নমস্কার দাদা। আপনাদের কেনাকাটা দেখে এখনি পুজো পুজো মনে হচ্ছে। এবার পুজো বাংলাদেশে কাটানোর জন্য একটু বেশি কেনাকাটা করছেন দাদা আর একেক দিন একেক রকমের জিনিস কিনছেন এটা খুবই ভালো কারন একদিনে বেশি রকমের জিনিস কিনলে খুবই ঝামেলা হয়ে যায়। বৌদি ছখানা শাড়ি কিনেছেন উপহার দেওয়ার জন্য আর টিনটিন সোনার জন্য বেশকিছু পোশাক কেনা হয়েছে। লাস্ট মুহূর্তে এসে টিনটিন সোনার চিৎকার চেঁচামেচিতে আর কেনাকাটা করা হলো না কিন্তু খাওয়া টা মনে হয় খুব ভালো ভাবেই হয়েছিল সেটা বেশ বুঝতে পারছি।টিনটিন সোনার পরিচিত বারবিকিউ নেশনস ওখানকার খাবার মনে হয় টিনটিন সোনার খুব পছন্দের তাই চিৎকার চেঁচামেচি শুরু করেছিল খাওয়ার জন্য। কেনাকাটা শেষ না হোক কিন্তু খাওয়া টা নিশ্চয়ই খুব জম্পেশ হয়েছিল দাদা। সবসময় সবাইকে সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে দাদা।