"শুভ দীপাবলির" কিছু মুহুর্ত। shy-fox 10%

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

"দীপাবলি"

অন্ধকার থেকে আলোর পথে শুরু হয়েছে এই যাত্রা,সবার জীবনে এই দীপাবলি আনুক নতুন মাত্রা।
আলোর দ্বীপ্তিতে ধুয়ে মুছে যাক সব অন্ধকার।দীপ্তিময় হয়ে উঠুক সকলের জীবন।সবাইকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।
IMG_20221024_232648.jpg

এই দিন হিন্দুরা ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালায়।এই প্রদীপ জ্বালানোর অর্থ অমঙ্গল বিতাড়নের প্রতীক।
হিন্দু শাস্ত্র মতে কালি হচ্ছে অগ্নির সপ্তম জিহ্বা আর অগ্নি হচ্ছে স্বয়ং ঈশ্বর।যা কালী বা শ্যামা নামে ভক্তদের কাছে উপস্থিত হয়।মাতৃ আরাধনার আরেক রূপ হচ্ছেন শ্যামা পূজা। দীপাবলি হচ্ছে এই পূজার অন্যতম আকর্ষণ।এইদিন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সারারাত প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরের লক্ষী আসেন বলে হিন্দুরা বিশ্বাস করেন।
Screenshot_2022_1024_233917.jpg

Screenshot_2022_1024_233848.jpg

দূর্গা পূজা লক্ষ্মী পূজা শেষ হলেই চলে আসে কালী পূজার আমেজ।ছোটবেলায় আমরা এ দিনটিকে খুব বেশি উপভোগ করতাম। আমাদের বাড়িতে প্রচুর দিয়ার বা প্রদীপ কেনা হতো সেগুলো সারা বাড়ি জ্বালিয়ে রাখতাম। সন্ধ্যা থেকে শুরু হতো দিয়ার জ্বালানোর কাজ, বাড়ির ভিতরে বাইরে পুকুরপাড় প্রতিটি ঘরে ঘরে দিয়ার জ্বালানো হতো।অনেক রাত জেগে জেগে সেগুলো আমরা বসে দেখতাম।

আমার বাসায় আমি প্রতিবছর বেশিরভাগ সময় মোমবাতি জ্বালাতাম। এই বছর আগে থেকেই ভেবেছিলাম কিছু দিয়ার বা প্রদীপ জ্বালাবো। বাজারে কিনতে গেলাম ইচ্ছে ছিল ডিজাইন করা কিছু দিয়ার কিনবো কিন্তু সেগুলো পেলাম না তাই প্লেইন গুলোই কিনে নিয়ে আসলাম। আমার মেয়েরা দেখেই বললো যে এগুলো আমরা হ্যান্ড পেইন্ট করে সাজিয়ে তুলবো। আমিও মনে মনে খুশি হলাম যে ভালোই হলো বাজারে ডিজাইন করা কিনতে গিয়ে ফিরে আসলাম মেয়েরা করলে ভালোই হবে। দুই মেয়ে মিলে পঁচিশ টার মতো দিয়ার হ্যান্ড পেইন্ট করলো,সাথে একটি আলপনাও এঁকেছে বড় মেয়ে।যা দেখতে খুবই ভালো লেগেছে আমার কাছে।
photoCollageMaker_20221024_234858609.jpg

সন্ধ্যা বেলা সন্ধ্যা পূজা শেষ করে সবগুলো দিয়ার জ্বালানো হলো তারপর প্রতি ঘরে ঘরে ঠাকুরের সামনে পুরো বাসা আলোয় আলোকিত হয়ে গেলো।
আজ আবহাওয়ার কারনে বিকেল থেকেই কারেন্ট ছিল না, তাই অন্ধকারে এত আলো দেখে বিল্ডিং এর সব বাচ্চাগুলো একে একে দেখার জন্য চলে আসছে বাসায় সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করলো।
photoCollageMaker_20221024_234947604.jpg

আবহাওয়া খুবই খারাপ তার জন্য কোথাও যেতে পারিনি মায়ের মুখ দর্শন করতে। বাচ্চারা বাসায় বসে এতটুকু আনন্দ উপভোগ করতে পেরে খুবই খুশি। আমার ছোট মেয়ে "অর্থী চাকী"আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্য ছোট্ট একটি ভ্লগ তৈরি করেছে,তা আপনাদের সাথে শেয়ার করবো।আশাকরি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

"ভিডিও লিংক"

সবাইকে দীপাবলির শুভেচ্ছা।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpnJSXfi1ygKpTfgqYSatfg7F9ecDdKpa4Sd1wdhDuLxycajhx2MY4zPnkAKPDXo1E35PHoUqHsphiPhY...EzzhhA4QRjqbeoaCZyYC9bBkeDQYvRmbJnnSJ4JUcW6c7YVyjR6ejSg8Rg4o8pw9hcTsR71eRBjjgkCWtyg1DhLFzLhaxQe8NGnM2nSFXqQHgn2coR3NpBqiuT.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1WagpCyidt3eCtv81zeLX27xC...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

