একদম ঠিক বলেছেন আপু। কথাগুলো পড়েই বুঝলাম ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল আগে থাকার পরও কেন অনেকগুলো লোকজন আগেই পেয়ে যায়। আর এরকম অনেক ঘটনা আমার নিজ চোখের সামনে ঘটে যাওয়া।আমরা নিজেরাও যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন ১০ নাম্বার সিরিয়াল আসতে আসতে বিকেল তিনটা বেজে গিয়েছিল। যদিও সেই সিরিয়ালটা ছিল দুপুরে ১১টা বাজে।
আপু কি আর বলবো কেউ যেন এগুলো দেখার মতো নেই। মাঝে মাঝে মনে হয় চলে যাই অন্য দেশে।