পেন্সিল রঙের সাহায্যে একটি সুন্দর আর্ট করা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
সময়ের অভাবে আর্টগুলো করা হয়ে ওঠে না। কিন্তু আর্ট আমার খুব পছন্দের একটা কাজ। ছোটবেলা থেকেই আমার আর্টের প্রতি বেশ ভালই দুর্বলতা ছিল।জল রং দিয়ে করার খুব বেশি ইচ্ছা ছিল। তবে বেশিরভাগ সময় পেন্সিল রং দিয়ে আর্টগুলো করা হতো। তাই কিছুদিন আগে কয়েকটা পেন্সিল রঙ কিনেছিলাম। ভাবলাম পেন্সিল রঙ গুলো দিয়ে সুন্দর একটা আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করা যাক।
ভাবনা অনুযায়ী খুব সুন্দর একটা থিম মাথায় এলো। আর এটাই অংকন করার চেষ্টা করলাম। আসলে পেন্সিল গুলো দিয়ে রং করতে বেশ অনেকটাই সময় লেগে যায়। ছোটদের ক্ষেত্রে পেন্সিল রং দিয়ে রং করাটা অনেক বেশি সেইফ। তবে এটা দিয়ে করতে মজা লাগলেও সময় বেশি লাগে। যাই হোক আমি দুই দিনে এই আর্টটা শেষ করেছিলাম। কারণ নিভৃতের জন্য কোনভাবেই সুন্দর মত আর্ট করা যায় না। সে এসেই পেন্সিল গুলো নিয়ে যায়। যাইহোক কথা না বাড়িয়ে চলুন ধাপে ধাপে আর্টটা আপনাদের মাঝে শেয়ার করি।
পেইন্টিং এর জন্য উপকরণসমূহ |
|---|
- পেন্সিল রঙ
- আর্ট খাতা
- পেন্সিল
প্রথম ধাপ |
|---|
প্রথম ধাপে একটি প্রজাপতি এবং দুটো ফুল পেন্সিলের সাহায্যে এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ |
|---|
এখন প্রজাপতির ডানার ভিতরের যে ডিজাইনগুলো রয়েছে তার মধ্যে গোলাপি এবং লাল রঙ মিলিয়ে রং করে নিলাম।
তৃতীয় ধাপ |
|---|
প্রজাপতির নিচের ডানায় লাল রং এবং গোলাপি রঙ দিয়ে রং করলাম। তার পাশাপাশি কিছু গোল গোল বৃত্তের মতো একে নিলাম কালো রঙের সাহায্যে।
চতুর্থ ধাপ |
|---|
এই ধাপে পাশের এই অংশটায় কালো রং করে দিলাম। তবে মাঝের সাদা বৃত্ত গুলো সাদা ই রেখে দিলাম। প্রজাপতি শরীরের অংশটা কালো এবং বেগুনি রং দিয়ে রং করলাম।
পঞ্চম ধাপ |
|---|
এই ধাপে বড়ফুল টাকে লাল এবং কমলা রঙের সাহায্যে শেড তৈরি করে রং করলাম।
ষষ্ঠ ধাপ |
|---|
এখন উপরের দিকে ছোট ফুলটাকেও লাল এবং কমলা রং দিয়ে একইভাবে রং করে নিলাম।
সপ্তম ধাপ |
|---|
এখন পাতাগুলোকে হালকা সবুজ এবং গাড় সবুজ দুইটা মিলিয়ে রং করে নিলাম।
ফাইনাল আউটলুক |
|---|
এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা আর্ট।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)



























আপনি আজকে আমাদের মাঝে পেন্সিল রঙের সাহায্যে একটি সুন্দর আর্ট শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার আর্টটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধাপে ধাপে বর্ণনাও দিয়েছেন দেখছি। সর্বোপরি আমি বলবো আপনার আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার আর্টটা উপভোগ করার জন্য, ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পেন্সিল রঙের সাহায্যে আপনি খুবই চমৎকার একটি আর্ট করেছেন। যেটা আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। দেখে যেন মনে হচ্ছে ফুলের উপর প্রজাপতিটা এখনই এসে বসবে। কালার কম্বিনেশন টা আমার কাছে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। আপনার আর্ট সবসময় অনেক সুন্দর হয়।
পেন্সিল রঙ দিয়ে করতে অনেক ভালো লেগেছে আপু। ধন্যবাদ, ভালো লাগল মন্তব্য দেখে।
বরাবরই আপনি আমাদের মাঝে বিভিন্ন ধরনের চমৎকার সব আর্ট শেয়ার করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে পেন্সিল রঙ দিয়ে সুন্দর একটি প্রজাপতির আর্ট করেছেন। সেই সাথে ফুলগুলো দারুন এঁকেছেন। সব মিলিয়ে আপনার আর্টটি দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
সময় পেলে হয়তো বা আপনাদের মাঝে প্রতিনিয়তই কোন না কোন আর্ট নিয়ে আসতে পারতাম। তবে মাঝে মাঝে সময় করে কিছু আর্ট শেয়ার করি।
নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার আজকের এই আর্টটা খুব সুন্দর লাগছে। দক্ষতার সাথে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন বলে পুরোটা অনেক আকর্ষণীয় লাগছে। সত্যি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার আজকের এই আর্ট দেখে। ধন্যবাদ সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার আর্টটা দেখে সুন্দর মন্তব্য করার জন্য।
আর্ট আমারও ভীষণ ভালো লাগে। জল রং থেকেও কাঠ রং দিয়ে কিংবা সাইন পেন দিয়ে রং করলে সেগুলো বেশ ভালো লাগে আমার কাছে। দারুন একটা আর্ট শেয়ার করেছেন আজ। প্রজাপতি এবং ফুল সব মিলিয়ে দারুন লাগছে দেখতে। কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
অনেকদিন পর এই রং পেন্সিল গুলো ব্যবহার করেছি আপু। বেশ ভালো লেগেছিল ধন্যবাদ আপনাকে।
পেন্সিল রঙ্গের সাহায্যে দারুন একটি আর্ট করেছেন আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর্টটি দেখে মনে হচ্ছে ফুলের উপর প্রজাপতি বসে আছে। কালার কম্বিনেশনটা অসাধারণ ছিল। ধন্যবাদ আপু ধাপে ধাপে আর্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
খুব ভালো লাগে যখন আপনাদের সুন্দর মন্তব্য দেখি। তাই উৎসাহিত হই। ধন্যবাদ আপু।
কী সুন্দর আর্ট করছেন। প্রজাপতির রংটা খুব সুন্দর হয়েছে। রং পেন্সিল দিয়ে শেডিংটা খুবই সুন্দর হয়েছে। ফুলের পাপড়ি গুলো নিখুঁত ভাবে করছেন। ওভার অল খুব সুন্দর এঁকেছেন।
অনেকদিন পর রং পেন্সিল দিয়ে কাজ করেছি আপু। প্রায় অনেক বছর হয়ে গিয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেওয়ার জন্য।
আজকে আপনি পেন্সিল এবং পেন্সিল রঙের দিয়ে চমৎকার আর্ট করেছেন। তবে আপনার আর্ট অসাধারণ হয়েছে। কি চমৎকার ফুল এবং প্রজাপতি দেখে বেশ ভালোই লাগবে আর্টের মধ্যে। এই ধরনের আর্ট গুলো ধৈর্য ধরে করতে হয়। ভালো লাগার মত একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
জি আপু রং পেন্সিল দিয়ে কাজ করতে অনেক সময় লাগে, ধন্যবাদ আপনাকে।