10% Beneficiary @Shy-fox, 5% Beneficiary @abb-school
বাবা হলো বটবৃক্ষের মতো।যতদিন বাবা থাকে ততদিন আমরা তার গুরুত্ব বুঝতে পারি না কিন্তু যখন আমাদের ছেড়ে অনেক দূরে যায় তখন তার অভাব বুঝতে পারি।আজ আট বছর ধরে আমি আমার বাবাকে হারিয়েছি খুব মিস করি।ভাইয়া আমি আপনার কষ্ট টা উপলব্ধি করতে পারছি।ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার বাবাকে যেনো স্বর্গের শ্রেষ্ঠতম স্থান টি দেন এবং তার আত্মার শান্তি ঘটে।ঈশ্বর আপনাকে এই শোক কাটিয়ে উঠার শক্তি প্রদান করুক।কবিতাটি অসাধারণ লিখেছেন ভাইয়া।অনেক অনেক শুভকামনা রইলো।
আপু আমি হৃদয় এটা অনুভব করছি। আমার বাবার বয়স হয়েছিল ১০৫+। আমার মা ও বেচে আছেন। তারও বয়স হয়েছে। বাবার জন্য অনেক করেছি। কিন্তু মায়ের প্রতি বেশি গুরুত্ব দিতে গিয়ে বাবার জন্য মনে হয় কিছুটা কম করা হয়েছে মনে হয়। তাই কষ্ট টা একটু বেশি লাগছে। সবাই মিলে আমার বাবার জন্য দোয়া কেরন।
আপনার প্রয়াত বাবাকেও আল্লাহ পাক স্বর্গ দান করুন সেই দোয়া করি।
ভালো থাকবেন। শুভকামনা রইল।