লেভেল থ্রি হতে আমার অর্জন || @abb-school 5% @shy-fox 10%

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমি বৃষ্টি চাকি, আমি 20 তম ব্যাচের ছাত্রী। আমি আজকে level3 হতে আমার যা অর্জন তা শেয়ার করার চেষ্টা করবো।

IMG_20220726_201340.jpg

সবার প্রতি রইলো আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা সবাই ভাল আছেন আমিও খুব ভালো আছি। লেভেল-৩ এর মৌখিক পরীক্ষা সম্পন্ন করে আজ আমি চূড়ান্তভাবে লিখিত পরীক্ষা দিব। লেভেল-৩ এর ক্লাস থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পেরেছি যার জন্য প্রথমেই এবিবি স্কুলকে ধন্যবাদ জানাই। সেইসাথে লেভেল-৩ এর সম্মানিত প্রফেসর হাফিজ ভাইয়া ও সম্মানিত মোডারেটর সিয়াম ভাইয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা খুবই আন্তরিকতা ও উদারতার সাথে লেভেল-৩ এর বিষয়গুলো আমাদের শিখিয়েছেন। লেভেল-৩ হতে আমি যে সকল বিষয় শিখেছি তার ওপর ভিত্তি করে আজ লিখিত পরীক্ষা দিতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রশ্ন-মার্কডাউন কি?

মার্কডাউন হল আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং লেখার প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট কিছু টেক্সট ফরম্যাটে। স্টিম ব্লকচেইন এর ক্ষেত্রে নিজের লেখা কে সুন্দর ভাবে উপস্থাপন করতে হলে এবং লেখাকে দৃষ্টিনন্দন করতে চাইলে নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করতে হয় হবে, যাদেরকে আমরা মার্কডাউন বলে থাকি।

প্রশ্ন- মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

  • লেখাকে পাঠকের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন এবং দৃষ্টিনন্দন করতে মার্কডাউন এর গুরুত্ব অনেক বেশি। মার্কডাউন কোডের ব্যবহারের কিছু গুরুত্ব নিম্নে উল্লেখ করা হলো:

  • লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য
    লেখার মাঝে নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করতে চাইলে

  • নির্দিষ্ট কিছু লেখাকে বোল্ড/ইটালিক করতে চাইলে
    প্রয়োজনে লেখার হেডিংটা একটু বড় সাইজের করতে চাইলে

  • লেখার মাঝে ফটো যুক্ত করতে চাইলে এবং প্রয়োজন মতো ফটোকে ডানে কিংবা বামে নিতে চাইলে

  • লেখাগুলোকে জাষ্টিফাই করার জন্য
    টেবিল তৈরি করার জন্য

প্রশ্ন- পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

পোষ্টের মধ্যে মার্কডাউন কোডগুলোর প্রতিফলন না ঘটিয়ে টেক্সট ফরম্যাট শুরু করার পূর্বে চারটি স্পেস দিয়ে দৃশ্যমান করা যেতে পারে।

প্রশ্ন- নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে?

  • মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
    |colum-1| colum-2 | colum-3 |
    | --| -- | -- |

| User-2 | 20 | 900 |

উল্লেখিত টেবিল তৈরি করার মার্কডাউন কোডগুলো হলোঃ

|User|Posts|Steem Power |
|User-1|10|500|
|User-2|20|900|

UserPostSteem Power
User-110500
User-220900
UserPostSteem Power

| User-1 | 10 | 500 |

| User-2| 20 | 900 |

প্রশ্ন- সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

  • সোর্স উল্লেখ করার ক্ষেত্রে প্রথমে থার্ড ব্র্যাকেটে-এর মধ্যে এভাবে [সোর্স] লিখতে হবে পাশেই ফাস্ট ব্রাকেট এর মধ্যে (লিংক) দিতে হবে আর এটাই হল সোর্স দেয়ার নিয়ম।

  • যেমন: সোর্স

প্রশ্ন- বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

  • বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড গুলো হলঃ

Header 1

Header 2

Header 3

Header 4

Header 5

######Community

বৃহৎ হতে ক্ষুদ্র-ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর ফলাফল হলঃ

Header 1
Header 2
Header 3
Header 4
Header 5
Header 6

#Header 1
##Header 2
###Header 3
####Header 4
#####Header 5
######Header 6

#Abb Community
##Abb Community
###Abb Community
####Abb Community
#####Abb Community
######Abb Community

Abb Community

Abb Community

Abb Community

Abb Community

Abb Community
Abb Community
  • প্রশ্ন- টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
    টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি হল

    < div class="text-justify" > কোডটি < /div >

প্রশ্ন- কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

কনটেন্টের টপিক নির্বাচনের ক্ষেত্রে তিনটি বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত

  • যেমনঃ জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতা

প্রশ্ন- কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা অবশ্যই জরুরি। যে বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বেশি রয়েছে কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে উচিত হবে সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা। যে বিষয় সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা নেই সেই বিষয় পাঠকের সামনে ভালো ভাবে উপস্থাপন করা সম্ভব নয়। বরং যে বিষয় সম্পর্কে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে সে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা এবং পাঠকের দৃষ্টি আকর্ষণ করা অনেক সহজতর হয়। তাই কনটেন্ট লেখার পূর্বে টপিকস এর উপর যথেষ্ট নিজের অভিজ্ঞতা, ভালোলাগা এবং দক্ষতার বিষয়টি গুরুত্ব দেয়া বেশী জরুরী।

