You are viewing a single comment's thread from:
RE: রেসিপি-মুলা চিংড়ি রেসিপি|[১০% লাজুক খ্যাঁকের জন্য]
রান্নার কালার টা দেখেই তো লোভনীয় দেখাচ্ছে। কারণ এই সময়ে মুলা এবং চিংড়ি মাছের রেসিপি দেখে আমার তো খেতে ইচ্ছে করছে। সকালবেলা বা দুপুরবেলায় গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। মুলা ভাপানোর কারণে উগ্র গন্ধটা চলে যায় আর খেতেও ভালো লাগে। তার পাশাপাশি চিংড়ি মাছ দিয়ে রান্না করার কারণে স্বাদও অনেক বেড়ে যায়। দারুন রেসিপি করেছেন আপু।
রান্নার কালার যেমন সুন্দর লাগছে তেমনি খেতেও ভালো লাগেছে আপু। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লেগেছে। মুলা ভাপ দিয়ে খেলে গন্ধ চলে যায়। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।