Sort:  
 2 years ago 

বারো মাসে তেরো পার্বণ লেগে থাকে।
তেমনি আপনাদের একটা অনুষ্ঠান পার হতে না হতে আরেকটি অনুষ্ঠান আসে। তেমনি আপনি দীপাবলি ভিডিওটি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। তাছাড়া দীপাবলি সম্পর্কে আগে কিছু জানতাম না। কিন্তু আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা রইল। দীপাবলি উপলক্ষে বাসায় খুব সুন্দর আয়োজন করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে ডেকোরেশন করেছেন। আর প্রত্যেকটি প্রদীপ দারুন লাগছে দেখতে। অর্থী খুব সুন্দর ভাবে ভিডিওটা ক্যাপচার করেছে। সব মিলিয়ে আপনার পোস্টটি দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে মনোমুগ্ধকর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

দ্বিপাবলির অনেক অনেক শুভেচ্ছা দিদি। আসমে আবহাওয়া এমন হয়ে গেছে কি বলবো।আপনাদের দিপাবলির আয়জোন হয়তো বেঘাত ঘটে গিয়েছে দুঃখ জনক আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

বড়দি শুরুতেই দীপাবলির শুভেচ্ছা রইলো 🙏। কি আর বলবো, এমন ভাবে বৃষ্টির মাঝে বিগত কয়েক বছরে হয়তো দীপাবলি পালন করা হয় নি। সবাই আজ ঘর বন্দী। তবে এর মাঝেও যে এত চমৎকার করে আপনি আর ভাগ্নিরা মিলে এমন একটা আয়োজন করেছেন এটা দেখে সত্যিই মন ভরে গেল। প্রদীপ গুলোতে আলপনা দেওয়া এক কথায় ফাটাফাটি হয়েছে 👌। অসম্ভব সুন্দর লাগছে প্রদীপ সেগুলো এক সাথে প্রজ্জ্বলন করে। আর সব শেষ অর্থীর কথা কি লিখব এটাই ভেবে পাচ্ছি না,, এত মিষ্টি করে কথা বলতে পারে ও , আমি তো ভাবতেই পারছি না একদম। ঐ বয়সে তো আমি মানুষের সামনে নিজের নামটাও ঠিক করে বলতে পারতাম না বোধ হয় 😅। এখনও ক্যামেরার সামনে কিছু বলতে নিয়ে গলা কাপে আমার 😅। অনেক মিষ্টি হয়েছে ভিডিওটা।
আজকের দেখা সেরা পোস্ট ছিল এটা আমার কাছে ❤️🙏।

 2 years ago 

শুভ দীপাবলি ছোড়দা। একদম ঠিক বলেছেন আজ সবাই গৃহবন্দী হয়ে পড়েছে,মা কালী সবাই যেনো সকল বিপদ থেকে রক্ষা করেন এই প্রার্থনা করি। 🙏 দুই মেয়ে মিলে আলপনা করেছে। নিজের মতো করে একটু দীপাবলি কাটানোর চেষ্টা করেছি এছাড়া তো আর কোন উপায় নেই। অর্থী মোটামুটি ভালোই কথা বলতে পারে ক্যামেরার সামনে যেটা আমি নিজেও পারিনা এখন পর্যন্ত। ওর এইসব বিষয়ে বেশ পারদর্শী ওর অনেক টিকটক বিভিন্ন ভিডিও আছে। আস্তে আস্তে সব শেয়ার করবো আপনাদের সাথে। দীপাবলির আলোয় আলোকিত হোক সবার জীবন এই প্রত্যাশা করি। সবসময় ভালো থাকবেন ছোড়দা। ধন্যবাদ। 🙏

 2 years ago 

বৌদিকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। দীপাবলি এতো কাছে থেকে দেখার সুযোগ হয়নি। তবে কয়েকদিন ধরে দীপা বলির আমেজ বুঝতে পারছিলাম।গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দীপাবলির জন্য সময় টা আপনারা কাছে থাকায় খুব ভালো সময় কেটেছে।আলপনা,প্রদীপ সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল। অনেক ধন্যবাদ বৌদি সুন্দর মূহুর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু কালীপূজা আর দীপাবলি কি এক?
দীপাবলিতে অনেকের বাসায় এরকম সুন্দর প্রদীপ জ্বালাতে দেখেছি। কিন্তু কি জন্য এরকম প্রদীপ জ্বালায় তা আজকে আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। আবহাওয়া খারাপ হওয়ার কারনে আপনি পুজো করতে পারেননি জেনে খারাপ লাগলো। আসলে কালকের আবহাওয়াটাই এমন ছিল যে কিছু করার নেই। প্রদীপ গুলো খুব সুন্দর লাগছে দেখতে।

 2 years ago 

বাহ্ দিদি কি সুন্দর হয়েছে গো! সব ফেব্রিক কালার ব্যবহার করেছো? আমার যে কি ভালো লাগে এই ভাবে পেইন্ট করতে! আমার ফেব্রিক কালার ছিলো না। তাই আমি এতটা করতে পারি নি। তোমায় এবং তোমার পরিবারকে দীপান্বিতা কালীপুজোর অনেক শুভেচ্ছা জানাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65