প্রশ্ন- ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

আমি একটি পোস্টে $7 ভোট দিলে সেখান থেকে কিউরেটর হওয়ার কারণে অর্ধেক অর্থাৎ $3.5 সমমূল্যের SP পাব। অন্যদিকে প্রতি STEEM কয়েনের মূল্য $0.50হলে কিউরেশন রেওয়ার্ড পাব ($3.5÷$.50)= 7 SP

প্রশ্ন- সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য কমিউনিটিতে কোন ব্লগ পোস্ট হওয়ার ৫ মিনিট পর এবং ৬ দিন ১২ ঘনটার আগে ভোট দিতে হবে। এছাড়া ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্টে ভোট প্রদান করা এবং যেসব পোস্ট ট্রেন্ডিংএ সেইসব পোস্টে ভোট দিলে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

প্রশ্ন-নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

নিজে কিউরেশন করার থেকে @Heriosm এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারণ আমার স্টিম পাওয়ার কম থাকার কারণে আমার ভোটের ২ থেকে ৩ সেন্টের বেশি রিওয়ার্ড পাবো না। তাই বেশি আর্ন করতে গেলে @Heriosm এ ডেলিগেশন করলে ভালো হবে, যার ফলে হিরোইজম এর শক্তি বৃদ্ধি পাবে। @Heriosm ভালো ভালো পোস্ট গুলো খুঁজে বের করে তাদের ভোট দিয়ে বেশি কিউরেশন পাইয়ে দেয়। অন্যদিকে নিজে ভালো মানের কোন পোস্ট করলে সেখানে @Heriosm এর পাওয়ারফুল ভোট পাওয়ার মাধ্যমে বেশি রিওয়ার্ড আর্ন করা সম্ভব।

সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে লেভেল-৩ এর লিখিত পরীক্ষা শেষ করেছি। আমি লেভেল-৩ ফাইনাল পরীক্ষার বিষয় গুলো যথাযথ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। লেভেল-৩ এর সম্মানিত মডারেটর @alsarzilsiam ভাইয়াকে অনুরোধ করব আমার পোস্টটি দেখার জন্য এবং কোন ভুল ত্রুটি হলে দয়া করে দেখিয়ে দেবেন।

অসংখ্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

প্রশ্ন- নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে?

টেবিলের কোডিংটি সঠিক হয় নি, সঠিক ভাবে করে আমাকে মেনশন দেবেন, ধন্যবাদ।

 2 years ago 

@alsarzilsiam ভাইয়া আমি ঠিক করে দিয়েছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

তার পরে ও ঠিক হয় নি আপু। আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবে ঠিক করে নিবেন।

 |User|Post|Steem Power|
 |----|----|----|
 | User-1|10|500|
 | User-2|20|900|

প্রশ্ন- বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

হেডিং গুলো ঠিক করে নিবেন
একটা হ্যাস দিয়ে স্পেস দিবেন।
যেমন:

# Abb Community
## Abb Community
### Abb Community
#### Abb Community
##### Abb Community
###### Abb Community

ঠিক করে নিয়েন।

 2 years ago 

ভাইয়া আমি ঠিক করেছি, আমি বুঝতে পারছি কোডিং গুলো কিন্তু নতুন হিসেবে একটু এলোমেলো হচ্ছে আশাকরি পরবর্তীতে এই সমস্যা গুলো হয়তো আর থাকবেনা। প্রাকটিস করতে করতে আশাকরি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু ঠিক হয় নি তো। আপনি Discord এ Level03 এ কথা বলুন।
Screenshot_2022-07-27-20-52-56-83_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2022-07-27-20-52-44-15_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

@tipu curate

;)

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago (edited)

আপনিতো লেবেল থ্রি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তী ধাপগুলো সফলতার সাথে অতিক্রম করুন এই কামনা করছি। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যেন সবকিছু শিখে ভালো কিছু করতে পারি।

 2 years ago 

যে আপু অবশ্যই দোয়া করি যেন ভালভাবে শিখতে পেরে ভালোভাবে সবকিছু করতে পারেন।

 2 years ago 

লেভেল -৩ প্রতিটি ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই লেভেলে মার্কডাউন সম্পর্কে অনেক সুন্দর ভাবে বুঝানো হয়। আপনি খুব সুন্দর ভাবে বিষয় গুলো অর্জন করেছেন আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি বিষয়গুলো ভালো আয়ত্ত করতে পেরেছেন। সঠিক এবং গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছে, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুব সুন্দর করে লেভেল ০৩ এর পরীক্ষা দিয়েছেন । প্রতিটা প্রশ্নের উত্তর নির্ভুল ভাবে দেওয়ার চেষ্টা করেছেন দেখে ভাল লাগলো । এখন থেকেই পোস্টে মার্কডাউন কোডের ব্যবহার শুরু করে দিন । তাহলে লেভেলে থাকতে থাকতেই প্রাক্টিসটা খুব ভাল মত হয়ে যাবে ।
প্রশ্ন- বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

এই প্রশ্নটির উত্তর একটু সংশোধনের প্রয়োজন মনে হচ্ছে অনুগ্রহ করে দেখবেন ।

ধন্যবাদ প্রিয় বোন । আগামীর পথচলা হোক সুন্দর ও সাবলীল ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার প্রতিটা কথায় খুব গুরুত্বপূর্ণ ছিল, আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

লেভেল থ্রি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। লেভেল থ্রি হতে অনেক কিছু আয়ত্ত করে নিয়েছেন ।।এভাবেই চালিয়ে যান।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67900.86
ETH 3250.85
USDT 1.00
SBD 2.63