You are viewing a single comment's thread from:

RE: জনদুর্ভোগের কারন ময়লা আবর্জনার ভাগাড়।

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাইয়া আপনার মতো আমারও ঢাকা শহর একদম ভালো লাগেনা, আমার মনে বসবাস করার জন্য ঢাকা শহর মোটেও উপযোগী নয়, দীর্ঘ ১৫ টা এই দুর্গন্ধময় শহরে বসবাস করেছি এখন ইচ্ছেও করে না ঢাকা শহরে যাই। আমাদের উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার সময় যেই টাঙ্গাইল পার হয়ে গাজীপুর ঢুকি তারপর থেকে শুরু হয় নাকে একটা দুর্গন্ধ লাগা যত রাস্তা পার হয় ততই বাড়তে থাকে। রাস্তার দুপাশে শুধু ময়লার স্তুপ, কিন্তু কি আর করা তারপরও মানুষ দিনের পর দিন এভাবেই জীবনযাপন করে চলছে। উপর মহলের কারো কোন ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষ কে নিয়ে তাদের জীবনযাত্রার মান নিয়ে, তারা চাইলেই কিন্তু এই সমস্যার কিছুটা হলেই সমাধান করতে পারেন। ভাইয়া আপনি আপনার খারাপ লাগা থেকেই কথা গুলো লিখেছেন কিন্তু তাতে কার কিবা আসে যায় কে আপনার খারাপ লাগার মূল্যায়ন করবে বলেন যেমন চলছে তেমনি সবকিছু চলবে এটাই হোলো আমাদের দেশের বাস্তব চিত্র যা খুবই দুঃখজনক। সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Sort:  
 2 years ago 

হতাশ হওয়া চলবে না। যদি হতাশ হয়ে আমরা সবাই হাল ছেড়ে দিই তাহলে সত্যিই এই অবস্থার কোনদিন পরিবর্তন হবে না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63977.42
ETH 2760.27
USDT 1.00
SBD 2.65